নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলাও অংশ নেন।
বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে জাপা মহাসচিব আজকের পত্রিকাকে জানান, বৈঠকে সমকালীন রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে। এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির ভাবনার বিষয়ে জানতে চান রাষ্ট্রদূতেরা। ভোটগ্রহণের পদ্ধতি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কি সমস্যা জানতে চান তারা। এই জিজ্ঞাসার বিপরীতে ইভিএম এর বিষয়ে আপত্তি জানিয়ে জাপার পক্ষ থেকে বলা হয়, ইভিএম এ ভোটগ্রহণ জাপা বিশ্বাস করে না। জাপা বিশ্বাস করে এই পদ্ধতিতে ভোট হলে কারচুপির অবারিত সুযোগ রয়েছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশের অন্যতম বিরোধী দল বিএনপি আন্দোলন করছে। এই দাবির বিষয়ে জাতীয় পার্টির অবস্থানও জানতে চান রাষ্ট্রদূতেরা-এমনটা জানিয়ে চুন্নু বলেন, ‘আমরা বলেছি জাতীয় পার্টি বরাবরই তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে। কারণ বিএনপি এবং আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমরা মনে করি নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ হলে নির্বাচন কমিশনকে পরিপূর্ণ স্বাধীনতা দিলে দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
এদিকে বৈঠক নিয়ে ইইউর ঢাকা মিশন এক টুইট বার্তায় জানিয়েছে, ইইউর মিশন প্রধানেরা বাংলাদেশের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছে। আজ আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আলোচনা করেছি।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ছাড়াও জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতাসহ আরও কয়েকজন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলাও অংশ নেন।
বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে জাপা মহাসচিব আজকের পত্রিকাকে জানান, বৈঠকে সমকালীন রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে। এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির ভাবনার বিষয়ে জানতে চান রাষ্ট্রদূতেরা। ভোটগ্রহণের পদ্ধতি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কি সমস্যা জানতে চান তারা। এই জিজ্ঞাসার বিপরীতে ইভিএম এর বিষয়ে আপত্তি জানিয়ে জাপার পক্ষ থেকে বলা হয়, ইভিএম এ ভোটগ্রহণ জাপা বিশ্বাস করে না। জাপা বিশ্বাস করে এই পদ্ধতিতে ভোট হলে কারচুপির অবারিত সুযোগ রয়েছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশের অন্যতম বিরোধী দল বিএনপি আন্দোলন করছে। এই দাবির বিষয়ে জাতীয় পার্টির অবস্থানও জানতে চান রাষ্ট্রদূতেরা-এমনটা জানিয়ে চুন্নু বলেন, ‘আমরা বলেছি জাতীয় পার্টি বরাবরই তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে। কারণ বিএনপি এবং আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমরা মনে করি নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ হলে নির্বাচন কমিশনকে পরিপূর্ণ স্বাধীনতা দিলে দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
এদিকে বৈঠক নিয়ে ইইউর ঢাকা মিশন এক টুইট বার্তায় জানিয়েছে, ইইউর মিশন প্রধানেরা বাংলাদেশের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছে। আজ আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আলোচনা করেছি।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ছাড়াও জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতাসহ আরও কয়েকজন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কালবিলম্ব না করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি...
১১ ঘণ্টা আগেতিন মাস বয়সী অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার প্রতি বোধ হয় ভ্রুক্ষেপ করা হচ্ছে না। তারা যেটা ভালো মনে করছে, সেটাই হয়তো চাপিয়ে দিতে চাইছে।’ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্ট
১৩ ঘণ্টা আগে‘পুলিশ সংস্কার’ বিষয়ক বিএনপির গঠিত কমিটি থেকে প্রস্তাবনা দলটির চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবারই (১৪ নভেম্বর) জমা দেওয়া হয় এই প্রস্তাবনা। কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়
১৩ ঘণ্টা আগেআওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ।’
১৪ ঘণ্টা আগে