ঢাবি প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়ের বিরুদ্ধে ছাত্রদল সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন ছাত্রলীগেরই সহসভাপতি ইয়াজ আল রিয়াদ। গতকাল শনিবার রাত ১১টায় নিজের ফেসবুক টাইমলাইনে লাইভে এসে এসব বক্তব্য দেন তিনি। একই সঙ্গে জয়ের পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
ইয়াজ আল রিয়াদ বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন আল নাহিয়ান। অভিযোগ আছে, তখন তাঁর ফুফাতো ভাই বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। তাঁর কক্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করেছেন, ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন আল নাহিয়ান। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে তিনি ছাত্রদলের হয়ে ধানের শীষে ভোট চেয়েছিলেন। সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আপন চাচাতো ভাইকে নিজের ক্ষমতাবলে নৌকার বিরুদ্ধে জিতিয়েছেন আল নাহিয়ান।
অভিযোগের কোনো স্বচ্ছ জবাব জয় দিচ্ছেন না উল্লেখ করে রিয়াদ বলেন, ‘যাঁরা ছাত্ররাজনীতি করবেন তাঁদের স্বচ্ছতার সঙ্গে ছাত্ররাজনীতি করতে হবে। তাঁদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ ওঠে তখনই তাঁরা যেন অভিযোগের বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা না করেন। যদি তাঁরা ধামাচাপা দেন, তাহলে কর্মীদের মাঝে, শিক্ষার্থীদের মাঝে, যাঁরা আমাদের অনুসরণ করেন তাঁদের মধ্যে ধোঁয়াশা, বিভ্রান্তি তৈরি হবে। ছাত্রনেতা হিসেবে যেটি মোটেও কাম্য নয়।’
ছাত্রলীগের সহসভাপতি আরও বলেন, আল নাহিয়ানের বাবা ১৯৯১ সালের নির্বাচনে বাবুগঞ্জ-উজিরপুর আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর তাঁর বাবা ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর বিমা কোম্পানিতে চাকরি করেছিলেন। তিনি তৎকালীন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার পিএ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির যে নির্বাচন আওয়ামী লীগ বর্জন করেছিল, সেই নির্বাচনে বিএনপির ডামি প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন আল নাহিয়ানের বাবা।
ছাত্রলীগের সভাপতিকে এসব অভিযোগের জবাব দেওয়ার আহ্বান জানান রিয়াদ। তিনি বলেন, অভিযোগ উঠতেই পারে। অভিযোগের জবাব তাঁকেই দিতে হবে। ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে তাঁকে নিয়ে যেন কোনো ধোঁয়াশা তৈরি না হয়, নেতা-কর্মীরা যাতে বিভ্রান্ত ও আদর্শচ্যুত না হন, সেই জায়গা থেকে তাঁর উচিত অভিযোগগুলো খণ্ডন করা।
লাইভের একপর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বিরুদ্ধেও অভিযোগ তোলেন রিয়াদ। তিনি বলেন, আল নাহিয়ান ও লেখক ভট্টাচার্যের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তাঁরা অনিয়মতান্ত্রিক ও সংগঠনবিরোধী অনেক কর্মকাণ্ড করে সংগঠনকে নানা প্রশ্নের সম্মুখীন করছেন। এসব বিষয় নিয়ে যাঁরা কথা বলেন, যাঁরা দুঃসময়ের আওয়ামী পরিবারের সন্তান, তাঁরা তাঁদের চিহ্নিত করে সংগঠন থেকে দূরে সরিয়ে রাখছেন।
অভিযোগের বিষয়ে জানার জন্য আল নাহিয়ান খান জয়কে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তাঁর পক্ষ হয়ে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা ফেসবুকে লেখালেখি করছেন।
আরেক সহসভাপতি রাকিব হোসেন লিখেন, ‘কিছুদিন আগেও জয় ভাইয়ের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন, জয় ভাইয়ের ভাবমূর্তি নষ্ট হয় এ রকম নিউজ হওয়ার পর ওই সাংবাদিককে আপনি শিবির বলে স্ট্যাটাস দিয়েছিলেন, স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর আপনি আইন অনুষদে গিয়ে জয় ভাইয়ের সঙ্গে গলাগলি ধরে অনেকক্ষণ কথা বললেন। স্বার্থে আঘাত লাগলে সবাই কমবেশি ক্ষোভ প্রকাশ করে, সেখানে আমিও বিপরীত নই। কিন্তু মানুষের মিনিমাম একটু চক্ষুলজ্জা থাকা দরকার, আপনার সঙ্গে এখন যাঁদের সখ্য, তাঁরাও আপনাকে নিয়ে বিব্রত।’
কেউ কেউ লিখেছেন, ‘ক্যাম্পাসের প্রতিটি মানুষ জানে তাঁর সবচেয়ে কাছের বন্ধু আপনি (ইয়াজ আল রিয়াদ)। দুজনে একসঙ্গে হলের সেক্রেটারি হয়েছেন, একই ব্লকে রাজনীতি করেছেন, দীর্ঘদিন একসঙ্গে চলেছেন। এত দিন কোনো অভিযোগ ছিল না, কোনো অনুযোগ ছিল না, হঠাৎ কি এমন ঘটল যে গত ২-৩ মাস থেকে তিনি আপনার কাছে অনুপ্রবেশকারী, বিএনপি ফ্যামিলির হয়ে গেল!’
একই কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার লিখেন, ‘ভুলে গেলে চলবে না, জয় ভাই-লেখক দাদাকে দেশরত্ন শেখ হাসিনা আপা নিজে এক নাজুক পরিস্থিতির মধ্যে ভারপ্রাপ্ত সভাপতি/সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন, পরবর্তী সময়ে তাঁরা আপার আস্থা অর্জনের মাধ্যমে আপার সিদ্ধান্তেই পূর্ণ সভাপতি/সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। সুতরাং আপনারা তাঁদের কাজের সমালোচনা করতে পারেন কিন্তু তাঁদের অতীত নিয়ে বিতর্ক সৃষ্টি করার হীন চেষ্টার মাধ্যমে আপনারা পরোক্ষভাবে আপার সিদ্ধান্তের প্রতি প্রশ্ন তুলতে পারেন না।’
আরও পড়ুন:
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়ের বিরুদ্ধে ছাত্রদল সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন ছাত্রলীগেরই সহসভাপতি ইয়াজ আল রিয়াদ। গতকাল শনিবার রাত ১১টায় নিজের ফেসবুক টাইমলাইনে লাইভে এসে এসব বক্তব্য দেন তিনি। একই সঙ্গে জয়ের পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
ইয়াজ আল রিয়াদ বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন আল নাহিয়ান। অভিযোগ আছে, তখন তাঁর ফুফাতো ভাই বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। তাঁর কক্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করেছেন, ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন আল নাহিয়ান। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে তিনি ছাত্রদলের হয়ে ধানের শীষে ভোট চেয়েছিলেন। সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আপন চাচাতো ভাইকে নিজের ক্ষমতাবলে নৌকার বিরুদ্ধে জিতিয়েছেন আল নাহিয়ান।
অভিযোগের কোনো স্বচ্ছ জবাব জয় দিচ্ছেন না উল্লেখ করে রিয়াদ বলেন, ‘যাঁরা ছাত্ররাজনীতি করবেন তাঁদের স্বচ্ছতার সঙ্গে ছাত্ররাজনীতি করতে হবে। তাঁদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ ওঠে তখনই তাঁরা যেন অভিযোগের বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা না করেন। যদি তাঁরা ধামাচাপা দেন, তাহলে কর্মীদের মাঝে, শিক্ষার্থীদের মাঝে, যাঁরা আমাদের অনুসরণ করেন তাঁদের মধ্যে ধোঁয়াশা, বিভ্রান্তি তৈরি হবে। ছাত্রনেতা হিসেবে যেটি মোটেও কাম্য নয়।’
ছাত্রলীগের সহসভাপতি আরও বলেন, আল নাহিয়ানের বাবা ১৯৯১ সালের নির্বাচনে বাবুগঞ্জ-উজিরপুর আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর তাঁর বাবা ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর বিমা কোম্পানিতে চাকরি করেছিলেন। তিনি তৎকালীন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার পিএ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির যে নির্বাচন আওয়ামী লীগ বর্জন করেছিল, সেই নির্বাচনে বিএনপির ডামি প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন আল নাহিয়ানের বাবা।
ছাত্রলীগের সভাপতিকে এসব অভিযোগের জবাব দেওয়ার আহ্বান জানান রিয়াদ। তিনি বলেন, অভিযোগ উঠতেই পারে। অভিযোগের জবাব তাঁকেই দিতে হবে। ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে তাঁকে নিয়ে যেন কোনো ধোঁয়াশা তৈরি না হয়, নেতা-কর্মীরা যাতে বিভ্রান্ত ও আদর্শচ্যুত না হন, সেই জায়গা থেকে তাঁর উচিত অভিযোগগুলো খণ্ডন করা।
লাইভের একপর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বিরুদ্ধেও অভিযোগ তোলেন রিয়াদ। তিনি বলেন, আল নাহিয়ান ও লেখক ভট্টাচার্যের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তাঁরা অনিয়মতান্ত্রিক ও সংগঠনবিরোধী অনেক কর্মকাণ্ড করে সংগঠনকে নানা প্রশ্নের সম্মুখীন করছেন। এসব বিষয় নিয়ে যাঁরা কথা বলেন, যাঁরা দুঃসময়ের আওয়ামী পরিবারের সন্তান, তাঁরা তাঁদের চিহ্নিত করে সংগঠন থেকে দূরে সরিয়ে রাখছেন।
অভিযোগের বিষয়ে জানার জন্য আল নাহিয়ান খান জয়কে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তাঁর পক্ষ হয়ে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা ফেসবুকে লেখালেখি করছেন।
আরেক সহসভাপতি রাকিব হোসেন লিখেন, ‘কিছুদিন আগেও জয় ভাইয়ের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন, জয় ভাইয়ের ভাবমূর্তি নষ্ট হয় এ রকম নিউজ হওয়ার পর ওই সাংবাদিককে আপনি শিবির বলে স্ট্যাটাস দিয়েছিলেন, স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর আপনি আইন অনুষদে গিয়ে জয় ভাইয়ের সঙ্গে গলাগলি ধরে অনেকক্ষণ কথা বললেন। স্বার্থে আঘাত লাগলে সবাই কমবেশি ক্ষোভ প্রকাশ করে, সেখানে আমিও বিপরীত নই। কিন্তু মানুষের মিনিমাম একটু চক্ষুলজ্জা থাকা দরকার, আপনার সঙ্গে এখন যাঁদের সখ্য, তাঁরাও আপনাকে নিয়ে বিব্রত।’
কেউ কেউ লিখেছেন, ‘ক্যাম্পাসের প্রতিটি মানুষ জানে তাঁর সবচেয়ে কাছের বন্ধু আপনি (ইয়াজ আল রিয়াদ)। দুজনে একসঙ্গে হলের সেক্রেটারি হয়েছেন, একই ব্লকে রাজনীতি করেছেন, দীর্ঘদিন একসঙ্গে চলেছেন। এত দিন কোনো অভিযোগ ছিল না, কোনো অনুযোগ ছিল না, হঠাৎ কি এমন ঘটল যে গত ২-৩ মাস থেকে তিনি আপনার কাছে অনুপ্রবেশকারী, বিএনপি ফ্যামিলির হয়ে গেল!’
একই কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার লিখেন, ‘ভুলে গেলে চলবে না, জয় ভাই-লেখক দাদাকে দেশরত্ন শেখ হাসিনা আপা নিজে এক নাজুক পরিস্থিতির মধ্যে ভারপ্রাপ্ত সভাপতি/সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন, পরবর্তী সময়ে তাঁরা আপার আস্থা অর্জনের মাধ্যমে আপার সিদ্ধান্তেই পূর্ণ সভাপতি/সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। সুতরাং আপনারা তাঁদের কাজের সমালোচনা করতে পারেন কিন্তু তাঁদের অতীত নিয়ে বিতর্ক সৃষ্টি করার হীন চেষ্টার মাধ্যমে আপনারা পরোক্ষভাবে আপার সিদ্ধান্তের প্রতি প্রশ্ন তুলতে পারেন না।’
আরও পড়ুন:
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কালবিলম্ব না করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি...
১৯ ঘণ্টা আগেতিন মাস বয়সী অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার প্রতি বোধ হয় ভ্রুক্ষেপ করা হচ্ছে না। তারা যেটা ভালো মনে করছে, সেটাই হয়তো চাপিয়ে দিতে চাইছে।’ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্ট
২১ ঘণ্টা আগে‘পুলিশ সংস্কার’ বিষয়ক বিএনপির গঠিত কমিটি থেকে প্রস্তাবনা দলটির চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবারই (১৪ নভেম্বর) জমা দেওয়া হয় এই প্রস্তাবনা। কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়
২১ ঘণ্টা আগেআওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ।’
১ দিন আগে