নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্তমান সরকারের অধীনে জাতীয়, স্থানীয়—এমনকি প্রাতিষ্ঠানিক নির্বাচনও সুষ্ঠু হয় না জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, নির্বাচনব্যবস্থা ধ্বংস করে ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে উঠেছে বর্তমান সরকার।
আজ শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে অবৈধ ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার, চালসহ নিত্যপণ্য ও বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং জনজীবনের সংকট নিরসনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা জানিয়েছেন জোটের নেতারা।
সমাবেশে জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের নজির ৫২ বছরেও বাংলাদেশে নেই। তার ওপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ধ্বংস করে দিয়েছে। ইতিমধ্যে অনুষ্ঠিত উপনির্বাচন এবং সর্বশেষ সুপ্রিম কোর্টের নির্বাচন দেখিয়ে দিয়েছে সব পর্যায়ের নির্বাচনকে কলুষিত করে ক্ষমতায় থাকতে তারা মরিয়া হয়ে উঠেছে। চট্টগ্রামের এক নির্বাচনে তো ইভিএম মেশিনই যুবলীগ নেতা ছিনতাই করে নিয়েছে।’
ব্যবসায়ীরা সরকারের প্রশ্রয়ে রোজার আগেই খাদ্যসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করে বজলুর রশীদ আরও বলেন, ‘শিক্ষা, চিকিৎসার খরচ আকাশছোঁয়া, শ্রমিকদের মজুরি বাড়ছে না, কৃষকেরা ফসলের দাম পাচ্ছে না অথচ সার, কীটনাশক, বীজ, সেচের খরচ দফায় দফায় বাড়ছে। বিদ্যুৎ, গ্যাসের দাম বৃদ্ধির ফলে সকল জিনিসপত্রের দাম বাড়ছে।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশের বাইরে টাকা পাচারের চাঞ্চল্যকর খবর প্রকাশ পাচ্ছে, কিন্তু অভিযুক্তরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। টাকা পাচার, ব্যয়বহুল মেগা প্রকল্প, আর দুর্নীতির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে আর তার দায় চাপানো হচ্ছে জনগণের কাঁধে। যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়ন ভয়ংকর আকার ধারণ করেছে। মানুষের জীবন আজ দুর্বিষহ।’
এ সময় নেতারা শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস, নারী নির্যাতন, ফ্যাসিবাদী দুঃশাসন ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়া রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং গ্রাম-শহরে শ্রমজীবীদের জন্য রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে ২২ মার্চ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। সমাবেশ শেষে পল্টন মোড় থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।
বর্তমান সরকারের অধীনে জাতীয়, স্থানীয়—এমনকি প্রাতিষ্ঠানিক নির্বাচনও সুষ্ঠু হয় না জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, নির্বাচনব্যবস্থা ধ্বংস করে ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে উঠেছে বর্তমান সরকার।
আজ শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে অবৈধ ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার, চালসহ নিত্যপণ্য ও বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং জনজীবনের সংকট নিরসনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা জানিয়েছেন জোটের নেতারা।
সমাবেশে জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের নজির ৫২ বছরেও বাংলাদেশে নেই। তার ওপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ধ্বংস করে দিয়েছে। ইতিমধ্যে অনুষ্ঠিত উপনির্বাচন এবং সর্বশেষ সুপ্রিম কোর্টের নির্বাচন দেখিয়ে দিয়েছে সব পর্যায়ের নির্বাচনকে কলুষিত করে ক্ষমতায় থাকতে তারা মরিয়া হয়ে উঠেছে। চট্টগ্রামের এক নির্বাচনে তো ইভিএম মেশিনই যুবলীগ নেতা ছিনতাই করে নিয়েছে।’
ব্যবসায়ীরা সরকারের প্রশ্রয়ে রোজার আগেই খাদ্যসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করে বজলুর রশীদ আরও বলেন, ‘শিক্ষা, চিকিৎসার খরচ আকাশছোঁয়া, শ্রমিকদের মজুরি বাড়ছে না, কৃষকেরা ফসলের দাম পাচ্ছে না অথচ সার, কীটনাশক, বীজ, সেচের খরচ দফায় দফায় বাড়ছে। বিদ্যুৎ, গ্যাসের দাম বৃদ্ধির ফলে সকল জিনিসপত্রের দাম বাড়ছে।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশের বাইরে টাকা পাচারের চাঞ্চল্যকর খবর প্রকাশ পাচ্ছে, কিন্তু অভিযুক্তরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। টাকা পাচার, ব্যয়বহুল মেগা প্রকল্প, আর দুর্নীতির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে আর তার দায় চাপানো হচ্ছে জনগণের কাঁধে। যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়ন ভয়ংকর আকার ধারণ করেছে। মানুষের জীবন আজ দুর্বিষহ।’
এ সময় নেতারা শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস, নারী নির্যাতন, ফ্যাসিবাদী দুঃশাসন ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়া রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং গ্রাম-শহরে শ্রমজীবীদের জন্য রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে ২২ মার্চ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। সমাবেশ শেষে পল্টন মোড় থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কালবিলম্ব না করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি...
১৪ ঘণ্টা আগেতিন মাস বয়সী অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার প্রতি বোধ হয় ভ্রুক্ষেপ করা হচ্ছে না। তারা যেটা ভালো মনে করছে, সেটাই হয়তো চাপিয়ে দিতে চাইছে।’ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্ট
১৬ ঘণ্টা আগে‘পুলিশ সংস্কার’ বিষয়ক বিএনপির গঠিত কমিটি থেকে প্রস্তাবনা দলটির চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবারই (১৪ নভেম্বর) জমা দেওয়া হয় এই প্রস্তাবনা। কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়
১৬ ঘণ্টা আগেআওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ।’
১৭ ঘণ্টা আগে