নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাঠ শূন্য করে এই দেশের একক সম্রাজ্ঞী হয়ে থাকতে চান প্রধানমন্ত্রী। তাই নির্বিচারে গ্রেপ্তার চলছে।
আবারও একটি নীল নকশার নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘গোপন বৈঠক হচ্ছে, গণভবনে সলাপরামর্শ হচ্ছে।’ তবে এসব করে লাভ হবে না বলেও সরকারকে হুঁশিয়ার করে দেন তিনি। তিনি বলেন, ‘সরকারের সময় শেষ, পতন হবে। জনগণ জীবন হাতের মুঠোয় নিয়ে রাস্তায় নেমেছে।’
আজ শুক্রবার বিকলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে নেতা-কর্মী আটকের চিত্র তুলে ধরেন রিজভী।
সংবাদ সম্মেলনে ৫ ও ৬ নভেম্বর ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি পালিত হবে। সরকারের কোনো উসকানিতে আমাদের দলের কোনো নেতা-কর্মী বা গণতান্ত্রিক সংগ্রামে রাজনৈতিক যেসব দল অংশগ্রহণ করেছে, প্রত্যেকেই কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করে যাবে।’
চলমান আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, ‘আমরা মনে করি, চলমান যে গণতান্ত্রিক আন্দোলন, একটা স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা থাকবে। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এই অধিকার প্রতিষ্ঠার জন্যই এই আন্দোলন। এটা একটা আদর্শের আন্দোলন। এটা ন্যায়সংগত আন্দোলন, একজন বিবেকবান মানুষের বিকশিত হওয়ার আন্দোলন। এই আন্দোলনে যাঁরা সমর্থন দেবেন, তাঁরা যেই হোন না কেন, তাঁরা প্রত্যেকেই গণতান্ত্রিক এই যুদ্ধের সারথি হিসেবে থাকবেন। এই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে।’
সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের আটকের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘গত বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত বিএনপির অন্তত ২৯২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ সময় ১১টি মামলা হয়েছে এবং অন্তত ১ হাজার ৪৫ জনকে আসামি করা হয়েছে।’
দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাঠ শূন্য করে এই দেশের একক সম্রাজ্ঞী হয়ে থাকতে চান প্রধানমন্ত্রী। তাই নির্বিচারে গ্রেপ্তার চলছে।
আবারও একটি নীল নকশার নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘গোপন বৈঠক হচ্ছে, গণভবনে সলাপরামর্শ হচ্ছে।’ তবে এসব করে লাভ হবে না বলেও সরকারকে হুঁশিয়ার করে দেন তিনি। তিনি বলেন, ‘সরকারের সময় শেষ, পতন হবে। জনগণ জীবন হাতের মুঠোয় নিয়ে রাস্তায় নেমেছে।’
আজ শুক্রবার বিকলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে নেতা-কর্মী আটকের চিত্র তুলে ধরেন রিজভী।
সংবাদ সম্মেলনে ৫ ও ৬ নভেম্বর ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি পালিত হবে। সরকারের কোনো উসকানিতে আমাদের দলের কোনো নেতা-কর্মী বা গণতান্ত্রিক সংগ্রামে রাজনৈতিক যেসব দল অংশগ্রহণ করেছে, প্রত্যেকেই কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করে যাবে।’
চলমান আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, ‘আমরা মনে করি, চলমান যে গণতান্ত্রিক আন্দোলন, একটা স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা থাকবে। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এই অধিকার প্রতিষ্ঠার জন্যই এই আন্দোলন। এটা একটা আদর্শের আন্দোলন। এটা ন্যায়সংগত আন্দোলন, একজন বিবেকবান মানুষের বিকশিত হওয়ার আন্দোলন। এই আন্দোলনে যাঁরা সমর্থন দেবেন, তাঁরা যেই হোন না কেন, তাঁরা প্রত্যেকেই গণতান্ত্রিক এই যুদ্ধের সারথি হিসেবে থাকবেন। এই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে।’
সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের আটকের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘গত বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত বিএনপির অন্তত ২৯২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ সময় ১১টি মামলা হয়েছে এবং অন্তত ১ হাজার ৪৫ জনকে আসামি করা হয়েছে।’
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কালবিলম্ব না করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি...
১২ ঘণ্টা আগেতিন মাস বয়সী অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার প্রতি বোধ হয় ভ্রুক্ষেপ করা হচ্ছে না। তারা যেটা ভালো মনে করছে, সেটাই হয়তো চাপিয়ে দিতে চাইছে।’ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্ট
১৪ ঘণ্টা আগে‘পুলিশ সংস্কার’ বিষয়ক বিএনপির গঠিত কমিটি থেকে প্রস্তাবনা দলটির চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবারই (১৪ নভেম্বর) জমা দেওয়া হয় এই প্রস্তাবনা। কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়
১৪ ঘণ্টা আগেআওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ।’
১৫ ঘণ্টা আগে