নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রমনা থানায় দায়ের করা মামলায় তাঁকে আদালতে হাজির করার পর আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।’
রাতে মির্জা ফখরুলকে আদালতের হাজতখানায় আনা হয়। তবে শুনানির সময় তাকে এজলাসে নেওয়া হয়নি।
আদালত সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, গতকাল ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা দুপুর ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। ওই মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে পুলিশ রমনা থানায় মামলা দায়ের করে।
এর আগে আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে গুলশানের বাসভবন থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ। সন্ধ্যা ৭টার দিকে তাকে রমনা থানায় সোপর্দ করা হয়। পরে রাত সোয়া ৮টার দিকে তাকে আদালতে নেওয়া হয়।
রাত সোয়া ৯ টার দিকে মির্জা ফখরুলের জামিনের আবেদনের ওপর শুনানি শুরু হয়। ৪০ মিনিট শুনানি হয়।
তার পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন, জয়নাল আবেদীন মেজবাহসহ ৫০ জনেরও বেশি আইনজীবী।
জামিনের বিরোধিতা করে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা আদালতের পিপি আব্দুল্লাহ আবু ও রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন ফকির।
শুনানিতে মির্জা ফখরুলের আইনজীবীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মির্জা ফখরুলকে এই মামলায় আসামি করা হয়েছে। এই মামলার এজাহারে ঘটনাস্থলে মির্জা ফখরুল উপস্থিত ছিলেন এই ধরনের কোনো কথা উল্লেখ নেই। মির্জা ফখরুল অসুস্থ। তাকে আজ রোববার গুলশানের বাসভবন থেকে আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।
পক্ষান্তরে রাষ্ট্রপক্ষে পিপি আবদুল্লাহ আবু বলেন, গতকাল সমাবেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র করে পুলিশের ওপর হামলা করেছে। গাড়ি ভাঙচুর করেছে। পুলিশ হত্যা করেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। এই দায়-দায়িত্ব মির্জা ফখরুল এড়াতে পারেন না। তার পরিকল্পনায় এই ঘটনা ঘটেছে।
আদালতে হট্টগোল: মির্জা ফখরুলের পক্ষে বিএনপি সমর্থক একজন আইনজীবী শুনানি করতে গিয়ে বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে আওয়ামী লীগের ক্যাডাররা। তারা হামলা করে বিএনপির ওপর দোষ চাপিয়েছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা হইচই শুরু করেন। পরে বিএনপি সমর্থক আইনজীবীরাও চিৎকার শুরু করেন। এদিকে মির্জা ফখরুলের মুক্তির দাবিতে আইনজীবীরা ঢাকার চিফ মেট্রোপলিটের ম্যাজিস্ট্রেট আদালতের সামনে মিছিল সমাবেশ করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রমনা থানায় দায়ের করা মামলায় তাঁকে আদালতে হাজির করার পর আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।’
রাতে মির্জা ফখরুলকে আদালতের হাজতখানায় আনা হয়। তবে শুনানির সময় তাকে এজলাসে নেওয়া হয়নি।
আদালত সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, গতকাল ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা দুপুর ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। ওই মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে পুলিশ রমনা থানায় মামলা দায়ের করে।
এর আগে আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে গুলশানের বাসভবন থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ। সন্ধ্যা ৭টার দিকে তাকে রমনা থানায় সোপর্দ করা হয়। পরে রাত সোয়া ৮টার দিকে তাকে আদালতে নেওয়া হয়।
রাত সোয়া ৯ টার দিকে মির্জা ফখরুলের জামিনের আবেদনের ওপর শুনানি শুরু হয়। ৪০ মিনিট শুনানি হয়।
তার পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন, জয়নাল আবেদীন মেজবাহসহ ৫০ জনেরও বেশি আইনজীবী।
জামিনের বিরোধিতা করে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা আদালতের পিপি আব্দুল্লাহ আবু ও রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন ফকির।
শুনানিতে মির্জা ফখরুলের আইনজীবীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মির্জা ফখরুলকে এই মামলায় আসামি করা হয়েছে। এই মামলার এজাহারে ঘটনাস্থলে মির্জা ফখরুল উপস্থিত ছিলেন এই ধরনের কোনো কথা উল্লেখ নেই। মির্জা ফখরুল অসুস্থ। তাকে আজ রোববার গুলশানের বাসভবন থেকে আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।
পক্ষান্তরে রাষ্ট্রপক্ষে পিপি আবদুল্লাহ আবু বলেন, গতকাল সমাবেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র করে পুলিশের ওপর হামলা করেছে। গাড়ি ভাঙচুর করেছে। পুলিশ হত্যা করেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। এই দায়-দায়িত্ব মির্জা ফখরুল এড়াতে পারেন না। তার পরিকল্পনায় এই ঘটনা ঘটেছে।
আদালতে হট্টগোল: মির্জা ফখরুলের পক্ষে বিএনপি সমর্থক একজন আইনজীবী শুনানি করতে গিয়ে বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে আওয়ামী লীগের ক্যাডাররা। তারা হামলা করে বিএনপির ওপর দোষ চাপিয়েছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা হইচই শুরু করেন। পরে বিএনপি সমর্থক আইনজীবীরাও চিৎকার শুরু করেন। এদিকে মির্জা ফখরুলের মুক্তির দাবিতে আইনজীবীরা ঢাকার চিফ মেট্রোপলিটের ম্যাজিস্ট্রেট আদালতের সামনে মিছিল সমাবেশ করেন।
নবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী ও পুনর্গঠনের লক্ষ্যে ১০ দফা প্রস্তাবনা তুলে ধরেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আজ সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জ্বালানি খাত নিয়ে সরকারের করণীয় বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
১৬ মিনিট আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে দেখা করতে যান। সেখানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন ফখরুল
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে একটু আশাহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অনেকে আশান্বিত হয়েছেন। আমি একটু আশাহত হয়েছি। আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যা চিহ্নিত করে নির্বাচনের একটা রূপ রেখে দে
৬ ঘণ্টা আগেমৃত্যুবার্ষিকীতে বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে স্মরণ করা হয়েছে। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।
১৯ ঘণ্টা আগে