মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জি এম কাদেরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ২১: ৫২

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। আজ রোববার বেলা ৩টার দিকে পিটার হাসের সঙ্গে দেখা করতে তাঁর গুলশানের বাসায় যান জাপার চেয়ারম্যান। এ সময় জি এম কাদেরের সঙ্গে ছিলেন তাঁর বিশেষ দূত মাসরুর মওলা। 

জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পিটার হাসের চায়ের নিমন্ত্রণে জি এম কাদের তাঁর বাসায় গিয়েছিলেন।’

বৈঠক প্রসঙ্গে দলের একটি সূত্র বলছে, সাক্ষাৎকালে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জাপার অবস্থান কী হবে, সে বিষয়ে জানতে চান পিটার হাস। জাপা কি এককভাবে, নাকি জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে—সে বিষয়েও জানতে চান।

এ বিষয়ে জাপার মন্তব্য জানতে মাসরুর মওলাকে কল করা হলে তিনি ফোন ধরেননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত