নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃহস্পতিবার রাত ১০টা থেকে ডিবি পুলিশের সদস্যরা বাড়ির আশপাশে অবস্থান নিয়েছিলেন। তাঁরা সড়কের লাইটও বন্ধ করে দিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম। তিনি বলেন, মির্জা ফখরুল বাসায় ঢুকে ঘুমিয়ে পড়লে রাত ৩টার দিকে চার পুলিশ সদস্য এসে বলেন, যেতে হবে, ওপরের নির্দেশ।
আজ শুক্রবার সকালে উত্তরার বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন রাহাত আরা বেগম।
রাহাত আরা বেগম বলেন, ‘ডিবি পুলিশ বাসার আশপাশে গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই অপেক্ষমাণ ছিল। রাস্তার লাইটও বন্ধ করে দিয়েছিল। বাসার নিচের লোকদের সঙ্গে খারাপ আচরণও করেছে।’
বিএনপির মহাসচিব বেশ রাত করেই বাসায় ফিরেছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘তাঁর শরীরটা ভালো ছিল না। তাই এসে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যান। রাত ৩টার দিকে বাসায় আসেন পুলিশের চারজন সদসস্য। তাঁরা এসে বলেন যেতে হবে। তাঁদের কাছে কারণ জানতে চাইলে ওপরের নির্দেশে এসেছেন বলে জানান।’
এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শুক্রবার ভোররাতে আজকের পত্রিকাকে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছেন।
শায়রুল কবির আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার পরে বিএনপির মহাসচিবকে তাঁর উত্তরার বাসভবন থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তাঁর শাহজাহানপুরের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে।
এর আগে বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নির্ধারণের জন্য বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন মির্জা আব্বাসসহ বিএনপির নেতারা। মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।
আরও পড়ুন:
বৃহস্পতিবার রাত ১০টা থেকে ডিবি পুলিশের সদস্যরা বাড়ির আশপাশে অবস্থান নিয়েছিলেন। তাঁরা সড়কের লাইটও বন্ধ করে দিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম। তিনি বলেন, মির্জা ফখরুল বাসায় ঢুকে ঘুমিয়ে পড়লে রাত ৩টার দিকে চার পুলিশ সদস্য এসে বলেন, যেতে হবে, ওপরের নির্দেশ।
আজ শুক্রবার সকালে উত্তরার বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন রাহাত আরা বেগম।
রাহাত আরা বেগম বলেন, ‘ডিবি পুলিশ বাসার আশপাশে গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই অপেক্ষমাণ ছিল। রাস্তার লাইটও বন্ধ করে দিয়েছিল। বাসার নিচের লোকদের সঙ্গে খারাপ আচরণও করেছে।’
বিএনপির মহাসচিব বেশ রাত করেই বাসায় ফিরেছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘তাঁর শরীরটা ভালো ছিল না। তাই এসে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যান। রাত ৩টার দিকে বাসায় আসেন পুলিশের চারজন সদসস্য। তাঁরা এসে বলেন যেতে হবে। তাঁদের কাছে কারণ জানতে চাইলে ওপরের নির্দেশে এসেছেন বলে জানান।’
এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শুক্রবার ভোররাতে আজকের পত্রিকাকে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছেন।
শায়রুল কবির আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার পরে বিএনপির মহাসচিবকে তাঁর উত্তরার বাসভবন থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তাঁর শাহজাহানপুরের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে।
এর আগে বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নির্ধারণের জন্য বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন মির্জা আব্বাসসহ বিএনপির নেতারা। মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।
আরও পড়ুন:
আওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ।’
১ ঘণ্টা আগেঅভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
২১ ঘণ্টা আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
১ দিন আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
১ দিন আগে