নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের সঙ্গে সমঝোতা নিয়ে বিএনপি অসত্য কিছু বলেনি বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারই দেশকে পরনির্ভরশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তিনি।
আজ সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে।
এর আগে রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ভারতের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকগুলো নিয়ে বিএনপি মহাসচিব যা বলেছেন, তা অসত্য ও ডাহা মিথ্যা।
সরকারপক্ষের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘আমরা যেটা বলছি, সেটা সত্য কথা বলছি। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। এই অবৈধ সরকার, তাঁরাই আজকে চক্রান্ত করছে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলার।’
প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে সম্পাদিত সমঝোতা ও চুক্তির প্রসঙ্গে টেনে সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, সব সময় তারা (সরকার) প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। যে সমঝোতাগুলো হয়েছে, সেগুলোর অর্থই হচ্ছে যে, অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তাঁরা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। এটা প্রমাণিত হয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হলো রেল করিডর। কারণ রেল করিডর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। অন্যান্য বিষয়গুলো নৌ, স্থল ও আকাশপথে তাদের পার্টনারশিপ দিয়ে দিয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেকটিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কী পেল, সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিছু পাইনি। আমাদের যে পানির হিস্যা, সেই হিস্যাটা তো আমরা পাইনি। তিস্তা নদীর পানি আমরা পাইনি, অন্যান্য অভিন্ন নদীর হিস্যা আমরা পাচ্ছি না, সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না।’
বিএনপির নেতৃত্বে সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে জানতে চাইল মির্জা ফখরুল বলেন, আন্দোলন পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। শিগগিরই জানতে পারবেন।
হলি আর্টিজান প্রসঙ্গে এ সময় তিনি বলেন, জঙ্গিবাদের নাম করে এই সরকার তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, গ্রেপ্তার করেছে।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে এখন একটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা লাভ করেছে, একদলীয় একটা শাসনব্যবস্থা চেপে বসেছে। শাসকগোষ্ঠী আওয়ামী লীগ, তারা এই একদলীয় শাসনব্যবস্থাকে বাস্তবায়িত করার লক্ষ্যে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। দেশের মানুষ এখন আর ন্যায়বিচার পায় না। মানুষ এখন অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এখানে সত্যিকার অর্থে আইনের কোনো শাসন নেই। সব মিলিয়ে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।
ভারতের সঙ্গে সমঝোতা নিয়ে বিএনপি অসত্য কিছু বলেনি বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারই দেশকে পরনির্ভরশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তিনি।
আজ সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে।
এর আগে রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ভারতের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকগুলো নিয়ে বিএনপি মহাসচিব যা বলেছেন, তা অসত্য ও ডাহা মিথ্যা।
সরকারপক্ষের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘আমরা যেটা বলছি, সেটা সত্য কথা বলছি। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। এই অবৈধ সরকার, তাঁরাই আজকে চক্রান্ত করছে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলার।’
প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে সম্পাদিত সমঝোতা ও চুক্তির প্রসঙ্গে টেনে সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, সব সময় তারা (সরকার) প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। যে সমঝোতাগুলো হয়েছে, সেগুলোর অর্থই হচ্ছে যে, অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তাঁরা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। এটা প্রমাণিত হয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হলো রেল করিডর। কারণ রেল করিডর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। অন্যান্য বিষয়গুলো নৌ, স্থল ও আকাশপথে তাদের পার্টনারশিপ দিয়ে দিয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেকটিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কী পেল, সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিছু পাইনি। আমাদের যে পানির হিস্যা, সেই হিস্যাটা তো আমরা পাইনি। তিস্তা নদীর পানি আমরা পাইনি, অন্যান্য অভিন্ন নদীর হিস্যা আমরা পাচ্ছি না, সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না।’
বিএনপির নেতৃত্বে সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে জানতে চাইল মির্জা ফখরুল বলেন, আন্দোলন পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। শিগগিরই জানতে পারবেন।
হলি আর্টিজান প্রসঙ্গে এ সময় তিনি বলেন, জঙ্গিবাদের নাম করে এই সরকার তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, গ্রেপ্তার করেছে।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে এখন একটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা লাভ করেছে, একদলীয় একটা শাসনব্যবস্থা চেপে বসেছে। শাসকগোষ্ঠী আওয়ামী লীগ, তারা এই একদলীয় শাসনব্যবস্থাকে বাস্তবায়িত করার লক্ষ্যে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। দেশের মানুষ এখন আর ন্যায়বিচার পায় না। মানুষ এখন অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এখানে সত্যিকার অর্থে আইনের কোনো শাসন নেই। সব মিলিয়ে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।
বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের নামকরণ করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান। ছাত্র-জনতার আন্দোলনে পঙ্গুত্ববরণকারীদের মধ্যে হুইল...
৩ ঘণ্টা আগেবস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আর কখনোই মামলা-হামলা, জুলুম-নির্যাতন হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন
৩ ঘণ্টা আগেনবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী ও পুনর্গঠনের লক্ষ্যে ১০ দফা প্রস্তাবনা তুলে ধরেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আজ সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জ্বালানি খাত নিয়ে সরকারের করণীয় বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
৪ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে দেখা করতে যান। সেখানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন ফখরুল
৫ ঘণ্টা আগে