নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)। আজ মঙ্গলবার দলটির চেয়ারম্যান সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারি ও ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আলী ফারুকীর দেওয়া যৌথ বিবৃতিতে এ স্বাগত জানানো হয়।
দলটির যুগ্ম মহাসচিব বাকীবিল্লাহ মিশকাত চৌধুরীর স্বাক্ষরে এ বিবৃতি পাঠানো হয়।
কোনো স্বার্থান্বেষী মহল ফায়দা হাসিল করতে না পারে, ছাত্র-জনতার রক্তস্নাত গণ-অভ্যুত্থানের এই অর্জন সুকৌশলে বিনষ্ট করে যেন ভিন্ন দিকে প্রবাহিত করতে না পারে, সে ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টাকে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।
কিছু দুষ্কৃতকারী বাংলাদেশের বিভিন্ন দরবার, দরগাহ, মাজার এবং খানকাহ সমূহে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে দাবি করে দুই নেতা বলেন, যার কারণে আমরা চরমভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়ি-ঘর ও সরকারি-বেসরকারি এবং স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন স্থাপনা ও জাদুঘরে হামলাও কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত কঠোর কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার দাবি জানান।
তরীকত ফেডারেশনের দুই নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এ যাবৎ নিহত, ছাত্র, সাংবাদিক, পুলিশ ও শিশুসহ সাধারণ মানুষের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার সুনিশ্চিত করার আহ্বান জানান।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)। আজ মঙ্গলবার দলটির চেয়ারম্যান সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারি ও ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আলী ফারুকীর দেওয়া যৌথ বিবৃতিতে এ স্বাগত জানানো হয়।
দলটির যুগ্ম মহাসচিব বাকীবিল্লাহ মিশকাত চৌধুরীর স্বাক্ষরে এ বিবৃতি পাঠানো হয়।
কোনো স্বার্থান্বেষী মহল ফায়দা হাসিল করতে না পারে, ছাত্র-জনতার রক্তস্নাত গণ-অভ্যুত্থানের এই অর্জন সুকৌশলে বিনষ্ট করে যেন ভিন্ন দিকে প্রবাহিত করতে না পারে, সে ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টাকে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।
কিছু দুষ্কৃতকারী বাংলাদেশের বিভিন্ন দরবার, দরগাহ, মাজার এবং খানকাহ সমূহে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে দাবি করে দুই নেতা বলেন, যার কারণে আমরা চরমভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়ি-ঘর ও সরকারি-বেসরকারি এবং স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন স্থাপনা ও জাদুঘরে হামলাও কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত কঠোর কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার দাবি জানান।
তরীকত ফেডারেশনের দুই নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এ যাবৎ নিহত, ছাত্র, সাংবাদিক, পুলিশ ও শিশুসহ সাধারণ মানুষের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার সুনিশ্চিত করার আহ্বান জানান।
মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে স্মরণ করা হয়েছে। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।
৬ ঘণ্টা আগেজাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে নির্বাচন নিয়ে স্পষ্ট ঘোষণা না থাকায় হতাশা প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো।
৮ ঘণ্টা আগেইউনূস সরকার ট্রাফিক জ্যামে ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা
১৩ ঘণ্টা আগেদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কালবিলম্ব না করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি...
১ দিন আগে