পুরাতন ব্রহ্মপুত্র নদের শাখা মরা নদীর ওপর স্থানীয়দের উদ্যোগে তৈরি হয়েছে লম্বা এই বাঁশের সাঁকো। ওই পাড়ের গ্রাম ও কলেজে যেতে পেরোতে হয় বাঁশের সাঁকোটি। রায়পুরার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রাম, নরসিংদী, ১৯ ফেব্রুয়ারি ২০২৪। ছবি: হারুনূর রশিদ
পদ্মা নদীর ধারে বসে এক জেলে মাছ ধরার জালের ছিদ্র হওয়া অংশগুলি মেরামত করছেন। চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন টাংগন এলাকা, রাজশাহী, ১৯ ফেব্রুয়ারি ২০২৪। ছবি: মিলন শেখ
বোরো মৌসুম চলছে। এক কৃষক তাঁর ধানের খেতে আগাছা পরিষ্কারের ঠেলা কোদাল দিয়ে নিড়ানি দিচ্ছেন। রায়পুরার পূর্ব হরিপুর গ্রাম, নরসিংদী, ১৯ ফেব্রুয়ারি ২০২৪। ছবি: হারুনূর রশিদ