আজ বসন্তের প্রথম দিন। সড়ক দ্বীপের ওপর ফুটে থাকা সূর্যমুখী ফুল যেন ফাল্গুনের প্রথম দিনটিকেই স্বাগত জানাচ্ছে। নগরীর ডাবতলা এলাকার রাস্তা, রাজশাহী, ১৪ ফেব্রুয়ারি ২০২৪। ছবি: মিলন শেখ
আজ পয়লা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। এ উপলক্ষে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব ১৪৩০-এর আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বকুলতলায়, ১৪ ফেব্রুয়ারি ২০২৪। ছবি: মেহেদী হাসান
আজ বসন্তের প্রথম দিন। সড়ক দ্বীপের ওপর ফুটে থাকা সূর্যমুখী ফুল যেন ফাল্গুনের প্রথম দিনটিকেই স্বাগত জানাচ্ছে। আর সেই ফুলের মধু আহরণ করতে এসেছে মৌমাছি। নগরীর ডাবতলা এলাকার রাস্তা, রাজশাহী, ১৪ ফেব্রুয়ারি ২০২৪। ছবি: মিলন শেখ
আজ পয়লা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। এ উপলক্ষে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ আয়োজিত বসন্ত উৎসব ১৪৩০-এ নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বকুলতলায়, ১৪ ফেব্রুয়ারি ২০২৪। ছবি: মেহেদী হাসান
জমে উঠেছে পানের হাট। সপ্তাহের পাঁচ দিন এ হাট বসে। ভোর পাঁচটা থেকে শুরু হয়, সকাল না হতে না হতেই শেষ। দূর-দুরান্ত থেকে ব্যবসায়ীরা আসেন পান কিনতে। প্রতিদিন ১০-১৫ লাখ টাকার পান বেচা কেনা হয় হাটে। পাটকেলঘাটার কুমিরায় পানের হাট, সাতক্ষীরা। ছবি: মুজিবুর রহমান