ড. এমদাদুল হক
মা-বাবা তাঁদের বিশ্বাসগুলো সন্তানের ওপর চাপিয়ে দেওয়াকে পবিত্র দায়িত্ব মনে করেন। তাই যেভাবে খানের সন্তান খান হয়, সেভাবেই মুসলমানের সন্তান মুসলমান, হিন্দুর সন্তান হিন্দু, পীরের জাদা পীরজাদা, নবাবের জাদা নবাবজাদা এবং অবশ্যই হারামখোরের জাদা হারামজাদা হয়।
না দেখে, না বুঝে, যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করাকে বলা হয় অন্ধ বিশ্বাস। ধর্ম সম্বন্ধে যার অন্ধ বিশ্বাস থাকে, তাকে বলা হয় ধর্মান্ধ।
দৈনন্দিন জীবনে বিশ্বাসযোগ্যতা যাচাই না করে যে লোক এক কেজি লবণও কেনেন না, সেই লোকই ধর্ম সম্বন্ধে যা শোনেন তা-ই বিশ্বাস করেন। তাই মানুষের ধর্মভাবনায় বুদ্ধিবৃত্তির বিকাশ নেই, আছে বুদ্ধিপ্রতিবন্ধী ধর্মান্ধদের চিৎকার, চেঁচামেচি।
যদি কারও অন্ধবিশ্বাস থাকে যে সাঁকোটি ওজন বহন করতে পারবে, তবে বুঝতে হবে—সাঁকোটি ব্যবহার করে ওপাড়ে যাওয়ার আগ্রহ তার নেই। একইভাবে ধর্ম সম্বন্ধে যার অন্ধবিশ্বাস থাকে, জীবনে ধর্ম সংস্থাপনের আগ্রহ তার থাকে না। তাই ইসলাম আছে, শান্তি নেই; ধর্ম আছে, ন্যায় নেই। ধর্মান্ধরা সবধরনের আকাম করে, কিন্তু তারা তা করে সে কালের দলিল দিয়ে। অন্ধ মন পূর্ণ থাকে দলিলে এবং হারিয়ে ফেলে চিন্তা করার সামর্থ্য।
প্রচণ্ড রক্ষণশীলতা ও পক্ষপাতের আতিশয্য ধর্মান্ধতার প্রধান লক্ষণ। ধর্মান্ধরা নিজের জানাকেই চূড়ান্ত মনে করে এবং যারা তার সঙ্গে একমত নয়, তাদের মূর্খ ও ধর্মদ্রোহী আখ্যা দেয়। ফলে ধর্মের নামে হত্যা করাও পবিত্র দায়িত্ব মনে করে জঙ্গি ধর্মান্ধরা। ধর্মান্ধতা বিপজ্জনক হয়ে ওঠে যখন তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়। কিংবা নিজেরা রাজনৈতিক দল গঠন করে ক্ষমতার দিকে হাত বাড়ায়। ধর্মান্ধতার কারাগারে সত্যের আলো প্রবেশের জন্য একটিও জানালা খোলা থাকে না।
মা-বাবা তাঁদের বিশ্বাসগুলো সন্তানের ওপর চাপিয়ে দেওয়াকে পবিত্র দায়িত্ব মনে করেন। তাই যেভাবে খানের সন্তান খান হয়, সেভাবেই মুসলমানের সন্তান মুসলমান, হিন্দুর সন্তান হিন্দু, পীরের জাদা পীরজাদা, নবাবের জাদা নবাবজাদা এবং অবশ্যই হারামখোরের জাদা হারামজাদা হয়।
না দেখে, না বুঝে, যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করাকে বলা হয় অন্ধ বিশ্বাস। ধর্ম সম্বন্ধে যার অন্ধ বিশ্বাস থাকে, তাকে বলা হয় ধর্মান্ধ।
দৈনন্দিন জীবনে বিশ্বাসযোগ্যতা যাচাই না করে যে লোক এক কেজি লবণও কেনেন না, সেই লোকই ধর্ম সম্বন্ধে যা শোনেন তা-ই বিশ্বাস করেন। তাই মানুষের ধর্মভাবনায় বুদ্ধিবৃত্তির বিকাশ নেই, আছে বুদ্ধিপ্রতিবন্ধী ধর্মান্ধদের চিৎকার, চেঁচামেচি।
যদি কারও অন্ধবিশ্বাস থাকে যে সাঁকোটি ওজন বহন করতে পারবে, তবে বুঝতে হবে—সাঁকোটি ব্যবহার করে ওপাড়ে যাওয়ার আগ্রহ তার নেই। একইভাবে ধর্ম সম্বন্ধে যার অন্ধবিশ্বাস থাকে, জীবনে ধর্ম সংস্থাপনের আগ্রহ তার থাকে না। তাই ইসলাম আছে, শান্তি নেই; ধর্ম আছে, ন্যায় নেই। ধর্মান্ধরা সবধরনের আকাম করে, কিন্তু তারা তা করে সে কালের দলিল দিয়ে। অন্ধ মন পূর্ণ থাকে দলিলে এবং হারিয়ে ফেলে চিন্তা করার সামর্থ্য।
প্রচণ্ড রক্ষণশীলতা ও পক্ষপাতের আতিশয্য ধর্মান্ধতার প্রধান লক্ষণ। ধর্মান্ধরা নিজের জানাকেই চূড়ান্ত মনে করে এবং যারা তার সঙ্গে একমত নয়, তাদের মূর্খ ও ধর্মদ্রোহী আখ্যা দেয়। ফলে ধর্মের নামে হত্যা করাও পবিত্র দায়িত্ব মনে করে জঙ্গি ধর্মান্ধরা। ধর্মান্ধতা বিপজ্জনক হয়ে ওঠে যখন তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়। কিংবা নিজেরা রাজনৈতিক দল গঠন করে ক্ষমতার দিকে হাত বাড়ায়। ধর্মান্ধতার কারাগারে সত্যের আলো প্রবেশের জন্য একটিও জানালা খোলা থাকে না।
যেকোনো সামাজিক বিষয় বা সামাজিক সমস্যা নিয়ে আমরা যখন আলোচনা করি, তখন কখনো কখনো তত্ত্ব দিয়ে তার ব্যাখ্যা করি, আবার কখনো কখনো বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সে বিষয় বা সমস্যার বিশ্লেষণ করি। তাত্ত্বিক ব্যাখ্যা...
২ ঘণ্টা আগেগাজার সবচেয়ে সুপরিচিত ফুটবল স্টেডিয়ামটি এখন বিশৃঙ্খলায় ভরা। মাঠ ও বসার জায়গায় বাস্তুচ্যুত লোকের বন্যা। সবার পিঠে ব্যাগ আর কিছু কাপড়। কেউ অসুস্থ ব্যক্তিদের সাহায্য করছেন বা আহত আত্মীয়দের নিয়ে চলেছেন। আবার কেউ কেউ একা হাঁটছেন, খালি পায়েই হেঁটে চলেছেন।
২ ঘণ্টা আগেসিসা একটি নরম ধাতু। এটি ঈষৎ নীলাভ ধূসর বর্ণের। এর পারমাণবিক সংখ্যা ৮২। ধাতুটি এতটাই নরম যে একটি ছুরির সাহায্যে একে কাটা যায়। সিসা কিন্তু মারাত্মক ক্ষতিকর বিষ। এই বিষের ভেতরেই বাস করছে বাংলাদেশের বেশির ভাগ মানুষ। বাংলাদেশের বাতাসে যেমন সিসার উপস্থিতি দেখা গেছে, তেমনি মাটিতে-পানিতেও পাওয়া গেছে...
২ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজের ছাত্রী পরিচয়ে দ্রুত অস্ত্রোপচারে সহায়তা করার কথা বলে পাপিয়া আক্তার রোগীর কাছ থেকে টাকা নিয়েছেন। তিনি যে ‘ভুয়া’ ছাত্রী, সেটি বুঝতে পেরে চিকিৎসকেরা তাঁকে আটক করেন। তিনি গ্রেপ্তার হয়েছেন। হয়তো তাঁর শাস্তিও হবে। পাপিয়া শুধু অচেনা রোগী ও তাদের স্বজনদের নয়, তাঁর স্বামীকেও ধোঁকা...
২ ঘণ্টা আগে