মো. ইউসুপ ফারুক
বিগত দুই বছরে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ এবং অংশীদারত্বের পদ্ধতির ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ঘরে বসে কাজ করার পদ্ধতি অনুসরণ এবং নতুন অংশীদারত্বের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে আরও অধিকসংখ্যক প্রতিষ্ঠান প্রযুক্তি ব্যবহার শুরু করছে। ফলে নির্বিঘ্নে অংশীদারত্ব ও পারস্পরিক সংযোগের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
তবে বিপুলসংখ্যক কর্মীর ঘরে বসে কাজ করার নতুন পদ্ধতি অনুসরণের আরও আগেই দূরবর্তী স্থান থেকে কাজ, ফ্রিল্যান্সার এক্সচেঞ্জসহ সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিস্তার এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শ্রমশক্তির কারণে আইটি খাতের শীর্ষ কর্মকর্তারা দ্রুত পরিবর্তনশীল বিভিন্ন কাজের মডেলের রূপান্তরের মধ্য দিয়ে গেছেন।
কেবল ঘরে বসে কাজ করা পূর্ণ ও খণ্ডকালীন কর্মীরাই নয়, সমন্বিত এ শ্রমশক্তির মধ্যে আরও রয়েছেন ফ্রিল্যান্সার, কন্ট্রাক্টর, কনসালট্যান্টস, সাবসিডিয়ারি, প্যারেন্ট কোম্পানি, অংশীদার ও ভোক্তারা। ফলে বিভিন্ন ক্ষেত্রে ‘ইনসাইডার রিস্কের’ (অভ্যন্তরীণ ঝুঁকি) আশঙ্কা বর্তমানে অনেক বেড়েছে। গত দুই বছরে এই ঝুঁকি দ্রুতগতিতে বেড়েছে। কিন্তু মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) এবং পাসওয়ার্ডলেস সলিউশনের মতো আইডেন্টিটি অথেনটিকেশনের মতো শক্তিশালী সমাধান খুব কম প্রতিষ্ঠানই গ্রহণ করেছে।
মাইক্রোসফট থ্রেট ডেটা এবং গবেষণার সাম্প্রতিক সাইবার ঝুঁকি নিরাপত্তা প্রতিবেদন ‘সাইবার সিগন্যাল’ অনুসারে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত মাইক্রোসফটের ক্লাউড আইডেনটিটি সলিউশন, মাইক্রোসফট আজুরি অ্যাকটিভ ডিরেক্টরি (আজুরি এডি) ব্যবহারকারী গ্রাহকদের মাত্র ২২ শতাংশ শক্তিশালী আইডেনটিটি অথেনটিকেশন প্রোটেকশন ব্যবহার করেছেন।
এমএফএ এবং পাসওয়ার্ডলেস সলিউশন বিভিন্ন ধরনের ঝুঁকি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে আমরা গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের সমাধান সম্পর্কে জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, আমরা ২৫ দশমিক ৬ বিলিয়নের বেশি আজুর এডি ব্রুট ফোর্স অথেনটিকেশন অ্যাটাক ব্লক করেছি। একই সময়ে অফিস ৩৬৫-এর মাইক্রোসফট ডিফেন্ডারের মাধ্যমে বিশ্বব্যাপী ৩৫ দশমিক ৭ বিলিয়ন ফিশিং ই-মেইল প্রতিরোধ করতে সক্ষম হয়েছি আমরা।
মাইক্রোসফটে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান ডিজিটাল সম্পদ—আইডেনটিটির সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে নিজেদের ভূমিকা গুরুত্ব দিয়ে বিবেচনা করি। মাইক্রোসফট অ্যাকাউন্ট এবং সেবা গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা গ্রাহকদের পরিচয় যাচাই করি। কিন্তু গ্রাহকদের নিজ পরিচয় প্রমাণের জন্য কেবল একটি পাসওয়ার্ডের ওপর নির্ভর করলে হ্যাকারদের জন্য সাইবার হামলা বেশ সহজ হয়ে যায়।
অনলাইন ঝুঁকির পরিমাণ, গতি এবং জটিলতা ক্রমেই বাড়ছে। সাইবার জগতের বিভিন্ন প্রবণতা ও ঝুঁকির কথা মানুষকে জানাতেই আমাদের সাইবার সিগন্যাল। এতে আইওটি থেকে শুরু করে রাষ্ট্রীয় কার্যকলাপ, নতুন র্যানসমওয়্যার কৌশল থেকে সাইবার অপরাধের ভেতরকার খবরাখবর, বিভিন্ন প্রবণতা বা ট্রেন্ড বিশ্লেষণ, বাস্তবধর্মী নির্দেশনা ইত্যাদি স্থান পায়। প্রাথমিক পর্যায়ে শক্তিশালী ডিজিটাল সুরক্ষা প্রদানই এর মূল লক্ষ্য।
ঘরে বসে কাজ করা মানুষের সংখ্যা বৃদ্ধি এবং হোম অফিস, কো-ওয়ার্কিং স্পেস ও বিভিন্ন দূরবর্তী স্থানসহ একাধিক জায়গা থেকে মানুষ নিজেদের ব্যবসার কাজে অ্যাপ ও ডেটা ব্যবহারের ফলে এখন তারা নিরাপদ অথেনটিফিকেশনের গুরুত্ব অনুধাবন করতে পারছে। তবে শুধু আমাদের ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়। আমাদের ব্যক্তিগত তথ্য, ডিভাইস, পরিচয়, প্ল্যাটফর্ম ও ক্লাউডও ঝুঁকির মধ্যে রয়েছে এবং এ সংশ্লিষ্ট নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।
লেখক: ব্যবস্থাপনা পরিচালক, মাইক্রোসফট বাংলাদেশ
বিগত দুই বছরে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ এবং অংশীদারত্বের পদ্ধতির ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ঘরে বসে কাজ করার পদ্ধতি অনুসরণ এবং নতুন অংশীদারত্বের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে আরও অধিকসংখ্যক প্রতিষ্ঠান প্রযুক্তি ব্যবহার শুরু করছে। ফলে নির্বিঘ্নে অংশীদারত্ব ও পারস্পরিক সংযোগের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
তবে বিপুলসংখ্যক কর্মীর ঘরে বসে কাজ করার নতুন পদ্ধতি অনুসরণের আরও আগেই দূরবর্তী স্থান থেকে কাজ, ফ্রিল্যান্সার এক্সচেঞ্জসহ সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিস্তার এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শ্রমশক্তির কারণে আইটি খাতের শীর্ষ কর্মকর্তারা দ্রুত পরিবর্তনশীল বিভিন্ন কাজের মডেলের রূপান্তরের মধ্য দিয়ে গেছেন।
কেবল ঘরে বসে কাজ করা পূর্ণ ও খণ্ডকালীন কর্মীরাই নয়, সমন্বিত এ শ্রমশক্তির মধ্যে আরও রয়েছেন ফ্রিল্যান্সার, কন্ট্রাক্টর, কনসালট্যান্টস, সাবসিডিয়ারি, প্যারেন্ট কোম্পানি, অংশীদার ও ভোক্তারা। ফলে বিভিন্ন ক্ষেত্রে ‘ইনসাইডার রিস্কের’ (অভ্যন্তরীণ ঝুঁকি) আশঙ্কা বর্তমানে অনেক বেড়েছে। গত দুই বছরে এই ঝুঁকি দ্রুতগতিতে বেড়েছে। কিন্তু মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) এবং পাসওয়ার্ডলেস সলিউশনের মতো আইডেন্টিটি অথেনটিকেশনের মতো শক্তিশালী সমাধান খুব কম প্রতিষ্ঠানই গ্রহণ করেছে।
মাইক্রোসফট থ্রেট ডেটা এবং গবেষণার সাম্প্রতিক সাইবার ঝুঁকি নিরাপত্তা প্রতিবেদন ‘সাইবার সিগন্যাল’ অনুসারে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত মাইক্রোসফটের ক্লাউড আইডেনটিটি সলিউশন, মাইক্রোসফট আজুরি অ্যাকটিভ ডিরেক্টরি (আজুরি এডি) ব্যবহারকারী গ্রাহকদের মাত্র ২২ শতাংশ শক্তিশালী আইডেনটিটি অথেনটিকেশন প্রোটেকশন ব্যবহার করেছেন।
এমএফএ এবং পাসওয়ার্ডলেস সলিউশন বিভিন্ন ধরনের ঝুঁকি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে আমরা গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের সমাধান সম্পর্কে জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, আমরা ২৫ দশমিক ৬ বিলিয়নের বেশি আজুর এডি ব্রুট ফোর্স অথেনটিকেশন অ্যাটাক ব্লক করেছি। একই সময়ে অফিস ৩৬৫-এর মাইক্রোসফট ডিফেন্ডারের মাধ্যমে বিশ্বব্যাপী ৩৫ দশমিক ৭ বিলিয়ন ফিশিং ই-মেইল প্রতিরোধ করতে সক্ষম হয়েছি আমরা।
মাইক্রোসফটে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান ডিজিটাল সম্পদ—আইডেনটিটির সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে নিজেদের ভূমিকা গুরুত্ব দিয়ে বিবেচনা করি। মাইক্রোসফট অ্যাকাউন্ট এবং সেবা গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা গ্রাহকদের পরিচয় যাচাই করি। কিন্তু গ্রাহকদের নিজ পরিচয় প্রমাণের জন্য কেবল একটি পাসওয়ার্ডের ওপর নির্ভর করলে হ্যাকারদের জন্য সাইবার হামলা বেশ সহজ হয়ে যায়।
অনলাইন ঝুঁকির পরিমাণ, গতি এবং জটিলতা ক্রমেই বাড়ছে। সাইবার জগতের বিভিন্ন প্রবণতা ও ঝুঁকির কথা মানুষকে জানাতেই আমাদের সাইবার সিগন্যাল। এতে আইওটি থেকে শুরু করে রাষ্ট্রীয় কার্যকলাপ, নতুন র্যানসমওয়্যার কৌশল থেকে সাইবার অপরাধের ভেতরকার খবরাখবর, বিভিন্ন প্রবণতা বা ট্রেন্ড বিশ্লেষণ, বাস্তবধর্মী নির্দেশনা ইত্যাদি স্থান পায়। প্রাথমিক পর্যায়ে শক্তিশালী ডিজিটাল সুরক্ষা প্রদানই এর মূল লক্ষ্য।
ঘরে বসে কাজ করা মানুষের সংখ্যা বৃদ্ধি এবং হোম অফিস, কো-ওয়ার্কিং স্পেস ও বিভিন্ন দূরবর্তী স্থানসহ একাধিক জায়গা থেকে মানুষ নিজেদের ব্যবসার কাজে অ্যাপ ও ডেটা ব্যবহারের ফলে এখন তারা নিরাপদ অথেনটিফিকেশনের গুরুত্ব অনুধাবন করতে পারছে। তবে শুধু আমাদের ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়। আমাদের ব্যক্তিগত তথ্য, ডিভাইস, পরিচয়, প্ল্যাটফর্ম ও ক্লাউডও ঝুঁকির মধ্যে রয়েছে এবং এ সংশ্লিষ্ট নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।
লেখক: ব্যবস্থাপনা পরিচালক, মাইক্রোসফট বাংলাদেশ
শেখ হাসিনার পতিত স্বৈরাচারী সরকার সাড়ে ১৫ বছর ধরে এ দেশের জনগণের মাথাপিছু জিডিপি প্রশংসনীয় গতিতে বাড়ার গল্প সাজিয়ে শাসন করেছে। মাথাপিছু জিডিপি প্রকৃতপক্ষে একটি মারাত্মক ত্রুটিপূর্ণ কনসেপ্ট। এটার সবচেয়ে মারাত্মক সীমাবদ্ধতা হলো, এটা একটা গড়, যেটা স্বল্পসংখ্যক ধনী এবং বিপুল সংখ্যাগরিষ্ঠ নিম্ন-মধ্যবিত্ত
৭ ঘণ্টা আগেআমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথিবীকে জলবায়ু-বিপর্যয় থেকে রক্ষার জন্য ‘শূন্য বর্জ্য ও শূন্য কার্বন’-এর ওপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলা প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেছেন।
৭ ঘণ্টা আগেআমেরিকার ১৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে একবার হেরে যাওয়ার পর দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রাম্প।
৭ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড্ড কষ্ট বুকে নিয়েই ‘সব শালারা বাটপার’ স্লোগানটি দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা দ্বিতীয় ক্যাম্পাস পাচ্ছেন না। ঠিকাদারেরা ভেলকিবাজি করছেন।ক্যাম্পাসের জন্য জমিও অধিগ্রহণ করা হয়নি।
৭ ঘণ্টা আগে