রজত কান্তি রায়, ঢাকা
গতকাল শনিবার রাত থেকে শুরু করে আজ রোববার সন্ধ্যা পর্যন্ত দেশে দুর্ঘটনায় মারা গেছেন প্রায় অর্ধশত মানুষ। এর মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন মারা গেছেন। আহত হয়েছেন ৪০০ মানুষের বেশি। সাভারে সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তা ও বাসের চালকসহ মোট চারজন নিহত হয়েছেন। পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নাভিল নামে ১৬ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে বালুভর্তি ইঞ্জিনচালিত ট্রলারডুবিতে ২ শ্রমিক নিখোঁজ হয়েছেন। যেহেতু তাঁদের জীবিত উদ্ধারের কোনো সংবাদ এখন পর্যন্ত নেই, তাই ধরে নেওয়া অসংগত নয় যে, তাঁরাও মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন। এই ৫২ জন মানুষের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে এসেছে। সংবাদ না হওয়া মৃত্যুর ঘটনাও যে নেই, তা নয়।
এই ৫২ জন মৃত মানুষের মধ্যে সাতজন আছেন ফায়ার সার্ভিস কর্মী, যাঁরা সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়েছিলেন। অতীতেও দমকলকর্মীরা দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন। কিন্তু একই ঘটনায় একসঙ্গে সাতজন ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়নি এ দেশে। এটা অভাবিত। এই ৫২ জন মানুষের মৃত্যুই অভাবিত। এমন নয় যে রাসায়নিকের আগুন বিষয়ে আমাদের দমকল কর্মীদের অভিজ্ঞতা নেই।
আজ থেকে ঠিক এক যুগ আগে ৫ জুন ঘোষণা করা হয়েছিল রাষ্ট্রীয় শোক। ঘটনার দিন ১১৭ জন এবং পরে হাসপাতালে আরও দুজন মিলিয়ে মোট ১১৯ জন মানুষ মারা গিয়েছিলেন ২০১০ সালের ৩ জুন তারিখে। পুরান ঢাকার নবাব কাটরার নিমতলিতে। আহত হয়েছিলেন প্রায় ২০০ জন। সে আগুনের উৎস বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হলেও গুদামের রাসায়নিক ঘটিয়েছিল তাণ্ডব। সে ঘটনার জন্য ৫ জুন ঘোষণা করা হয়েছিল রাষ্ট্রীয় শোক।
আজ ঠিক ১২ বছর পর আবারও ফিরে এল রাসায়নিকের আগুন, সীতাকুণ্ডে। অথচ সংবাদমাধ্যম চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেনের বরাত দিয়ে জানাচ্ছে, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিক মজুতের অনুমোদন ছিল না। ডিপোতে রাসায়নিক মজুতের জন্য বিস্ফোরক অধিদপ্তর থেকে নেওয়া হয়নি লাইসেন্স কিংবা কোনো ধরনের অনুমতি। এই অননুমোদিত মজুতের কারণে হওয়া দুর্ঘটনার দায় কার?
এদিকে জানা যাচ্ছে, বিএম ডিপোর মূল মালিক স্মার্ট গ্রুপ। এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান চট্টগ্রামের একটি আঞ্চলিক সংবাদপত্রের সম্পাদকও বটে। আমরা জানি, গ্রুপ অব কোম্পানির মালিক হলেও অনুমোদনহীন রাসায়নিকের ডিপো চালানো যায় না। তবে কোন ক্ষমতা বলে সেটা চলছিল, তা সবাই বোঝে। আর সে জন্যই হয়তো কেউ তেমন গলা ছেড়ে আর এ বিষয়ে কথা বলতে চাইবে না।
কিন্তু একটি বিষয় তো স্পষ্ট, আজ থেকে ১২ বছর আগে আজকের দিনটিতে রাসায়নিক থেকে অগ্নিকাণ্ডে মৃতদের জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছিল। ঠিক এক যুগ পর ইতিহাসের যখন পুনরাবৃত্তি হলো, তখন কি রাষ্ট্রীয় শোক প্রকাশ করা হবে না রাসায়নিকজাত আগুনে পুড়ে যাওয়া ৪৫ জন মানুষের জন্য?
গতকাল শনিবার রাত থেকে শুরু করে আজ রোববার সন্ধ্যা পর্যন্ত দেশে দুর্ঘটনায় মারা গেছেন প্রায় অর্ধশত মানুষ। এর মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন মারা গেছেন। আহত হয়েছেন ৪০০ মানুষের বেশি। সাভারে সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তা ও বাসের চালকসহ মোট চারজন নিহত হয়েছেন। পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নাভিল নামে ১৬ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে বালুভর্তি ইঞ্জিনচালিত ট্রলারডুবিতে ২ শ্রমিক নিখোঁজ হয়েছেন। যেহেতু তাঁদের জীবিত উদ্ধারের কোনো সংবাদ এখন পর্যন্ত নেই, তাই ধরে নেওয়া অসংগত নয় যে, তাঁরাও মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন। এই ৫২ জন মানুষের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে এসেছে। সংবাদ না হওয়া মৃত্যুর ঘটনাও যে নেই, তা নয়।
এই ৫২ জন মৃত মানুষের মধ্যে সাতজন আছেন ফায়ার সার্ভিস কর্মী, যাঁরা সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়েছিলেন। অতীতেও দমকলকর্মীরা দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন। কিন্তু একই ঘটনায় একসঙ্গে সাতজন ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়নি এ দেশে। এটা অভাবিত। এই ৫২ জন মানুষের মৃত্যুই অভাবিত। এমন নয় যে রাসায়নিকের আগুন বিষয়ে আমাদের দমকল কর্মীদের অভিজ্ঞতা নেই।
আজ থেকে ঠিক এক যুগ আগে ৫ জুন ঘোষণা করা হয়েছিল রাষ্ট্রীয় শোক। ঘটনার দিন ১১৭ জন এবং পরে হাসপাতালে আরও দুজন মিলিয়ে মোট ১১৯ জন মানুষ মারা গিয়েছিলেন ২০১০ সালের ৩ জুন তারিখে। পুরান ঢাকার নবাব কাটরার নিমতলিতে। আহত হয়েছিলেন প্রায় ২০০ জন। সে আগুনের উৎস বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হলেও গুদামের রাসায়নিক ঘটিয়েছিল তাণ্ডব। সে ঘটনার জন্য ৫ জুন ঘোষণা করা হয়েছিল রাষ্ট্রীয় শোক।
আজ ঠিক ১২ বছর পর আবারও ফিরে এল রাসায়নিকের আগুন, সীতাকুণ্ডে। অথচ সংবাদমাধ্যম চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেনের বরাত দিয়ে জানাচ্ছে, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিক মজুতের অনুমোদন ছিল না। ডিপোতে রাসায়নিক মজুতের জন্য বিস্ফোরক অধিদপ্তর থেকে নেওয়া হয়নি লাইসেন্স কিংবা কোনো ধরনের অনুমতি। এই অননুমোদিত মজুতের কারণে হওয়া দুর্ঘটনার দায় কার?
এদিকে জানা যাচ্ছে, বিএম ডিপোর মূল মালিক স্মার্ট গ্রুপ। এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান চট্টগ্রামের একটি আঞ্চলিক সংবাদপত্রের সম্পাদকও বটে। আমরা জানি, গ্রুপ অব কোম্পানির মালিক হলেও অনুমোদনহীন রাসায়নিকের ডিপো চালানো যায় না। তবে কোন ক্ষমতা বলে সেটা চলছিল, তা সবাই বোঝে। আর সে জন্যই হয়তো কেউ তেমন গলা ছেড়ে আর এ বিষয়ে কথা বলতে চাইবে না।
কিন্তু একটি বিষয় তো স্পষ্ট, আজ থেকে ১২ বছর আগে আজকের দিনটিতে রাসায়নিক থেকে অগ্নিকাণ্ডে মৃতদের জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছিল। ঠিক এক যুগ পর ইতিহাসের যখন পুনরাবৃত্তি হলো, তখন কি রাষ্ট্রীয় শোক প্রকাশ করা হবে না রাসায়নিকজাত আগুনে পুড়ে যাওয়া ৪৫ জন মানুষের জন্য?
শেখ হাসিনার পতিত স্বৈরাচারী সরকার সাড়ে ১৫ বছর ধরে এ দেশের জনগণের মাথাপিছু জিডিপি প্রশংসনীয় গতিতে বাড়ার গল্প সাজিয়ে শাসন করেছে। মাথাপিছু জিডিপি প্রকৃতপক্ষে একটি মারাত্মক ত্রুটিপূর্ণ কনসেপ্ট। এটার সবচেয়ে মারাত্মক সীমাবদ্ধতা হলো, এটা একটা গড়, যেটা স্বল্পসংখ্যক ধনী এবং বিপুল সংখ্যাগরিষ্ঠ নিম্ন-মধ্যবিত্ত
২০ ঘণ্টা আগেআমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথিবীকে জলবায়ু-বিপর্যয় থেকে রক্ষার জন্য ‘শূন্য বর্জ্য ও শূন্য কার্বন’-এর ওপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলা প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেছেন।
২০ ঘণ্টা আগেআমেরিকার ১৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে একবার হেরে যাওয়ার পর দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রাম্প।
২০ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড্ড কষ্ট বুকে নিয়েই ‘সব শালারা বাটপার’ স্লোগানটি দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা দ্বিতীয় ক্যাম্পাস পাচ্ছেন না। ঠিকাদারেরা ভেলকিবাজি করছেন।ক্যাম্পাসের জন্য জমিও অধিগ্রহণ করা হয়নি।
২০ ঘণ্টা আগে