নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাসায় ঘুরে যাওয়ার পর সরকারের পক্ষ থেকে চাপ বেড়েছে বলে অভিযোগ করেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম। তিনি বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলামের বোন।
আজ মঙ্গলবার রাজধানীর শাহীনবাগে সাজেদুল ইসলামের বাসায় খোঁজখবর নিতে যায় জাতিসংঘ প্রতিনিধিদল। তাঁদের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে এ কথা বলেন সানজিদা।
পিটার হাস গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে সাজেদুল ইসলামের বাসায় যান। ওই সময় পথে ‘মায়ের কান্না’ নামে আরেকটি সংগঠন রাষ্ট্রদূতকে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে বাংলাদেশে মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় সরকারও যুক্তরাষ্ট্রকে ‘প্রটোকল’ মেনে চলার আহ্বান জানায়।
এর মধ্যে আজ সাজেদুল ইসলামের বাসায় গেল জাতিসংঘের প্রতিনিধিদল। দলটিতে ছিলেন সংস্থাটির ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক দুই উপদেষ্টা হুমা খান ও জাহিদ হোসেন।
এ বিষয়ে সানজিদা ইসলাম আজকের পত্রিকাকে জানান, মার্কিন রাষ্ট্রদূত বাসায় আসায় পরিবারটির ওপর কোনো চাপ দেওয়া হয়েছে কি না, কোনো হয়রানির শিকার হতে হয়েছে কি না, এসব জানতে এসেছিলেন জাতিসংঘের কর্মকর্তারা।
মার্কিন রাষ্ট্রদূত ঘুরে যাওয়ার পর বাসায় পুলিশ গিয়েছিল জানিয়ে সানজিদা বলেন, ‘চাপ এলে কী কী করা যেতে পারে, সেসব বিষয়ে জাতিসংঘের কর্মকর্তারা কথা বলেছেন।’
পিটার হাস গত ১৪ ডিসেম্বর ওই বাসায় গেলে বাইরে থেকে কিছু লোকও সেখানে প্রবেশ করার চেষ্টা করেছে বলে ঢাকায় মার্কিন দূতাবাস অভিযোগ করেছে। এ ছাড়া কিছু লোক রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে ধরার চেষ্টা করে। এর ফলে তাঁর নিরাপত্তায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেদিনই অভিযোগ করেন।
বিএনপির নেতা সাজেদুল ইসলাম ২০১৩ সালে নিখোঁজ হন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাসায় ঘুরে যাওয়ার পর সরকারের পক্ষ থেকে চাপ বেড়েছে বলে অভিযোগ করেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম। তিনি বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলামের বোন।
আজ মঙ্গলবার রাজধানীর শাহীনবাগে সাজেদুল ইসলামের বাসায় খোঁজখবর নিতে যায় জাতিসংঘ প্রতিনিধিদল। তাঁদের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে এ কথা বলেন সানজিদা।
পিটার হাস গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে সাজেদুল ইসলামের বাসায় যান। ওই সময় পথে ‘মায়ের কান্না’ নামে আরেকটি সংগঠন রাষ্ট্রদূতকে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে বাংলাদেশে মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় সরকারও যুক্তরাষ্ট্রকে ‘প্রটোকল’ মেনে চলার আহ্বান জানায়।
এর মধ্যে আজ সাজেদুল ইসলামের বাসায় গেল জাতিসংঘের প্রতিনিধিদল। দলটিতে ছিলেন সংস্থাটির ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক দুই উপদেষ্টা হুমা খান ও জাহিদ হোসেন।
এ বিষয়ে সানজিদা ইসলাম আজকের পত্রিকাকে জানান, মার্কিন রাষ্ট্রদূত বাসায় আসায় পরিবারটির ওপর কোনো চাপ দেওয়া হয়েছে কি না, কোনো হয়রানির শিকার হতে হয়েছে কি না, এসব জানতে এসেছিলেন জাতিসংঘের কর্মকর্তারা।
মার্কিন রাষ্ট্রদূত ঘুরে যাওয়ার পর বাসায় পুলিশ গিয়েছিল জানিয়ে সানজিদা বলেন, ‘চাপ এলে কী কী করা যেতে পারে, সেসব বিষয়ে জাতিসংঘের কর্মকর্তারা কথা বলেছেন।’
পিটার হাস গত ১৪ ডিসেম্বর ওই বাসায় গেলে বাইরে থেকে কিছু লোকও সেখানে প্রবেশ করার চেষ্টা করেছে বলে ঢাকায় মার্কিন দূতাবাস অভিযোগ করেছে। এ ছাড়া কিছু লোক রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে ধরার চেষ্টা করে। এর ফলে তাঁর নিরাপত্তায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেদিনই অভিযোগ করেন।
বিএনপির নেতা সাজেদুল ইসলাম ২০১৩ সালে নিখোঁজ হন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই মুক্তিযুদ্ধকে পুঁজি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করার প্রচেষ্ট চালিয়েছে।
৪ ঘণ্টা আগেআওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়।
৫ ঘণ্টা আগেপতিত সরকার সংখ্যা বানানোর খেলায়ও মেতে উঠেছিল বলে মন্তব্য করেছেন অর্থনীতি-সংক্রান্ত শ্বেতপত্র প্রণয়ন জাতীয় কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, সংখ্যা বদলে ফেলে তারা ভোটের ফল ঠিক করত। মুদ্রাস্ফীতিসহ বিভিন্ন উপাত্তের সংখ্যা বদলে ফেলে তারা দেশের অর্থনীতির গতি-প্রকৃতি সম্পর্কে মানুষের চোখে...
৬ ঘণ্টা আগে