কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফর করবেন। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে ভারতের ফার্স্ট লেডি ও তাঁদের মেয়েও সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফর নিয়ে আজ মঙ্গলবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে যোগ দিয়ে সফরের বিস্তারিত ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী।
এবারের সফরে কোনো চুক্তি বা পানি বণ্টনের মতো অমীমাংসিত বিষয়ের কোনো সমাধান হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে ক্রমাগত আলোচনা হচ্ছে বিভিন্ন ইস্যুতে। ভারতের সঙ্গে যখনই সাক্ষাৎ হয়, তখনই সব ধরনের সমস্যা নিয়ে আলোচনা হয়। যদিও বিশেষ আয়োজনে তিনি বাংলাদেশে আসছেন, তবু খোলামেলা আলোচনা হবে। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সব বিষয়েই আলোচনা হবে। তবে এবার কোনো রকম চুক্তি বা সমঝোতা সইয়ের বিষয় নেই।
জানুয়ারিতে ভারতের প্রজাতন্ত্র দিবস। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমন্ত্রণ আমাদের কাছে এলে যথাসময়ে সাংবাদিকদের জানানো হবে। এ ধরনের আমন্ত্রণ থাকলে আমরা গ্রহণ করব।’ ভারতের কাছ থেকে কেনা টিকার হালনাগাদ তথ্য সম্পর্কে তিনি বলেন, ‘যখন ভারতের সুযোগ-সুবিধা হবে, তখন তারা কেনা টিকা বাংলাদেশকে দেবে। এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। যেকোনো সময়ে আমরা ভারতের কাছ থেকে টিকা পাব।’
ভারতীয় পর্যটকেরা বাংলাদেশের ভিসা পাচ্ছেন না। এ নিয়ে জানতে চাইলে এ কে মোমেন বলেন, ‘কথাটি ঠিক নয়। দুই দেশই করোনায় বড় ঝড় সামলেছে। আমাদের দেশে প্রবেশে তেমন একটা বাধা নেই। কিছুদিন মৈত্রী দিবসের জন্য বহু মানুষ ভারত থেকে এসেছে। আর বিজয় দিবস উপলক্ষে বহু মানুষকে ভিসা দিয়েছি। তবে কিছু ব্যক্তিবিশেষ বা কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে সমস্যা হতে পারে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি খুব দুঃখজনক। প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। আলাপ-আলোচনা করে আমরা উত্তর দেব। হুট করে উত্তর দেওয়া ঠিক হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।’ এই নিষেধাজ্ঞা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি কোনো প্রভাব ফেলবে না।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন উদ্যাপন এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ সফর করবেন। সফরে ভারতের ফার্স্ট লেডি ও রাষ্ট্রপতির মেয়ে ছাড়াও দেশটির শিক্ষা প্রতিমন্ত্রী, দুজন সংসদ সদস্য, পররাষ্ট্রসচিবসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁর সঙ্গী হবেন। দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটিই হবে বাংলাদেশে তাঁর প্রথম সফর। সফরের প্রথম দিন, ১৫ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন। এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাবেন। একই দিন দুপুরে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।
সফরের প্রথম দিন বিকেলে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর পর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক ও একটি মিগ-২৯ যুদ্ধবিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে উপহার হিসেবে প্রদান করবেন। এরপর রামনাথ কোবিন্দ বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।
সফরের দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভারতের রাষ্ট্রপতি ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সফরের তৃতীয় দিন ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনা কালীমন্দিরের সদ্য সংস্কারকৃত অংশের উদ্বোধন করবেন এবং মন্দিরটি পরিদর্শন করবেন। এ সময়ে তিনি মন্দির-সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করবেন। একই দিনে রাষ্ট্রীয় সফর শেষে দুপুরে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফর করবেন। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে ভারতের ফার্স্ট লেডি ও তাঁদের মেয়েও সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশ সফর নিয়ে আজ মঙ্গলবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে যোগ দিয়ে সফরের বিস্তারিত ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী।
এবারের সফরে কোনো চুক্তি বা পানি বণ্টনের মতো অমীমাংসিত বিষয়ের কোনো সমাধান হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে ক্রমাগত আলোচনা হচ্ছে বিভিন্ন ইস্যুতে। ভারতের সঙ্গে যখনই সাক্ষাৎ হয়, তখনই সব ধরনের সমস্যা নিয়ে আলোচনা হয়। যদিও বিশেষ আয়োজনে তিনি বাংলাদেশে আসছেন, তবু খোলামেলা আলোচনা হবে। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সব বিষয়েই আলোচনা হবে। তবে এবার কোনো রকম চুক্তি বা সমঝোতা সইয়ের বিষয় নেই।
জানুয়ারিতে ভারতের প্রজাতন্ত্র দিবস। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমন্ত্রণ আমাদের কাছে এলে যথাসময়ে সাংবাদিকদের জানানো হবে। এ ধরনের আমন্ত্রণ থাকলে আমরা গ্রহণ করব।’ ভারতের কাছ থেকে কেনা টিকার হালনাগাদ তথ্য সম্পর্কে তিনি বলেন, ‘যখন ভারতের সুযোগ-সুবিধা হবে, তখন তারা কেনা টিকা বাংলাদেশকে দেবে। এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। যেকোনো সময়ে আমরা ভারতের কাছ থেকে টিকা পাব।’
ভারতীয় পর্যটকেরা বাংলাদেশের ভিসা পাচ্ছেন না। এ নিয়ে জানতে চাইলে এ কে মোমেন বলেন, ‘কথাটি ঠিক নয়। দুই দেশই করোনায় বড় ঝড় সামলেছে। আমাদের দেশে প্রবেশে তেমন একটা বাধা নেই। কিছুদিন মৈত্রী দিবসের জন্য বহু মানুষ ভারত থেকে এসেছে। আর বিজয় দিবস উপলক্ষে বহু মানুষকে ভিসা দিয়েছি। তবে কিছু ব্যক্তিবিশেষ বা কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে সমস্যা হতে পারে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি খুব দুঃখজনক। প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। আলাপ-আলোচনা করে আমরা উত্তর দেব। হুট করে উত্তর দেওয়া ঠিক হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।’ এই নিষেধাজ্ঞা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি কোনো প্রভাব ফেলবে না।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন উদ্যাপন এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ সফর করবেন। সফরে ভারতের ফার্স্ট লেডি ও রাষ্ট্রপতির মেয়ে ছাড়াও দেশটির শিক্ষা প্রতিমন্ত্রী, দুজন সংসদ সদস্য, পররাষ্ট্রসচিবসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁর সঙ্গী হবেন। দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটিই হবে বাংলাদেশে তাঁর প্রথম সফর। সফরের প্রথম দিন, ১৫ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন। এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাবেন। একই দিন দুপুরে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।
সফরের প্রথম দিন বিকেলে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর পর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক ও একটি মিগ-২৯ যুদ্ধবিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে উপহার হিসেবে প্রদান করবেন। এরপর রামনাথ কোবিন্দ বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।
সফরের দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভারতের রাষ্ট্রপতি ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সফরের তৃতীয় দিন ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনা কালীমন্দিরের সদ্য সংস্কারকৃত অংশের উদ্বোধন করবেন এবং মন্দিরটি পরিদর্শন করবেন। এ সময়ে তিনি মন্দির-সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় করবেন। একই দিনে রাষ্ট্রীয় সফর শেষে দুপুরে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে বঙ্গোপসাগর সংলাপে ভারত ও বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরে হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে উষ্ণতা ছড়িয়েছেন দুপক্ষের আলোচকেরা।
২ ঘণ্টা আগে‘না’ ভোটের বিধান চালু করা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার সুপারিশ করেছেন নির্বাচন বিটের সাংবাদিকেরা। আজ শনিবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সংলাপে তাঁদের সংগঠন আরএফইডির পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার সংস্কারে মোট ৩৩টি সুপারিশ তুলে ধরা হয়।
৪ ঘণ্টা আগেব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এক দিনের সফরে আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা ও অভিবাসনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের ওপর গুরুত্ব দিয়েই তাঁর এই সফর
৬ ঘণ্টা আগেসরকার সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
৭ ঘণ্টা আগে