নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে শনিবার (১৭ জুলাই) থেকে চালু হচ্ছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’। আগামী ১৯ জুলাই পর্যন্ত এ ট্রেন চলাচল করার কথা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ এই ট্রেনে কোরবানির পশু (গরু, মহিষ, ছাগল ও ভেড়া) পরিবহন করা হবে।
ট্রেন চালুর বিষয়ে রেলওয়ে ঢাকা বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার কোরবানির পশু নিয়ে প্রথম ট্রেন ঢাকায় আসবে। আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কোরবানির পশু নিয়ে শনিবার মোট তিনটি ট্রেন আসবে। তার মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর থেকে দুটি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি পশুবাহী ট্রেন আসবে।’
এদিকে, দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল তিনটায় পশু নিয়ে ট্রেন ছাড়বে এবং ইসলামপুর থেকে সন্ধ্যা ছয়টায় দিকে ছেড়ে এসে ঢাকার কমলাপুর পৌঁছাবে পরের দিন সকালে। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পশু ব্যবসায়ীরা ট্রেনে করে কোরবানির পশু নিরাপদে, স্বল্প খরচে ও স্বল্প সময়ে ঢাকায় এনে কমলাপুর স্টেশনের নিকটবর্তী পশুর হাটগুলোতে নিতে পারবেন।
গত বছরও কোরবানির পশু পরিবহনের চালু হয়েছিল এই ক্যাটেল স্পেশাল ট্রেন। চাহিদা না থাকায় মাত্র একদিন চলেছিল ট্রেনটি। এক দিনে মোট গরু এসেছিল ২৬৯টি। তবে আর অন্য কোন পশু আসেনি।
এদিকে করোনা পরিস্থিতিতে কৃষকের পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। লকডাউন শিথিল করায় সারা দেশে যাত্রীবাহী ট্রেনও চলাচল করছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে শনিবার (১৭ জুলাই) থেকে চালু হচ্ছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’। আগামী ১৯ জুলাই পর্যন্ত এ ট্রেন চলাচল করার কথা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ এই ট্রেনে কোরবানির পশু (গরু, মহিষ, ছাগল ও ভেড়া) পরিবহন করা হবে।
ট্রেন চালুর বিষয়ে রেলওয়ে ঢাকা বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার কোরবানির পশু নিয়ে প্রথম ট্রেন ঢাকায় আসবে। আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কোরবানির পশু নিয়ে শনিবার মোট তিনটি ট্রেন আসবে। তার মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর থেকে দুটি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি পশুবাহী ট্রেন আসবে।’
এদিকে, দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল তিনটায় পশু নিয়ে ট্রেন ছাড়বে এবং ইসলামপুর থেকে সন্ধ্যা ছয়টায় দিকে ছেড়ে এসে ঢাকার কমলাপুর পৌঁছাবে পরের দিন সকালে। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পশু ব্যবসায়ীরা ট্রেনে করে কোরবানির পশু নিরাপদে, স্বল্প খরচে ও স্বল্প সময়ে ঢাকায় এনে কমলাপুর স্টেশনের নিকটবর্তী পশুর হাটগুলোতে নিতে পারবেন।
গত বছরও কোরবানির পশু পরিবহনের চালু হয়েছিল এই ক্যাটেল স্পেশাল ট্রেন। চাহিদা না থাকায় মাত্র একদিন চলেছিল ট্রেনটি। এক দিনে মোট গরু এসেছিল ২৬৯টি। তবে আর অন্য কোন পশু আসেনি।
এদিকে করোনা পরিস্থিতিতে কৃষকের পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। লকডাউন শিথিল করায় সারা দেশে যাত্রীবাহী ট্রেনও চলাচল করছে।
সরকার সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
১ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের দিক থেকে সংবিধান সংশোধনের কোনো সুযোগ আদৌ আছে কি না, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘বিপ্লবোত্তর বাংলাদেশে যাদের রক্তের বিনিময়ে আমরা সংবিধান সংশোধনের কথা ভাবছি, সেটা তাঁদের (শহীদদের) প্রতি একধরনের শ্র
২ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০১-এ দাঁড়াল। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯৪ জন রোগী। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮ হাজার ৫৯৫ জন
২ ঘণ্টা আগেপররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুর পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত আট বছরে এই সংকট নিরসনে বড় প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা প্রত্যাশার চেয়ে কম।
৩ ঘণ্টা আগে