কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
২৭ দেশের জোট ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্কে গতি আনতে নতুন চুক্তি করবে। বৃহস্পতিবার ঢাকায় দ্বিপক্ষীয় রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের জানানো হয়েছে, প্রস্তাবিত চুক্তিটি এখনো আলোচনার পর্যায়ে আছে।
সংলাপে ইইউ বাংলাদেশে মুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশ, আইনের শাসনের মানোন্নয়ন এবং মানবাধিকার ও শ্রম পরিস্থিতির উন্নতি ঘটিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ও সংশয়ের অবসান ঘটানোর ওপর জোর দিয়েছে বলে সংশ্লিষ্ট কূটনীতিকেরা জানান।
আনুষ্ঠানিক সংলাপের পাশাপাশি অনানুষ্ঠানিক আলাপকালে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশের জন্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উপযুক্ত পরিবেশ তৈরিরও তাগিদ দিয়েছে ইইউ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং ইইউর ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিকে মোরা নিজ নিজ পক্ষে সংলাপে নেতৃত্ব দেন। সংলাপের মাঝামাঝি পর্যায়ে এক ব্রিফিংয়ে তাঁরা নতুন চুক্তি স্বাক্ষরের প্রস্তুতির কথা জানান।
এনরিকে মোরা জানান, চুক্তিটি স্বাক্ষর করা সম্ভব হলে তা প্রতিরক্ষা, নিরাপত্তা, আন্তসংযোগ, জলবায়ু, ডিজিটাল ক্ষেত্রসহ সহযোগিতা বাড়াতে প্রতিটি ক্ষেত্রের জন্য ভিত্তি হিসেবে কাজে দেবে।
সংলাপে বাংলাদেশ পক্ষ স্বল্পোন্নত দেশ থেকে ২০২৯ সাল নাগাদ উন্নয়নশীল দেশে উত্তরণের পর অবাধ বাণিজ্যসুবিধা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে বলেছে, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এই সহযোগিতা প্রয়োজন হবে।
অন্যদিকে, ন্যায্য মজুরি নিশ্চিত করাসহ শ্রম পরিস্থিতির উন্নয়ন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, মানব পাচার বন্ধ করা, ইইউ অঞ্চল থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরানো এবং অর্থ পাচারসহ বিভিন্ন বিষয়ে তৎপর হতে বাংলাদেশ সরকারকে তাগিদ দেওয়া হয়েছে সংলাপে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে ইউক্রেনের নৈতিক অবস্থানের প্রতি বাংলাদেশের সমর্থন চেয়েছে ইইউ।
অন্যদিকে, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সে দেশে ফেরা নিশ্চিত করতে উদ্যোগী ভূমিকা পালনের জন্য তাগিদ দিয়েছে বাংলাদেশ পক্ষ।
সংলাপের পর উভয় পক্ষ একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। দ্বিতীয়ত, আগামী বছর রাজনৈতিক বিষয়ে ব্রাসেলসে অনুষ্ঠান আয়োজনে উভয় পক্ষ একমত হয়েছে।
২৭ দেশের জোট ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্কে গতি আনতে নতুন চুক্তি করবে। বৃহস্পতিবার ঢাকায় দ্বিপক্ষীয় রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের জানানো হয়েছে, প্রস্তাবিত চুক্তিটি এখনো আলোচনার পর্যায়ে আছে।
সংলাপে ইইউ বাংলাদেশে মুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশ, আইনের শাসনের মানোন্নয়ন এবং মানবাধিকার ও শ্রম পরিস্থিতির উন্নতি ঘটিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ও সংশয়ের অবসান ঘটানোর ওপর জোর দিয়েছে বলে সংশ্লিষ্ট কূটনীতিকেরা জানান।
আনুষ্ঠানিক সংলাপের পাশাপাশি অনানুষ্ঠানিক আলাপকালে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশের জন্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উপযুক্ত পরিবেশ তৈরিরও তাগিদ দিয়েছে ইইউ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং ইইউর ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিকে মোরা নিজ নিজ পক্ষে সংলাপে নেতৃত্ব দেন। সংলাপের মাঝামাঝি পর্যায়ে এক ব্রিফিংয়ে তাঁরা নতুন চুক্তি স্বাক্ষরের প্রস্তুতির কথা জানান।
এনরিকে মোরা জানান, চুক্তিটি স্বাক্ষর করা সম্ভব হলে তা প্রতিরক্ষা, নিরাপত্তা, আন্তসংযোগ, জলবায়ু, ডিজিটাল ক্ষেত্রসহ সহযোগিতা বাড়াতে প্রতিটি ক্ষেত্রের জন্য ভিত্তি হিসেবে কাজে দেবে।
সংলাপে বাংলাদেশ পক্ষ স্বল্পোন্নত দেশ থেকে ২০২৯ সাল নাগাদ উন্নয়নশীল দেশে উত্তরণের পর অবাধ বাণিজ্যসুবিধা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে বলেছে, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এই সহযোগিতা প্রয়োজন হবে।
অন্যদিকে, ন্যায্য মজুরি নিশ্চিত করাসহ শ্রম পরিস্থিতির উন্নয়ন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, মানব পাচার বন্ধ করা, ইইউ অঞ্চল থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরানো এবং অর্থ পাচারসহ বিভিন্ন বিষয়ে তৎপর হতে বাংলাদেশ সরকারকে তাগিদ দেওয়া হয়েছে সংলাপে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে ইউক্রেনের নৈতিক অবস্থানের প্রতি বাংলাদেশের সমর্থন চেয়েছে ইইউ।
অন্যদিকে, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সে দেশে ফেরা নিশ্চিত করতে উদ্যোগী ভূমিকা পালনের জন্য তাগিদ দিয়েছে বাংলাদেশ পক্ষ।
সংলাপের পর উভয় পক্ষ একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। দ্বিতীয়ত, আগামী বছর রাজনৈতিক বিষয়ে ব্রাসেলসে অনুষ্ঠান আয়োজনে উভয় পক্ষ একমত হয়েছে।
গতকাল শনিবার ঢাকায় পৌঁছার পর সামাজিক মাধ্যম এক্স–এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ ও জবাবদিহিমূলক ব্যবস্থা বাংলাদেশের প্রাপ্য। ব্রিটিশ প্রতিমন্ত্রী আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।
১ ঘণ্টা আগেমাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে উৎসাহিত করতে ভ্রাম্যমাণ গবেষণাগারের মাধ্যমে মাটি পরীক্ষার কর্মসূচি হাতে নিয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)। এই কর্মসূচির আওতায় ১০টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলায় মাটি পরীক্ষা করবে। কৃষকেরা মাত্র ২৫ টাকা ভর্তুকি মূল্যে (প্রকৃ
৩ ঘণ্টা আগেমালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার আবার খুলেছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এ শ্রমবাজারে এবার প্ল্যান্টেশন অর্থাৎ কৃষি খাতে কর্মী নেওয়া হচ্ছে। তবে এবারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, সময়সীমা বেঁধে দেওয়ার কারণে এবারও সমস্যা সৃষ্টি হতে পারে। কারণ
৪ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে বঙ্গোপসাগর সংলাপে ভারত ও বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরে হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে উষ্ণতা ছড়িয়েছেন দুপক্ষের আলোচকেরা।
১২ ঘণ্টা আগে