নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী এক সপ্তাহের মধ্যে সারা দেশে এক কোটি মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন, গ্রাম এবং ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র করে এই টিকা দেওয়া হবে।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন বৈঠকের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী এক সপ্তাহের মধ্যে এক কোটির বেশি লোককে টিকার আওতায় আনবে। অত্যন্ত ভালো খবর হচ্ছে, প্রত্যেক গ্রাম, ইউনিয়ন, সিটি করপোরেশন, পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে কেন্দ্র করে টিকা দেওয়া হবে। সারা দেশে সপ্তাহব্যাপী ১৪ হাজার কেন্দ্রে এক যোগে টিকা দেওয়া হবে। এতে অগ্রাধিবার পাবেন বয়স্ক লোকেরা। কারণ আমরা দেখেছি বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন ও মারা যাচ্ছেন।
এ সময় দোকানদার, কর্মচারী, পরিবহন শ্রমিকদের স্ব স্ব ওয়ার্ড থেকে টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী আকম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, টিকা নেওয়া ছাড়া কেউ কর্মস্থলে যেতে পারবেন না। আর কেউ টিকা নিয়েছেন কি–না সেটি যাচাই করার ব্যবস্থা রয়েছে। এই তথ্য সরকারি ডাটাবেসে থাকবে। খুব সহজেই যাচাই করা যাবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, টিকা না নিয়ে কেউ কর্মস্থলে আসতে পারবেন না। আমরা চিন্তা করেছি, আগামী ১১ তারিখ থেকে সবকিছু খোলা হবে। কিন্তু টিকা ছাড়া কেউ কর্মস্থলে আসতে পারবেন না। মানুষ টিকা নিয়ে যাতে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারে সে জন্য টিকা পাওয়া নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১০ তারিখের মধ্যে এটি নিশ্চিত করা হবে। যাতে ১১ তারিখ থেকে ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহন চালু করা যায়।
আগামী এক সপ্তাহের মধ্যে সারা দেশে এক কোটি মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন, গ্রাম এবং ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র করে এই টিকা দেওয়া হবে।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন বৈঠকের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী এক সপ্তাহের মধ্যে এক কোটির বেশি লোককে টিকার আওতায় আনবে। অত্যন্ত ভালো খবর হচ্ছে, প্রত্যেক গ্রাম, ইউনিয়ন, সিটি করপোরেশন, পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে কেন্দ্র করে টিকা দেওয়া হবে। সারা দেশে সপ্তাহব্যাপী ১৪ হাজার কেন্দ্রে এক যোগে টিকা দেওয়া হবে। এতে অগ্রাধিবার পাবেন বয়স্ক লোকেরা। কারণ আমরা দেখেছি বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন ও মারা যাচ্ছেন।
এ সময় দোকানদার, কর্মচারী, পরিবহন শ্রমিকদের স্ব স্ব ওয়ার্ড থেকে টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী আকম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, টিকা নেওয়া ছাড়া কেউ কর্মস্থলে যেতে পারবেন না। আর কেউ টিকা নিয়েছেন কি–না সেটি যাচাই করার ব্যবস্থা রয়েছে। এই তথ্য সরকারি ডাটাবেসে থাকবে। খুব সহজেই যাচাই করা যাবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, টিকা না নিয়ে কেউ কর্মস্থলে আসতে পারবেন না। আমরা চিন্তা করেছি, আগামী ১১ তারিখ থেকে সবকিছু খোলা হবে। কিন্তু টিকা ছাড়া কেউ কর্মস্থলে আসতে পারবেন না। মানুষ টিকা নিয়ে যাতে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারে সে জন্য টিকা পাওয়া নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১০ তারিখের মধ্যে এটি নিশ্চিত করা হবে। যাতে ১১ তারিখ থেকে ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহন চালু করা যায়।
মাসতিনেক আগেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সোনালি অধ্যায়’ হিসেবে তুলে ধরত প্রতিবেশী ভারত। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা সেখানে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে জট লেগে যায়।
৪ ঘণ্টা আগেচতুর্থ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। নওগাঁর রাণীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনের করা রিটের পরিপ্রেক্ষিতে
৫ ঘণ্টা আগেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদানে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ ছয় মাসের জন্য তাঁদের নিয়োগ স্থগিত করে রুল জারি করেন
৭ ঘণ্টা আগেডেইলি স্টারের সাংবাদিক গোলাম মোর্তোজাকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দিয়েছে সরকার।
৮ ঘণ্টা আগে