নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অস্ত্র ব্যবহারে যেন কোন রাখঢাক নেই। প্রকাশ্যে দিবালোকে ব্যবহার করা হচ্ছে আগ্নেয়াস্ত্র। নির্বাচনের প্রথম ধাপ থেকে তৃতীয় ধাপের প্রচার-প্রচারণায় এই অস্ত্র দিয়ে সহিংসতা কম হলো না। তবুও যেন অস্ত্র গুলি উদ্ধারে কোন তৎপরতা দেখায়নি স্থানীয় প্রশাসন। এমনকি সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের মধ্যেও ছিল না কোন তাগিদ। কিন্তু মৃত্যুর সংখ্যা যখন ৬০ জন ছাড়াল হঠাৎই তখন নড়েচড়ে বসল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সহিংসতায় কারা জড়িত, বৈধ কোনো অস্ত্র ব্যবহার হচ্ছে কি না এসব জানতে মাঠ পর্যায় থেকে তথ্য চেয়ে বসল।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু হয়েছে। পাশাপাশি প্রত্যেক থানা এলাকায় বৈধ অস্ত্রের তালিকা ধরে অস্ত্রের অবস্থান শনাক্ত করতে বলা হয়েছে। গত সোমবার থেকে অস্ত্র উদ্ধার ও নজরদারির এই বিশেষ অভিযান শুরু হয়েছে। আর এই পুরো বিষয়টি পর্যবেক্ষণের জন্য পুলিশ সদর দপ্তরের অস্থায়ী একটি সেলও গঠন করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের এআইজি (মুখপাত্র) মোহাম্মদ কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, যেসব এলাকায় সহিংসতা হয়েছে সেসব এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর থানার রেজিস্ট্রার তালিকায় করা বৈধ অস্ত্রের ওপর নজরদারি করতে বলা হয়েছে।
দেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান আইন ও সালিস কেন্দ্র (আসক)-এর হিসাবে, আজ মঙ্গলবার ১৬ তারিখ পর্যন্ত ইউপি নির্বাচনের সহিংসতায় ৬০ জন মারা গেছেন। সর্বশেষ গতকাল সোমবার পিরোজপুরের সদর উপজেলায় শংকরপাশা ইউনিয়নের নির্বাচনী প্রচারণা গিয়ে গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ মারা যান।
অন্য সময় একাধিক রাজনৈতিক দলের মধ্যে এই সহিংসতা হলেও এবার সহিংসতা হচ্ছে শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যেই। শক্ত বিরোধী দল না থাকায় নিজেদের মধ্য খুনোখুনি করছেন তারা। এতে অনেকে বলছেন, এ কারণেই প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশনা দিলেও তা কাজে আসেনি।
তবে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ভোটের আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বৈধ অস্ত্র জমা রাখা ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে ইসিকে নির্দেশ দিতে হয়। কিন্তু এখন কোনো কিছুই হচ্ছে না।
দুই ধাপের ইউপি নির্বাচনে এখন পর্যন্ত ২৫ জেলায় নিহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে নরসিংদীতে দুই দফায় মারা গেছে ৯ জন। এ ছাড়া কক্সবাজারে পাঁচ, মাগুরায় চার, বরিশালে তিন এবং গাইবান্ধা, মেহেরপুর, কুমিল্লা ও ঢাকার ধামরাইয়ে দুজন করে নিহত হয়েছে। আর ভোলা, ঝালকাঠি, বাগেরহাট, ফরিদপুর, সিলেট, নড়াইল, রাঙামাটি, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, চট্টগ্রাম, যশোর, রাজবাড়ী, রংপুর, পটুয়াখালী ও মাদারীপুরে একজন করে নিহত হয়েছে।
সর্বশেষ পিরোজপুরের ঘটনায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক জানান, গত ৭ নভেম্বর ইউপি নির্বাচনে নৌকার পক্ষে প্রচার চালাতে শংকরপাশায় গিয়েছিল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতারা। মল্লিকবাড়ী এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন মাতুব্বরের সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। তখন গুলিবিদ্ধ হন শুভ। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি হাসান সিকদারে মাথায়ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
শুভসহ অন্যদের ওপর হামলার মামলার প্রধান আসামি বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও আওয়ামী লীগ সাংসদ নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা খুবই দুঃখজনক ও কষ্টের ব্যাপার। আইনশৃঙ্খলার সঙ্গে যাঁরা সম্পৃক্ত তাঁরা শক্ত ব্যবস্থা নিচ্ছেন। সেই সঙ্গে আমাদের জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে সবার মাঝে সচেতনতা তৈরি করতে হবে। যাতে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ঝামেলা না হয়।’
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অস্ত্র ব্যবহারে যেন কোন রাখঢাক নেই। প্রকাশ্যে দিবালোকে ব্যবহার করা হচ্ছে আগ্নেয়াস্ত্র। নির্বাচনের প্রথম ধাপ থেকে তৃতীয় ধাপের প্রচার-প্রচারণায় এই অস্ত্র দিয়ে সহিংসতা কম হলো না। তবুও যেন অস্ত্র গুলি উদ্ধারে কোন তৎপরতা দেখায়নি স্থানীয় প্রশাসন। এমনকি সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের মধ্যেও ছিল না কোন তাগিদ। কিন্তু মৃত্যুর সংখ্যা যখন ৬০ জন ছাড়াল হঠাৎই তখন নড়েচড়ে বসল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সহিংসতায় কারা জড়িত, বৈধ কোনো অস্ত্র ব্যবহার হচ্ছে কি না এসব জানতে মাঠ পর্যায় থেকে তথ্য চেয়ে বসল।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু হয়েছে। পাশাপাশি প্রত্যেক থানা এলাকায় বৈধ অস্ত্রের তালিকা ধরে অস্ত্রের অবস্থান শনাক্ত করতে বলা হয়েছে। গত সোমবার থেকে অস্ত্র উদ্ধার ও নজরদারির এই বিশেষ অভিযান শুরু হয়েছে। আর এই পুরো বিষয়টি পর্যবেক্ষণের জন্য পুলিশ সদর দপ্তরের অস্থায়ী একটি সেলও গঠন করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের এআইজি (মুখপাত্র) মোহাম্মদ কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, যেসব এলাকায় সহিংসতা হয়েছে সেসব এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর থানার রেজিস্ট্রার তালিকায় করা বৈধ অস্ত্রের ওপর নজরদারি করতে বলা হয়েছে।
দেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান আইন ও সালিস কেন্দ্র (আসক)-এর হিসাবে, আজ মঙ্গলবার ১৬ তারিখ পর্যন্ত ইউপি নির্বাচনের সহিংসতায় ৬০ জন মারা গেছেন। সর্বশেষ গতকাল সোমবার পিরোজপুরের সদর উপজেলায় শংকরপাশা ইউনিয়নের নির্বাচনী প্রচারণা গিয়ে গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ মারা যান।
অন্য সময় একাধিক রাজনৈতিক দলের মধ্যে এই সহিংসতা হলেও এবার সহিংসতা হচ্ছে শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যেই। শক্ত বিরোধী দল না থাকায় নিজেদের মধ্য খুনোখুনি করছেন তারা। এতে অনেকে বলছেন, এ কারণেই প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশনা দিলেও তা কাজে আসেনি।
তবে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ভোটের আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বৈধ অস্ত্র জমা রাখা ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে ইসিকে নির্দেশ দিতে হয়। কিন্তু এখন কোনো কিছুই হচ্ছে না।
দুই ধাপের ইউপি নির্বাচনে এখন পর্যন্ত ২৫ জেলায় নিহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে নরসিংদীতে দুই দফায় মারা গেছে ৯ জন। এ ছাড়া কক্সবাজারে পাঁচ, মাগুরায় চার, বরিশালে তিন এবং গাইবান্ধা, মেহেরপুর, কুমিল্লা ও ঢাকার ধামরাইয়ে দুজন করে নিহত হয়েছে। আর ভোলা, ঝালকাঠি, বাগেরহাট, ফরিদপুর, সিলেট, নড়াইল, রাঙামাটি, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, চট্টগ্রাম, যশোর, রাজবাড়ী, রংপুর, পটুয়াখালী ও মাদারীপুরে একজন করে নিহত হয়েছে।
সর্বশেষ পিরোজপুরের ঘটনায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক জানান, গত ৭ নভেম্বর ইউপি নির্বাচনে নৌকার পক্ষে প্রচার চালাতে শংকরপাশায় গিয়েছিল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতারা। মল্লিকবাড়ী এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন মাতুব্বরের সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। তখন গুলিবিদ্ধ হন শুভ। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি হাসান সিকদারে মাথায়ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
শুভসহ অন্যদের ওপর হামলার মামলার প্রধান আসামি বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও আওয়ামী লীগ সাংসদ নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা খুবই দুঃখজনক ও কষ্টের ব্যাপার। আইনশৃঙ্খলার সঙ্গে যাঁরা সম্পৃক্ত তাঁরা শক্ত ব্যবস্থা নিচ্ছেন। সেই সঙ্গে আমাদের জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে সবার মাঝে সচেতনতা তৈরি করতে হবে। যাতে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ঝামেলা না হয়।’
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ রোববার আইএসপিআর–এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১০ মিনিট আগেএয়ারক্র্যাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া বলে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ রোববার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ডে।
৩ ঘণ্টা আগেগতকাল শনিবার ঢাকায় পৌঁছার পর সামাজিক মাধ্যম এক্স–এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ ও জবাবদিহিমূলক ব্যবস্থা বাংলাদেশের প্রাপ্য। ব্রিটিশ প্রতিমন্ত্রী আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।
৬ ঘণ্টা আগে