নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কিশোরগঞ্জের ভৈরবে ২৩ অক্টোবর রেল দুর্ঘটনায় লোক মাস্টারদের (রেল চালক) গাফিলতিকে বড় করে দেখছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। একই সঙ্গে নাশকতার কোনো পরিকল্পনা ছিল কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
রেলপথ মন্ত্রী বলেন, ‘তারা তদন্ত করে দেখছেন শুধুমাত্র সিগনাল (সংকেত) অমান্য করার কারণেই দুর্ঘটনা ঘটেছে নাকি তার পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য আছে। প্রাথমিকভাবে চালকদের ভুলের কারণে এমনটি হয়েছে। তারা সংকেত অমান্য করে ট্রেন চালিয়েছে।’
নাশকতার আশঙ্কার বিষয়ে মন্ত্রী বলেন, ‘তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যা দেখেছে এ ছাড়া সেখানে লাইনের ওপর কিছু হয়েছে কি না। কারণ এর আগেও ২০১৩ সালে ২০১৪ সালে রেল নিয়ে নাশকতা হয়েছে, রেলের ওপর আঘাত এসেছে, পুড়িয়ে দিয়েছে, স্ক্রু খুলে ফেলেছে, ঢিল মারা হতো।’
রেলপথ মন্ত্রী বলেন, এ ঘটনায় রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ৷ এ ঘটনায় সংশ্লিষ্ট তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ তবে প্রাথমিকভাবে তাদের ধারণা লোক মাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে ৷
মন্ত্রী বলেন, সংকেত আগেই দেওয়া থাকে। সেটা দেখেই চালক যাবে। সেখানে থামার সংকেত দেওয়া ছিল। সেটা অমান্য করেই সে (চালক) এসেছে।
তবে শুধুমাত্র চালকের দায় কেন দেওয়া হচ্ছে তার উত্তরে মন্ত্রী বলেন, রেলের লোকোমোটিভ মাস্টার নিয়োগ বন্ধ ছিল। ফলে লোকবল সংকটে অবসরে থাকা লোকমাস্টাদের আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এমন ২৪ জন কে চুক্তিভিত্তিক নেওয়া হয়েছে। তারা অন্যদের প্রশিক্ষণ দিচ্ছে। সেখানে ৩ থেকে ১২ বছর লাগছে লোকমাস্টার হতে। এসব ঘাটতির কারণে এমন হচ্ছে। এখানে অদক্ষ নয় বরং বয়স্ক হওয়ার কারণও আছে।
মন্ত্রী বলেন, তবে ওই ট্রেনে যে লোকমাস্টার ছিলেন তাঁর বয়স ছিল ৪৫ বছর। এই কারণে তার থেকে এটা হওয়ার কথা নয়। প্রাথমিকভাবে ট্রাফিক বিভাগের কোনো ভুল ছিল না।
রেলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যে দুর্ঘটনা হয় সেখানে ২১ জন নিহত হয়েছিল উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর আবার একটি বড় দুর্ঘটনা ঘটল ৷ এ ঘটনায় সব মিলে মোট ২০ জন মারা গেছেন ৷ এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন ৷
নূরুল ইসলাম সুজন বলেন, ফার্স্ট এশিয়ান রেল সামিটে যোগ দিতে গত ২৩ অক্টোবর তিনি দেশের বাইরে ছিলেন। তারা ব্যক্তিগত সেক্রেটারিও ছিলেন সে সফরে ৷ আরও কয়েকজন গিয়েছিলেন ৷ ২৭ অক্টোবর অবধি সেখানে অবস্থানের কথা ছিল ৷ কিন্তু এ দুর্ঘটনার পর তিনি যাত্রা বাতিল করে গতকাল রাতেই ঢাকা এসেছেন।
এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে এক লাখ টাকা ও এ ছাড়া যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার খরচ রেল কর্তৃপক্ষ বহন করবে বলে জানান তিনি।
কিশোরগঞ্জের ভৈরবে ২৩ অক্টোবর রেল দুর্ঘটনায় লোক মাস্টারদের (রেল চালক) গাফিলতিকে বড় করে দেখছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। একই সঙ্গে নাশকতার কোনো পরিকল্পনা ছিল কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
রেলপথ মন্ত্রী বলেন, ‘তারা তদন্ত করে দেখছেন শুধুমাত্র সিগনাল (সংকেত) অমান্য করার কারণেই দুর্ঘটনা ঘটেছে নাকি তার পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য আছে। প্রাথমিকভাবে চালকদের ভুলের কারণে এমনটি হয়েছে। তারা সংকেত অমান্য করে ট্রেন চালিয়েছে।’
নাশকতার আশঙ্কার বিষয়ে মন্ত্রী বলেন, ‘তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যা দেখেছে এ ছাড়া সেখানে লাইনের ওপর কিছু হয়েছে কি না। কারণ এর আগেও ২০১৩ সালে ২০১৪ সালে রেল নিয়ে নাশকতা হয়েছে, রেলের ওপর আঘাত এসেছে, পুড়িয়ে দিয়েছে, স্ক্রু খুলে ফেলেছে, ঢিল মারা হতো।’
রেলপথ মন্ত্রী বলেন, এ ঘটনায় রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ৷ এ ঘটনায় সংশ্লিষ্ট তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ তবে প্রাথমিকভাবে তাদের ধারণা লোক মাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে ৷
মন্ত্রী বলেন, সংকেত আগেই দেওয়া থাকে। সেটা দেখেই চালক যাবে। সেখানে থামার সংকেত দেওয়া ছিল। সেটা অমান্য করেই সে (চালক) এসেছে।
তবে শুধুমাত্র চালকের দায় কেন দেওয়া হচ্ছে তার উত্তরে মন্ত্রী বলেন, রেলের লোকোমোটিভ মাস্টার নিয়োগ বন্ধ ছিল। ফলে লোকবল সংকটে অবসরে থাকা লোকমাস্টাদের আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এমন ২৪ জন কে চুক্তিভিত্তিক নেওয়া হয়েছে। তারা অন্যদের প্রশিক্ষণ দিচ্ছে। সেখানে ৩ থেকে ১২ বছর লাগছে লোকমাস্টার হতে। এসব ঘাটতির কারণে এমন হচ্ছে। এখানে অদক্ষ নয় বরং বয়স্ক হওয়ার কারণও আছে।
মন্ত্রী বলেন, তবে ওই ট্রেনে যে লোকমাস্টার ছিলেন তাঁর বয়স ছিল ৪৫ বছর। এই কারণে তার থেকে এটা হওয়ার কথা নয়। প্রাথমিকভাবে ট্রাফিক বিভাগের কোনো ভুল ছিল না।
রেলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যে দুর্ঘটনা হয় সেখানে ২১ জন নিহত হয়েছিল উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর আবার একটি বড় দুর্ঘটনা ঘটল ৷ এ ঘটনায় সব মিলে মোট ২০ জন মারা গেছেন ৷ এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন ৷
নূরুল ইসলাম সুজন বলেন, ফার্স্ট এশিয়ান রেল সামিটে যোগ দিতে গত ২৩ অক্টোবর তিনি দেশের বাইরে ছিলেন। তারা ব্যক্তিগত সেক্রেটারিও ছিলেন সে সফরে ৷ আরও কয়েকজন গিয়েছিলেন ৷ ২৭ অক্টোবর অবধি সেখানে অবস্থানের কথা ছিল ৷ কিন্তু এ দুর্ঘটনার পর তিনি যাত্রা বাতিল করে গতকাল রাতেই ঢাকা এসেছেন।
এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে এক লাখ টাকা ও এ ছাড়া যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার খরচ রেল কর্তৃপক্ষ বহন করবে বলে জানান তিনি।
মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার আবার খুলেছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এ শ্রমবাজারে এবার প্ল্যান্টেশন অর্থাৎ কৃষি খাতে কর্মী নেওয়া হচ্ছে। তবে এবারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, সময়সীমা বেঁধে দেওয়ার কারণে এবারও সমস্যা সৃষ্টি হতে পারে। কারণ
১ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে বঙ্গোপসাগর সংলাপে ভারত ও বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরে হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে উষ্ণতা ছড়িয়েছেন দুপক্ষের আলোচকেরা।
৮ ঘণ্টা আগে‘না’ ভোটের বিধান চালু করা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার সুপারিশ করেছেন নির্বাচন বিটের সাংবাদিকেরা। আজ শনিবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সংলাপে তাঁদের সংগঠন আরএফইডির পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার সংস্কারে মোট ৩৩টি সুপারিশ তুলে ধরা হয়।
১০ ঘণ্টা আগেব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এক দিনের সফরে আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা ও অভিবাসনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের ওপর গুরুত্ব দিয়েই তাঁর এই সফর
১১ ঘণ্টা আগে