নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন ঢাকা-১৭ উপনির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশ ও দেশের বাইরে সুন্দর নির্বাচন আয়োজনের সক্ষমতা জানাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার সকালে আগারগাঁওয়ের ইটিআই ভবনে ঢাকা-১৭ উপনির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে এ কথা বলেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটের দিন পরিবেশটা যেন ভালো থাকে। ভোটাররা যাতে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। ভোটারদের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। নিরাপত্তার কোনো অভাব থাকবে না। আপনারা সাহসিকতা নিয়ে দৃঢ়তার সঙ্গে কাজ করবেন। আমাদের দেশ, বহির্বিশ্ব, আন্তর্জাতিক বিশ্ব সবাই জানুক যে আমরা একটি সুন্দর নির্বাচন করতে পারি।’
কর্মকর্তাদের নিরপেক্ষ, নির্মোহ ও নির্লিপ্ত থেকে সাহসিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমরা চাই একটা সুষ্ঠু ও সুন্দর ভোট। একটা কথা মনে রাখবেন—একটা খেলার মাঠ, মাঠে অনেক প্লেয়ার। যার যা দায়িত্ব তা পালন করতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। সবকিছু যখন সমন্বয় হয়ে যাবে। তখন দেখবেন কাজ সহজ হয়ে গেছে।’
এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘ভোট সুন্দর হলে তার সমস্ত ক্রেডিট হবে যারা মাঠে কাজ করছেন। আর সামান্য কিছু ডিসক্রেডিট যদি থেকে থাকে, সেটি আমরা মাথায় নিয়ে নেব। আপনারা ঠিকমতো কাজ করবেন। দেখবেন আপনাদের সঙ্গে আমরাও সার্থক হয়ে গেছি।’
ভোট সুষ্ঠু করতে প্রার্থী, সমর্থক, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আপনাদের কী বার্তা থাকবে? এমন প্রশ্নের জবাবে ইসি রাশেদা বলেন, ‘আমাদের বার্তা একটাই—সততা, নিরপেক্ষতা, আন্তরিকতা, পেশাদারি মনোভাব নিয়ে যার যেটুকু দায়িত্ব তা পালন করবেন। যাতে অবাধ, সুষ্ঠু, সুন্দর, নির্বাচন করতে পারি। একটা আনন্দঘন পরিবেশে নির্বাচনটা করতে পারি। যেই নির্বাচনে ভোটার আসবেন, তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চলে যাবেন। তাঁকে কেউ বাধা দেবে না। এ টুকুই চাওয়া।’
অনুষ্ঠানে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ১৭ জুলাই ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ ছাড়া নির্বাচন ভবন থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য কেন্দ্রে কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।
এই উপনির্বাচনে আটজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ), আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (একতারা) ও মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক)।
গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়।
আসন্ন ঢাকা-১৭ উপনির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশ ও দেশের বাইরে সুন্দর নির্বাচন আয়োজনের সক্ষমতা জানাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার সকালে আগারগাঁওয়ের ইটিআই ভবনে ঢাকা-১৭ উপনির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে এ কথা বলেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটের দিন পরিবেশটা যেন ভালো থাকে। ভোটাররা যাতে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। ভোটারদের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। নিরাপত্তার কোনো অভাব থাকবে না। আপনারা সাহসিকতা নিয়ে দৃঢ়তার সঙ্গে কাজ করবেন। আমাদের দেশ, বহির্বিশ্ব, আন্তর্জাতিক বিশ্ব সবাই জানুক যে আমরা একটি সুন্দর নির্বাচন করতে পারি।’
কর্মকর্তাদের নিরপেক্ষ, নির্মোহ ও নির্লিপ্ত থেকে সাহসিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমরা চাই একটা সুষ্ঠু ও সুন্দর ভোট। একটা কথা মনে রাখবেন—একটা খেলার মাঠ, মাঠে অনেক প্লেয়ার। যার যা দায়িত্ব তা পালন করতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। সবকিছু যখন সমন্বয় হয়ে যাবে। তখন দেখবেন কাজ সহজ হয়ে গেছে।’
এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘ভোট সুন্দর হলে তার সমস্ত ক্রেডিট হবে যারা মাঠে কাজ করছেন। আর সামান্য কিছু ডিসক্রেডিট যদি থেকে থাকে, সেটি আমরা মাথায় নিয়ে নেব। আপনারা ঠিকমতো কাজ করবেন। দেখবেন আপনাদের সঙ্গে আমরাও সার্থক হয়ে গেছি।’
ভোট সুষ্ঠু করতে প্রার্থী, সমর্থক, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আপনাদের কী বার্তা থাকবে? এমন প্রশ্নের জবাবে ইসি রাশেদা বলেন, ‘আমাদের বার্তা একটাই—সততা, নিরপেক্ষতা, আন্তরিকতা, পেশাদারি মনোভাব নিয়ে যার যেটুকু দায়িত্ব তা পালন করবেন। যাতে অবাধ, সুষ্ঠু, সুন্দর, নির্বাচন করতে পারি। একটা আনন্দঘন পরিবেশে নির্বাচনটা করতে পারি। যেই নির্বাচনে ভোটার আসবেন, তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চলে যাবেন। তাঁকে কেউ বাধা দেবে না। এ টুকুই চাওয়া।’
অনুষ্ঠানে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ১৭ জুলাই ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ ছাড়া নির্বাচন ভবন থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য কেন্দ্রে কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।
এই উপনির্বাচনে আটজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ), আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (একতারা) ও মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক)।
গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়।
এয়ারক্র্যাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া বলে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১৯ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ রোববার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ডে।
১ ঘণ্টা আগেগতকাল শনিবার ঢাকায় পৌঁছার পর সামাজিক মাধ্যম এক্স–এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ ও জবাবদিহিমূলক ব্যবস্থা বাংলাদেশের প্রাপ্য। ব্রিটিশ প্রতিমন্ত্রী আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।
৪ ঘণ্টা আগেমাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে উৎসাহিত করতে ভ্রাম্যমাণ গবেষণাগারের মাধ্যমে মাটি পরীক্ষার কর্মসূচি হাতে নিয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)। এই কর্মসূচির আওতায় ১০টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলায় মাটি পরীক্ষা করবে। কৃষকেরা মাত্র ২৫ টাকা ভর্তুকি মূল্যে (প্রকৃ
৬ ঘণ্টা আগে