নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাসখানেকের মধ্যে দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, 'স্থানীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো ডেঙ্গু মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। ডেঙ্গু মোকাবিলায় আমরা সফল হয়েছি। ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জনগণের সচেতনতা জরুরি।'
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ইউ সাপোর্ট টু হেলথ অ্যান্ড নিউট্রিশন টু দ্য পুওর ইন আরবার বাংলাদেশ’ প্রকল্পের সমাপনী কর্মশালার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আশা করি মাসখানেকের মধ্যে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারব। একটা সহনশীল জায়গায় আনতে পারব। তবে জনসচেতনতা প্রয়োজন, এটা থেকে উদ্ধার হতে হলে জনগণের সম্পৃক্ততা লাগবে।'
তাজুল ইসলাম বলেন, 'ডেঙ্গু বৈশ্বিক ইস্যু। ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ পৃথিবীর অনেক দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। আমরা ২০১৯ সালে ডেঙ্গু মহামারি থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। পরের বছর ২০২০ সাল ডেঙ্গু মোকাবিলায় সফল হয়েছি। এবার ২০২১ সালে প্রায় ১৫ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমাদের ডেঙ্গু পরিস্থিতি পৃথিবীর অনেক দেশ থেকেও ভালো অবস্থায় রয়েছে।'
ডেঙ্গু প্রাদুর্ভাবের জন্য লকডাউন ও ঈদের ছুটিকে দায়ী করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, 'লকডাউন ও ঈদের ছুটিতে অনেকে ঘরে তালা দিয়ে গ্রামে চলে গেছেন। আবার অনেক নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে শ্রমিকেরা চলে গেছেন। এসব জায়গায় এডিস মশার প্রজনন হওয়ার সুযোগ হয়েছে। আমি সিটি করপোরেশনের সঙ্গে নিয়মিত তদারক করছি। মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে অনেক মিটিং করেছি। তাঁদের প্রয়োজনীয় সক্ষমতা অর্জনে সহযোগিতা করছি। মশক কর্মীরা সকালে লার্ভিসাইড স্প্রে করে। বিকেলে ফগিং করে মশা নির্মূলে কাজ করা হচ্ছে। সিটি করপোরেশন যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জনগণও আগের চেয়ে সচেতন হচ্ছে।'
উল্লেখ্য, এর আগে গত ১ আগস্ট এক অনুষ্ঠানে মন্ত্রী তাজুল ইসলাম বলেছিলেন, 'আগামী ১৫ আগস্টের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এর জন্য কাউন্সিলরসহ সবাইকে আরও তৎপর হতে হবে।'
মাসখানেকের মধ্যে দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, 'স্থানীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো ডেঙ্গু মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। ডেঙ্গু মোকাবিলায় আমরা সফল হয়েছি। ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জনগণের সচেতনতা জরুরি।'
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ইউ সাপোর্ট টু হেলথ অ্যান্ড নিউট্রিশন টু দ্য পুওর ইন আরবার বাংলাদেশ’ প্রকল্পের সমাপনী কর্মশালার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আশা করি মাসখানেকের মধ্যে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারব। একটা সহনশীল জায়গায় আনতে পারব। তবে জনসচেতনতা প্রয়োজন, এটা থেকে উদ্ধার হতে হলে জনগণের সম্পৃক্ততা লাগবে।'
তাজুল ইসলাম বলেন, 'ডেঙ্গু বৈশ্বিক ইস্যু। ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ পৃথিবীর অনেক দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। আমরা ২০১৯ সালে ডেঙ্গু মহামারি থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। পরের বছর ২০২০ সাল ডেঙ্গু মোকাবিলায় সফল হয়েছি। এবার ২০২১ সালে প্রায় ১৫ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমাদের ডেঙ্গু পরিস্থিতি পৃথিবীর অনেক দেশ থেকেও ভালো অবস্থায় রয়েছে।'
ডেঙ্গু প্রাদুর্ভাবের জন্য লকডাউন ও ঈদের ছুটিকে দায়ী করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, 'লকডাউন ও ঈদের ছুটিতে অনেকে ঘরে তালা দিয়ে গ্রামে চলে গেছেন। আবার অনেক নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে শ্রমিকেরা চলে গেছেন। এসব জায়গায় এডিস মশার প্রজনন হওয়ার সুযোগ হয়েছে। আমি সিটি করপোরেশনের সঙ্গে নিয়মিত তদারক করছি। মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে অনেক মিটিং করেছি। তাঁদের প্রয়োজনীয় সক্ষমতা অর্জনে সহযোগিতা করছি। মশক কর্মীরা সকালে লার্ভিসাইড স্প্রে করে। বিকেলে ফগিং করে মশা নির্মূলে কাজ করা হচ্ছে। সিটি করপোরেশন যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জনগণও আগের চেয়ে সচেতন হচ্ছে।'
উল্লেখ্য, এর আগে গত ১ আগস্ট এক অনুষ্ঠানে মন্ত্রী তাজুল ইসলাম বলেছিলেন, 'আগামী ১৫ আগস্টের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এর জন্য কাউন্সিলরসহ সবাইকে আরও তৎপর হতে হবে।'
গণ-অভুত্থানে সরকার পতনের পর বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের একটি অংশ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছে। তাঁদের মধ্যে দখলবাজি ও চাঁদাবাজির সংস্কৃতি বিদ্যমান রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের রাজনৈতিকদের পলায়নের পর, তাঁরা ভিডিও ও সাক্ষাৎকারে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে। আন্দোলনে হত্যাকাণ্ড নি
৩ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আগের সব নিরাপত্তা পাস স্থগিত করা হচ্ছে। ঘোষণা অনুযায়ী, ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না। এর পর থেকে বিমানবন্দের প্রবেশের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ন্ত্রণাধীন অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) ইস্যু করা এভসেক
২০ মিনিট আগেসরকার গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
৫ ঘণ্টা আগে