নিম্ন আদালতের বিচারকদের বিদেশ ভ্রমণ নয় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৯ মে ২০২২, ১৯: ৪৩

অতীব জরুরি প্রয়োজন না হলে অধস্তন আদালতের বিচারকদের বিদেশ ভ্রমণের আবেদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, অধস্তন আদালতের বিচারকদের বিভিন্ন কারণ দেখিয়ে বিদেশ ভ্রমণের প্রবণতা বেড়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত সেবা দেওয়া এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব এড়াতে অধস্তন আদালতের বিচারকদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ পরিহার করতে অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত