নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনিয়মের অভিযোগে স্থগিত হওয়ার রেশ কাটতে না কাটতেই দেশের ৫৭টি জেলা পরিষদে ভোট গ্রহণ হতে যাচ্ছে আজ সোমবার। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। নির্বাচন কমিশন (ইসি) বলছে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইসি।
গাইবান্ধায় উপনির্বাচনের মতো জেলা পরিষদ নির্বাচনও ইসি সচিবালয় থেকে পর্যবেক্ষণ করা হবে ক্লোজড সার্কিট টিভি ক্যামেরায়। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করবেন ম্যাজিস্ট্রেটরাও।
তবে ভোট সামনে রেখে এরই মধ্যে বিভিন্ন জেলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে উঠেছে টাকা ছড়ানোর অভিযোগ। বরগুনায় এক সংসদ সদস্যের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অনশন করেন স্থানীয় ১৯ জন বীর মুক্তিযোদ্ধা। এমন অবস্থায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা রয়েই গেছে ভোটারদের মধ্যে।
এদিকে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের নির্বাচনকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে ইসি। কোনো জেলায় যাতে স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী বা প্রভাবশালী কোনো ব্যক্তি প্রভাব খাটাতে না পারেন, সে জন্য এরই মধ্যে তাঁদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
নির্বাচন কর্মকর্তাদের একাধিক নির্দেশনা দিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে ইসি থেকে। ভোটকক্ষের গোপনীয়তা রক্ষা নিশ্চিত করতে ভোটকক্ষে ভোটাররা যাতে মোবাইল ফোন নিয়ে ঢুকতে না পারেন, সে জন্য সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি।
নির্বাচন কমিশনার আলমগীর গতকাল রোববার সাংবাদিকদের বলেন, ‘গাইবান্ধা-৫ আসনের মতো জেলা পরিষদের নির্বাচনে সিসি ক্যামেরার মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করা হবে।’
এদিকে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে। জেলা পরিষদের সাধারণ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক এই আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হন। সেই সঙ্গে আরও ১৯ জন বীর মুক্তিযোদ্ধা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘আমরণ অনশন’ শুরু করেন।
বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক সাংবাদিকদের বলেন, ‘আমি পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার। জেলা পরিষদ নির্বাচনে বরগুনা জেলায় আমিই বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে একমাত্র প্রার্থী। বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন নির্বাচনের শুরু থেকেই একই ওয়ার্ডের অপর প্রার্থী এনামুল হোসাইনের পক্ষে গিয়ে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং প্রভাব বিস্তার করে আসছেন। গত ২৬ সেপ্টেম্বর রাতে এমপি রিমন প্রার্থী এনামুল হোসাইনের মালিকাধীন পাথরঘাটার কে বি বরফ কল অফিসে উপজেলার অধিকাংশ চেয়ারম্যান, মেম্বার এবং পৌর কমিশনারদের নিয়ে বৈঠক করেন। ওই সময় ভোটারদেরকে ৩০ হাজার টাকা করে মোট ২৭ লাখ টাকা দিয়ে ভোট কিনেছেন। এমনকি তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিতে নানাভাবে চাপ প্রয়োগ করেন, যার ছবি এবং অডিও রেকর্ড (যাঁদের টাকা দেওয়া হয়েছে, তাঁদের অডিও রেকর্ড) পরে প্রকাশ পেয়েছে।’
অনিয়মের অভিযোগ যশোরে
যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে উল্লেখযোগ্য কোনো প্রার্থী না থাকায় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, সদস্য পদে অনেক প্রার্থীই টাকা ও বিভিন্ন উপঢৌকন দিয়ে ভোট কেনার প্রতিযোগিতায় নেমেছেন। কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলেও বেশির ভাগ প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে একে অন্যের বিরুদ্ধে সমালোচনা করছেন। তবে জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তাঁরা।
লালমনিরহাটে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জেলার কালীগঞ্জে গত রাতে এক সদস্য পদপ্রার্থীর বাড়িতে খাবারের আয়োজন এবং অনৈতিক লেনদেনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অপর প্রার্থী। এ ছাড়া অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে।
পঞ্চগড়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ
প্রার্থীর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো, ইটপাটকেল ছোড়ার মতো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে। সেখানকার দুই স্বতন্ত্র প্রার্থী হান্নান শেখ ও দেলোয়ার রহমান দিলু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তোয়বুর রহমানের লোকজন তাঁদের বাড়িতে হামলা করে পোস্টার ছিঁড়েছেন। এ বিষয়ে এই দুই প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।
এদিকে শনিবার মধ্যরাতে সব ধরনের প্রচার শেষ হয়েছে। নির্দলীয় এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। প্রতিটি ভোটকক্ষে থাকছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার আওতায় থাকা প্রতিটি কেন্দ্র ইসি সচিবালয়ের মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা হবে।
ইসি জানায়, তিনটি পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোলা ও ফেনীতে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোটের প্রয়োজন হচ্ছে না। এ ছাড়া নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জের নির্বাচন স্থগিত করা হয়েছে আদালতের নির্দেশে। নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৬ জন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৬৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রার্থী
ইসির তথ্য অনুযায়ী, জেলা পরিষদে মোট ৯২ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী ৬০৩ জন আর সাধারণ পদে মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৪৮৫।
ভোটার
ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের মোট ৬০ হাজার ৮৬৬ জন নির্বাচিত প্রতিনিধি ভোট দেবেন এই নির্বাচনে। কেন্দ্র রয়েছে ৪৬২টি। ভোটকক্ষ ৯২৫টি। সংশ্লিষ্ট জেলার অধীনে যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান অর্থাৎ সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলররা বা সদস্যরা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও পাঁচজন সংরক্ষিত সদস্য নির্বাচিত করেন।
রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক। তাঁর সহকারী থাকছেন জেলা নির্বাচন কর্মকর্তা। তবে চট্টগ্রাম জেলা পরিষদের ভোটে জেলা প্রশাসককে বদলি করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭ জন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের জন্য পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে একটি করে স্ট্রাইকিং ফোর্স ও র্যাবের একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।
এ ছাড়া বৃহত্তর জেলাগুলোতে দুই প্লাটুন ও অন্যান্য জেলায় এক প্লাটুন বিজিবি রিজার্ভ ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এর আগে সবশেষ ২০১৬ সালের ১৮ ডিসেম্বর এসব জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনিয়মের অভিযোগে স্থগিত হওয়ার রেশ কাটতে না কাটতেই দেশের ৫৭টি জেলা পরিষদে ভোট গ্রহণ হতে যাচ্ছে আজ সোমবার। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। নির্বাচন কমিশন (ইসি) বলছে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইসি।
গাইবান্ধায় উপনির্বাচনের মতো জেলা পরিষদ নির্বাচনও ইসি সচিবালয় থেকে পর্যবেক্ষণ করা হবে ক্লোজড সার্কিট টিভি ক্যামেরায়। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করবেন ম্যাজিস্ট্রেটরাও।
তবে ভোট সামনে রেখে এরই মধ্যে বিভিন্ন জেলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে উঠেছে টাকা ছড়ানোর অভিযোগ। বরগুনায় এক সংসদ সদস্যের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অনশন করেন স্থানীয় ১৯ জন বীর মুক্তিযোদ্ধা। এমন অবস্থায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা রয়েই গেছে ভোটারদের মধ্যে।
এদিকে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের নির্বাচনকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে ইসি। কোনো জেলায় যাতে স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী বা প্রভাবশালী কোনো ব্যক্তি প্রভাব খাটাতে না পারেন, সে জন্য এরই মধ্যে তাঁদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
নির্বাচন কর্মকর্তাদের একাধিক নির্দেশনা দিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে ইসি থেকে। ভোটকক্ষের গোপনীয়তা রক্ষা নিশ্চিত করতে ভোটকক্ষে ভোটাররা যাতে মোবাইল ফোন নিয়ে ঢুকতে না পারেন, সে জন্য সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি।
নির্বাচন কমিশনার আলমগীর গতকাল রোববার সাংবাদিকদের বলেন, ‘গাইবান্ধা-৫ আসনের মতো জেলা পরিষদের নির্বাচনে সিসি ক্যামেরার মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করা হবে।’
এদিকে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে। জেলা পরিষদের সাধারণ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক এই আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হন। সেই সঙ্গে আরও ১৯ জন বীর মুক্তিযোদ্ধা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘আমরণ অনশন’ শুরু করেন।
বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক সাংবাদিকদের বলেন, ‘আমি পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার। জেলা পরিষদ নির্বাচনে বরগুনা জেলায় আমিই বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে একমাত্র প্রার্থী। বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন নির্বাচনের শুরু থেকেই একই ওয়ার্ডের অপর প্রার্থী এনামুল হোসাইনের পক্ষে গিয়ে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং প্রভাব বিস্তার করে আসছেন। গত ২৬ সেপ্টেম্বর রাতে এমপি রিমন প্রার্থী এনামুল হোসাইনের মালিকাধীন পাথরঘাটার কে বি বরফ কল অফিসে উপজেলার অধিকাংশ চেয়ারম্যান, মেম্বার এবং পৌর কমিশনারদের নিয়ে বৈঠক করেন। ওই সময় ভোটারদেরকে ৩০ হাজার টাকা করে মোট ২৭ লাখ টাকা দিয়ে ভোট কিনেছেন। এমনকি তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিতে নানাভাবে চাপ প্রয়োগ করেন, যার ছবি এবং অডিও রেকর্ড (যাঁদের টাকা দেওয়া হয়েছে, তাঁদের অডিও রেকর্ড) পরে প্রকাশ পেয়েছে।’
অনিয়মের অভিযোগ যশোরে
যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে উল্লেখযোগ্য কোনো প্রার্থী না থাকায় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, সদস্য পদে অনেক প্রার্থীই টাকা ও বিভিন্ন উপঢৌকন দিয়ে ভোট কেনার প্রতিযোগিতায় নেমেছেন। কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলেও বেশির ভাগ প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে একে অন্যের বিরুদ্ধে সমালোচনা করছেন। তবে জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তাঁরা।
লালমনিরহাটে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জেলার কালীগঞ্জে গত রাতে এক সদস্য পদপ্রার্থীর বাড়িতে খাবারের আয়োজন এবং অনৈতিক লেনদেনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অপর প্রার্থী। এ ছাড়া অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে।
পঞ্চগড়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ
প্রার্থীর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো, ইটপাটকেল ছোড়ার মতো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে। সেখানকার দুই স্বতন্ত্র প্রার্থী হান্নান শেখ ও দেলোয়ার রহমান দিলু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তোয়বুর রহমানের লোকজন তাঁদের বাড়িতে হামলা করে পোস্টার ছিঁড়েছেন। এ বিষয়ে এই দুই প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।
এদিকে শনিবার মধ্যরাতে সব ধরনের প্রচার শেষ হয়েছে। নির্দলীয় এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। প্রতিটি ভোটকক্ষে থাকছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার আওতায় থাকা প্রতিটি কেন্দ্র ইসি সচিবালয়ের মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা হবে।
ইসি জানায়, তিনটি পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোলা ও ফেনীতে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোটের প্রয়োজন হচ্ছে না। এ ছাড়া নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জের নির্বাচন স্থগিত করা হয়েছে আদালতের নির্দেশে। নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৬ জন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৬৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রার্থী
ইসির তথ্য অনুযায়ী, জেলা পরিষদে মোট ৯২ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী ৬০৩ জন আর সাধারণ পদে মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৪৮৫।
ভোটার
ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের মোট ৬০ হাজার ৮৬৬ জন নির্বাচিত প্রতিনিধি ভোট দেবেন এই নির্বাচনে। কেন্দ্র রয়েছে ৪৬২টি। ভোটকক্ষ ৯২৫টি। সংশ্লিষ্ট জেলার অধীনে যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান অর্থাৎ সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলররা বা সদস্যরা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও পাঁচজন সংরক্ষিত সদস্য নির্বাচিত করেন।
রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক। তাঁর সহকারী থাকছেন জেলা নির্বাচন কর্মকর্তা। তবে চট্টগ্রাম জেলা পরিষদের ভোটে জেলা প্রশাসককে বদলি করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭ জন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের জন্য পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে একটি করে স্ট্রাইকিং ফোর্স ও র্যাবের একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।
এ ছাড়া বৃহত্তর জেলাগুলোতে দুই প্লাটুন ও অন্যান্য জেলায় এক প্লাটুন বিজিবি রিজার্ভ ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এর আগে সবশেষ ২০১৬ সালের ১৮ ডিসেম্বর এসব জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
ব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এক দিনের সফরে আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা ও অভিবাসনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের ওপর গুরুত্ব দিয়েই তাঁর এই সফর
১৫ মিনিট আগেসরকার সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
২ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের দিক থেকে সংবিধান সংশোধনের কোনো সুযোগ আদৌ আছে কি না, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘বিপ্লবোত্তর বাংলাদেশে যাদের রক্তের বিনিময়ে আমরা সংবিধান সংশোধনের কথা ভাবছি, সেটা তাঁদের (শহীদদের) প্রতি একধরনের শ্র
২ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০১-এ দাঁড়াল। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯৪ জন রোগী। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮ হাজার ৫৯৫ জন
৩ ঘণ্টা আগে