নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপিবিহীন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এ প্রতিবেদন লেখা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ২১ জনকে শোকজ দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শোকজ পাওয়াদের মধ্যে আছেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ক্রিকেটার ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান রয়েছেন। এঁদের সশরীরে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সাকিব আল হাসান: জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান গতকাল বুধবার গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেন। এতে আচরণ বিধিমালা লঙ্ঘন হয়েছে। তাঁকে আজ বৃহস্পতিবার শোকজ করেন অনুসন্ধান কমিটির প্রধান সত্যব্রত শিকদার। ওই নোটিশে আগামীকাল শুক্রবার বেো ৩টা অনুসন্ধান কমিটির সামনে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ডা. মো. এনামুর রহমান: হাজার হাজার নেতা-কর্মীর বহর নিয়ে ঢাকা-১৯ আসনে মনোনয়নপত্র দাখিল করে আচরণ বিধিমালার লঙ্ঘনের দায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে নোটিশ দেওয়া হয়েছে। এই আসনের অনুসন্ধান কমিটির প্রধান জাকির হোসেন। নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে প্রচার চালিয়েছেন তিনি। এ ঘটনায় শুক্রবার বিকেল ৫টার মধ্যে লিখিত বক্তব্যের মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মজিবুর রহমান চৌধুরী: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও এ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরীকে (নিক্সন) নোটিশ দিয়েছেন ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মঈদ উদ্দীন চৌধুরী। নোটিশে বলা হয়, গতকাল আড়াই শতাধিক মাইক্রোবাস ও দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ভাঙ্গার দত্তপাড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে জেলা পরিষদের সামনে এসে পৌঁছান। এতে ওই সব এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে তাঁকে আজ কমিটির সামনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ছাড়া যাঁদের কাছে আচরণবিধি ভঙ্গের কারণে ব্যাখ্যা চাওয়া হয়েছে
লক্ষ্মীপুর-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন; লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া মো. গোলাম ফারুক পিংকু; নরসিংদী-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজি উদ্দিন আহমেদ; পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিববুর রহমান; রংপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তুষার কান্তি মন্ডল; গাজীপুর-৫ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মেহের আফরোজ (চুমকি); সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলটির প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ; ঢাকা-৬ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলটির মনোনীত প্রার্থী কাজী ফিরোজ রশীদ; গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল; লক্ষ্মীপুর-১ আসনে নৌকার প্রার্থী ড. আনোয়ার হোসেন খান; মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাস; ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী; ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ ধনু; নাটোর-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মো. শফিকুল ইসলাম শিমুল; বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী।
আচরণবিধি ভঙ্গের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, কিছু কিছু জায়গায় প্রার্থীদের যাঁদের কার্যক্রমে মনে হয়েছে যে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। সে ক্ষেত্রে নির্বাচনী অনুসন্ধান কমিটিগুলো অনেককে ব্যাখ্যা তলব করেছে এবং তারা তাদের কার্যক্রম গ্রহণ করেছে। এ ছাড়া রিটার্নিং অফিসারদের মাধ্যমে আচরণবিধি নিশ্চিত করণের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করছেন।
বিএনপিবিহীন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এ প্রতিবেদন লেখা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ২১ জনকে শোকজ দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শোকজ পাওয়াদের মধ্যে আছেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ক্রিকেটার ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান রয়েছেন। এঁদের সশরীরে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সাকিব আল হাসান: জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান গতকাল বুধবার গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেন। এতে আচরণ বিধিমালা লঙ্ঘন হয়েছে। তাঁকে আজ বৃহস্পতিবার শোকজ করেন অনুসন্ধান কমিটির প্রধান সত্যব্রত শিকদার। ওই নোটিশে আগামীকাল শুক্রবার বেো ৩টা অনুসন্ধান কমিটির সামনে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ডা. মো. এনামুর রহমান: হাজার হাজার নেতা-কর্মীর বহর নিয়ে ঢাকা-১৯ আসনে মনোনয়নপত্র দাখিল করে আচরণ বিধিমালার লঙ্ঘনের দায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে নোটিশ দেওয়া হয়েছে। এই আসনের অনুসন্ধান কমিটির প্রধান জাকির হোসেন। নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে প্রচার চালিয়েছেন তিনি। এ ঘটনায় শুক্রবার বিকেল ৫টার মধ্যে লিখিত বক্তব্যের মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মজিবুর রহমান চৌধুরী: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও এ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরীকে (নিক্সন) নোটিশ দিয়েছেন ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মঈদ উদ্দীন চৌধুরী। নোটিশে বলা হয়, গতকাল আড়াই শতাধিক মাইক্রোবাস ও দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ভাঙ্গার দত্তপাড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে জেলা পরিষদের সামনে এসে পৌঁছান। এতে ওই সব এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে তাঁকে আজ কমিটির সামনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ছাড়া যাঁদের কাছে আচরণবিধি ভঙ্গের কারণে ব্যাখ্যা চাওয়া হয়েছে
লক্ষ্মীপুর-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন; লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া মো. গোলাম ফারুক পিংকু; নরসিংদী-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজি উদ্দিন আহমেদ; পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিববুর রহমান; রংপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তুষার কান্তি মন্ডল; গাজীপুর-৫ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মেহের আফরোজ (চুমকি); সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলটির প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ; ঢাকা-৬ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলটির মনোনীত প্রার্থী কাজী ফিরোজ রশীদ; গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল; লক্ষ্মীপুর-১ আসনে নৌকার প্রার্থী ড. আনোয়ার হোসেন খান; মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাস; ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী; ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিন আহম্মেদ ধনু; নাটোর-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মো. শফিকুল ইসলাম শিমুল; বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী।
আচরণবিধি ভঙ্গের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, কিছু কিছু জায়গায় প্রার্থীদের যাঁদের কার্যক্রমে মনে হয়েছে যে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। সে ক্ষেত্রে নির্বাচনী অনুসন্ধান কমিটিগুলো অনেককে ব্যাখ্যা তলব করেছে এবং তারা তাদের কার্যক্রম গ্রহণ করেছে। এ ছাড়া রিটার্নিং অফিসারদের মাধ্যমে আচরণবিধি নিশ্চিত করণের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করছেন।
মাস তিনেক আগেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সোনালি অধ্যায়’ হিসেবে তুলে ধরত প্রতিবেশী ভারত। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা সেখানে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে জট লেগে যায়।
৯ ঘণ্টা আগেচতুর্থ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। নওগাঁর রাণীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনের করা রিটের পরিপ্রেক্ষিতে
১০ ঘণ্টা আগেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদানে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ ছয় মাসের জন্য তাঁদের নিয়োগ স্থগিত করে রুল জারি করেন
১২ ঘণ্টা আগেডেইলি স্টারের সাংবাদিক গোলাম মোর্তোজাকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে