নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কার স্বাক্ষরে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে তা জানাতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে দলগুলোকে আগামীকাল শনিবারের মধ্যে ইসিকে জানাতে হবে। দলের সভাপতি-মহাসচিবের বা সমমর্যাদারের কাছে আজ শুক্রবার এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দলীয় মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরের নমুনা নির্বাচন কমিশন সচিবালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হয়। এটি পাঠানোর জন্য নির্ধারিত কোনো দিন ঠিক করে দেওয়া হয়নি। তবে মনোনয়নপত্র দাখিলের শেষদিনের আগে দিতে হয়। কারণ মনোনয়নপত্র বাছাইয়ের সময় এই স্বাক্ষর সঠিক আছে কিনা তা যাচাই করে দেখতে হয়।
ইসি সূত্র জানায়, কোনো আসনে একই দলের একাধিক প্রার্থী প্রাথমিক মনোনয়নপত্র জমা দিতে পারবে। সেক্ষেত্রে দলীয় সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপদমর্যাদা বা দলীয় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত প্রত্যয়ন প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে থাকতে হয়। প্রার্থিতা প্রত্যাহারের আগে দল চূড়ান্ত মনোনীত একজনকে প্রত্যয়ন দেবে। বাকিদের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আর জোটভুক্ত অভিন্ন প্রতীক ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট আসনে দুই দলের সম্মতিপত্র (যার প্রতীক ব্যবহার করবে এবং যে দল ব্যবহার করবে) রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। প্রার্থিতা প্রত্যাহারের আগেই এ কাজটি করতে হবে। জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে দলগুলোকে আগামীকাল শনিবারের মধ্যে ইসিকে জানাতে হবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ইসি অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী বদলি না করতে আগামীকাল শনিবার মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এ ছাড়া পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয়, সংস্থায়ও চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।
সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগে দেওয়া চিঠিতে সাধারণত উল্লেখ করা হয়, নির্বাচনের কাজে সহায়তা দিতে সব নির্বাহী বিভাগের কর্তব্য। কোনো কর্মকর্তা দায়িত্ব পাওয়ার পরে অব্যাহতি না দেওয়া পর্যন্ত তাঁর চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসির অধীনে প্রেষণে আছেন বলে গণ্য হবেন। নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পর হতে ফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত ইসির অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি করা যায় না।
এ ছাড়া ওই চিঠিতে নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিদের অব্যাহতি না দেওয়া পর্যন্ত তাদের যাতে অন্যত্র বদলি বা ছুটি দেওয়া না হয় অথবা নির্বাচনী দায়িত্ব ব্যাহত হতে পারে এমন কোনো কাজে নিয়োজিত না করা হয় তা নিশ্চিত করতে সব মন্ত্রণালয়-বিভাগ, সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে পরিপত্রের মাধ্যমে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
চলতি সপ্তাহে ৪৩ দেশ ও সংস্থাকে ভোট পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে। দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, চীন, জাপান, এ-ওয়েবভূক্ত ১৬টি দেশ রয়েছে। কমিশন ইতিমধ্যে এ সংক্রান্ত নথিতে অনুমোদন দিয়েছে। চলতি সপ্তাহের যেকোনো দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এসব দেশ ও সংস্থাকে চিঠি দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে সংস্থাগুলোর মধ্যে ওয়ার্ল্ড ইলেকশন বডি, ফেমবোসা, সার্ক, অ্যাসোসিয়েশন অব আফ্রিকান ইলেকশন অথরিটির চেয়ারম্যান, মহাসচিবদেরও আমন্ত্রণ জানানো হবে।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, ২১ নভেম্বর পর্যন্ত বিদেশি কোনো পর্যবেক্ষক সংস্থা বা গণমাধ্যমকর্মী নির্বাচন পর্যবেক্ষণের আবেদন করতে পারবেন। ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই, আফ্রিকান ইলেক্টোরাল এলায়েন্স থেকে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল ও অস্ট্রেলিয়ান একজন নাগরিক আবেদন করেছে।
গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কার স্বাক্ষরে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে তা জানাতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে দলগুলোকে আগামীকাল শনিবারের মধ্যে ইসিকে জানাতে হবে। দলের সভাপতি-মহাসচিবের বা সমমর্যাদারের কাছে আজ শুক্রবার এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দলীয় মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরের নমুনা নির্বাচন কমিশন সচিবালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হয়। এটি পাঠানোর জন্য নির্ধারিত কোনো দিন ঠিক করে দেওয়া হয়নি। তবে মনোনয়নপত্র দাখিলের শেষদিনের আগে দিতে হয়। কারণ মনোনয়নপত্র বাছাইয়ের সময় এই স্বাক্ষর সঠিক আছে কিনা তা যাচাই করে দেখতে হয়।
ইসি সূত্র জানায়, কোনো আসনে একই দলের একাধিক প্রার্থী প্রাথমিক মনোনয়নপত্র জমা দিতে পারবে। সেক্ষেত্রে দলীয় সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপদমর্যাদা বা দলীয় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত প্রত্যয়ন প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে থাকতে হয়। প্রার্থিতা প্রত্যাহারের আগে দল চূড়ান্ত মনোনীত একজনকে প্রত্যয়ন দেবে। বাকিদের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আর জোটভুক্ত অভিন্ন প্রতীক ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট আসনে দুই দলের সম্মতিপত্র (যার প্রতীক ব্যবহার করবে এবং যে দল ব্যবহার করবে) রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। প্রার্থিতা প্রত্যাহারের আগেই এ কাজটি করতে হবে। জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে দলগুলোকে আগামীকাল শনিবারের মধ্যে ইসিকে জানাতে হবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ইসি অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী বদলি না করতে আগামীকাল শনিবার মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এ ছাড়া পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রণালয়, সংস্থায়ও চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।
সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগে দেওয়া চিঠিতে সাধারণত উল্লেখ করা হয়, নির্বাচনের কাজে সহায়তা দিতে সব নির্বাহী বিভাগের কর্তব্য। কোনো কর্মকর্তা দায়িত্ব পাওয়ার পরে অব্যাহতি না দেওয়া পর্যন্ত তাঁর চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসির অধীনে প্রেষণে আছেন বলে গণ্য হবেন। নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পর হতে ফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত ইসির অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি করা যায় না।
এ ছাড়া ওই চিঠিতে নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিদের অব্যাহতি না দেওয়া পর্যন্ত তাদের যাতে অন্যত্র বদলি বা ছুটি দেওয়া না হয় অথবা নির্বাচনী দায়িত্ব ব্যাহত হতে পারে এমন কোনো কাজে নিয়োজিত না করা হয় তা নিশ্চিত করতে সব মন্ত্রণালয়-বিভাগ, সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে পরিপত্রের মাধ্যমে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
চলতি সপ্তাহে ৪৩ দেশ ও সংস্থাকে ভোট পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে। দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, চীন, জাপান, এ-ওয়েবভূক্ত ১৬টি দেশ রয়েছে। কমিশন ইতিমধ্যে এ সংক্রান্ত নথিতে অনুমোদন দিয়েছে। চলতি সপ্তাহের যেকোনো দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এসব দেশ ও সংস্থাকে চিঠি দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে সংস্থাগুলোর মধ্যে ওয়ার্ল্ড ইলেকশন বডি, ফেমবোসা, সার্ক, অ্যাসোসিয়েশন অব আফ্রিকান ইলেকশন অথরিটির চেয়ারম্যান, মহাসচিবদেরও আমন্ত্রণ জানানো হবে।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, ২১ নভেম্বর পর্যন্ত বিদেশি কোনো পর্যবেক্ষক সংস্থা বা গণমাধ্যমকর্মী নির্বাচন পর্যবেক্ষণের আবেদন করতে পারবেন। ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই, আফ্রিকান ইলেক্টোরাল এলায়েন্স থেকে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল ও অস্ট্রেলিয়ান একজন নাগরিক আবেদন করেছে।
গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
ব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এক দিনের সফরে আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা ও অভিবাসনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের ওপর গুরুত্ব দিয়েই তাঁর এই সফর
২ ঘণ্টা আগেসরকার সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
৩ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের দিক থেকে সংবিধান সংশোধনের কোনো সুযোগ আদৌ আছে কি না, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘বিপ্লবোত্তর বাংলাদেশে যাদের রক্তের বিনিময়ে আমরা সংবিধান সংশোধনের কথা ভাবছি, সেটা তাঁদের (শহীদদের) প্রতি একধরনের শ্র
৪ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০১-এ দাঁড়াল। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯৪ জন রোগী। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮ হাজার ৫৯৫ জন
৪ ঘণ্টা আগে