নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস শুরু করেছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। সরকারের নতুন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সচিবালয়ে কর্মরতরা। সচিবালয় ঘুরে দেখা গেছে, নতুন নিয়ম মেনেই সকাল ৮টায় অফিসে এসেছেন অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী।
স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মরত আনোয়ারা বেগম জানান, ‘গাড়ি ধরার জন্য ব্যস্ত থাকায় সকালের নাশতা তৈরি করা হয়নি। দুপুরের খাবার রান্না করা হয়নি।’ মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত রুকসানা জানান, ‘সময়টা ভালোই হয়েছে বিকেলে পর্যাপ্ত সময় পাওয়া যাবে।’
অর্থ বিভাগের কর্মরত মাসুদ জানান, ‘সকালের অফিসটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আসতে কোনো সমস্যা হয়নি, যানবাহন খুব সহজে পাওয়া গেছে। রাস্তায় কোনো যানজট ছিল না।’
পরিবর্তিত এই অফিস সময়ে সরকারের কর্মকর্তা-কর্মচারীরা বেশির ভাগই সাধুবাদ জানিয়েছেন। বিশেষ করে যাদের ভোরে ওঠার অভ্যাস রয়েছে তাঁদের জন্য এ সময়টা খুবই ভালো হয়েছে বলে জানান অনেকে।
কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী বলছেন যে, ‘আমরা সরকার যা করবে তা মানতে বাধ্য’। অনেকে সাধুবাদ জানালেও কেউ কেউ অসুবিধার কথা জানান। স্কুলে বাচ্চাকে দিয়ে আসার জন্য একটু দেরি হয়েছে বলে জানান তাঁরা।
উল্লেখ্য, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে নতুন নিয়মে অফিস চলবে। নতুন নিয়মে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। এর মধ্যে দেশের ব্যাংক খাত সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চললেও আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস শুরু করেছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। সরকারের নতুন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সচিবালয়ে কর্মরতরা। সচিবালয় ঘুরে দেখা গেছে, নতুন নিয়ম মেনেই সকাল ৮টায় অফিসে এসেছেন অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী।
স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মরত আনোয়ারা বেগম জানান, ‘গাড়ি ধরার জন্য ব্যস্ত থাকায় সকালের নাশতা তৈরি করা হয়নি। দুপুরের খাবার রান্না করা হয়নি।’ মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত রুকসানা জানান, ‘সময়টা ভালোই হয়েছে বিকেলে পর্যাপ্ত সময় পাওয়া যাবে।’
অর্থ বিভাগের কর্মরত মাসুদ জানান, ‘সকালের অফিসটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আসতে কোনো সমস্যা হয়নি, যানবাহন খুব সহজে পাওয়া গেছে। রাস্তায় কোনো যানজট ছিল না।’
পরিবর্তিত এই অফিস সময়ে সরকারের কর্মকর্তা-কর্মচারীরা বেশির ভাগই সাধুবাদ জানিয়েছেন। বিশেষ করে যাদের ভোরে ওঠার অভ্যাস রয়েছে তাঁদের জন্য এ সময়টা খুবই ভালো হয়েছে বলে জানান অনেকে।
কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী বলছেন যে, ‘আমরা সরকার যা করবে তা মানতে বাধ্য’। অনেকে সাধুবাদ জানালেও কেউ কেউ অসুবিধার কথা জানান। স্কুলে বাচ্চাকে দিয়ে আসার জন্য একটু দেরি হয়েছে বলে জানান তাঁরা।
উল্লেখ্য, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে নতুন নিয়মে অফিস চলবে। নতুন নিয়মে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। এর মধ্যে দেশের ব্যাংক খাত সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চললেও আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ‘ইসকনের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি দেয়নি হেফাজতে ইসলাম বরং মুসলিমদের উত্তেজিত হওয়া থেকে বিরত রাখতে এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হেফাজত দায়িত্ব নিয়েছে
১ ঘণ্টা আগেসাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করীম আর নেই। আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
২ ঘণ্টা আগেহোটেল সোনারগাঁওয়ে চলছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন। বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ এ সম্মেলনের আয়োজন করেছে। এতে ৮০ টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধিসহ ৮০০ শোর অংশগ্রহণকারী রয়েছেন।
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল সম্মেলন’ শুরু হয়েছে। এবারের সম্মেলনে উপস্থিত থাকছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৪ ঘণ্টা আগে