নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিধিনিষেধের পাশাপাশি টিকাদানে জোর দিয়েও থামানো যাচ্ছে না করোনার ঊর্ধ্বমুখী আচরণ। উল্টো আগের মতো সংক্রমণ বেড়েই চলেছে, যার জন্য করোনার নতুন ধরন ওমিক্রনকে দায়ী করা হচ্ছে। সারা বিশ্বে যেমন ডেলটা ভ্যারিয়েন্টকে (ধরন) সরিয়ে ওমিক্রন জায়গা দখল করেছে, বাংলাদেশেও ধীরে ধীরে সেটি হতে পারে বলে সতর্ক করছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ কথা বলেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
নাজমুল ইসলাম বলেন, ‘অনেকের ধারণা, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণেই দেশের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এটি কিন্তু বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ দিয়ে নিশ্চিত কোনো তথ্য নয়। ধরে নিতে হবে, দেশে এখনো ডেলটা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করে আছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণ সেখানে ঘটেছে এবং সারা বিশ্বে যেমন ডেলটা ভ্যারিয়েন্টকে সরিয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট জায়গা দখল করেছে, ধীরে ধীরে হয়তো বাংলাদেশেও এমনটি হবে।’
তিনি বলেন, আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে শনাক্ত রোগী ২২২ শতাংশ বেড়েছে। দেশে নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এটি ক্রমাগতভাবে বাড়তে শুরু করে। এরপর ২০২২ সালের জানুয়ারিতে এসে পূর্ববর্তী বছরের চিত্র অনেকটাই পাল্টে গেছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই।
টিকা গ্রহণের হার বাড়াতে হবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দেশে যতসংখ্যক মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন, ততসংখ্যক মানুষ টিকা নিচ্ছেন না। তাই আগ্রহের জায়গাটি বাড়াতে হবে। এক্ষেত্রে পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে।’
বিধিনিষেধের পাশাপাশি টিকাদানে জোর দিয়েও থামানো যাচ্ছে না করোনার ঊর্ধ্বমুখী আচরণ। উল্টো আগের মতো সংক্রমণ বেড়েই চলেছে, যার জন্য করোনার নতুন ধরন ওমিক্রনকে দায়ী করা হচ্ছে। সারা বিশ্বে যেমন ডেলটা ভ্যারিয়েন্টকে (ধরন) সরিয়ে ওমিক্রন জায়গা দখল করেছে, বাংলাদেশেও ধীরে ধীরে সেটি হতে পারে বলে সতর্ক করছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ কথা বলেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
নাজমুল ইসলাম বলেন, ‘অনেকের ধারণা, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণেই দেশের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এটি কিন্তু বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ দিয়ে নিশ্চিত কোনো তথ্য নয়। ধরে নিতে হবে, দেশে এখনো ডেলটা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করে আছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণ সেখানে ঘটেছে এবং সারা বিশ্বে যেমন ডেলটা ভ্যারিয়েন্টকে সরিয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট জায়গা দখল করেছে, ধীরে ধীরে হয়তো বাংলাদেশেও এমনটি হবে।’
তিনি বলেন, আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে শনাক্ত রোগী ২২২ শতাংশ বেড়েছে। দেশে নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এটি ক্রমাগতভাবে বাড়তে শুরু করে। এরপর ২০২২ সালের জানুয়ারিতে এসে পূর্ববর্তী বছরের চিত্র অনেকটাই পাল্টে গেছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই।
টিকা গ্রহণের হার বাড়াতে হবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দেশে যতসংখ্যক মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন, ততসংখ্যক মানুষ টিকা নিচ্ছেন না। তাই আগ্রহের জায়গাটি বাড়াতে হবে। এক্ষেত্রে পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে।’
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা, সংখ্যালঘুদের ওপর আক্রমণ এবং বাক্স্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলছেন সমালোচকেরা। বিশেষ করে ভারত বরাবর তাদের উদ্বেগ জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্র সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিবাদ, সমাবেশ করার অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছে।
১ ঘণ্টা আগেপ্রতি মাসেই মায়ের জন্য উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগের ওষুধ কেনেন সাভারের বাসিন্দা মতিউর রহমান। সঙ্গে কেনেন কিছু ক্যালসিয়াম ও ভিটামিনও। মায়ের ওষুধের পেছনে তিন মাস আগেই তাঁর মাসিক খরচ ছিল ৬ হাজার টাকা। ওষুধের দাম বাড়ার কারণে এখন সেই খরচ বেড়ে ৯ হাজার টাকায় দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগেঢাকা থেকে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু–কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থেকে দেশে ফেরত আনার চেষ্টা করবে। তিনি বলেন, ‘আমরা সব ধরনের আইনি প্রক্রিয়া ব্যবহার করব তাঁকে ফি
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই মুক্তিযুদ্ধকে পুঁজি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করার প্রচেষ্ট চালিয়েছে।
১৩ ঘণ্টা আগে