কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে চায় চীন। বর্তমানে দুই দেশের কৌশলগত অংশীদারত্বমূলক সম্পর্ক রয়েছে। আর এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চিঠি লিখেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
চীন দূতাবাসের ফেসবুক পেজে জানানো হয়, বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতিকে চীনের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীনের প্রিমিয়ার এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের পররাষ্ট্রমন্ত্রী চিঠি লেখেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদকে লেখা চিঠিতে সি বলেন, বাংলাদেশ ও চীন কাছের প্রতিবেশী, ঐতিহ্যগত বন্ধু এবং কৌশলগত অংশীদার। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় নিকট সময়ে দুই দেশের সহযোগিতা বেশ ভালো এগিয়েছে। যা দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়েছে এবং আমাদের জনগণের আরও উপকার বয়ে আনছে। যা দুই দেশের সম্পর্ককে একটি দৃষ্টান্ত হিসেবে তৈরি করেছে।
দুই দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদার থেকে আরও উঁচুতে নিতে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে চীনের প্রিমিয়ার লি কেকিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব ভিত্তিক সম্পর্কে সহযোগিতা ভালো গতিতে এগোচ্ছে। সহযোগিতার সব ক্ষেত্রে এটি সুফল বয়ে আনছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আমি বেশ গুরুত্ব দিই। দুই দেশ উন্নয়ন কৌশল সমন্বয় এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণে আপনার সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে আমার প্রতিশ্রুতির আবারও নিশ্চয়তা দিচ্ছি।
আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে লেখা চিঠিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারত্ব ভিত্তিক সম্পর্কের সহযোগিতা উন্নয়নের মাধ্যমে নতুন ফল আনতে চাই। যাতে আমাদের দুই দেশের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছেছেন, তা বাস্তবায়ন করা যায়। আর এ বিষয়ে আমি আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী।
চিঠিগুলোতে চীনের প্রেসিডেন্ট, প্রিমিয়ার এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন। বাংলাদেশের এ উন্নয়ন সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁরা।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে চায় চীন। বর্তমানে দুই দেশের কৌশলগত অংশীদারত্বমূলক সম্পর্ক রয়েছে। আর এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চিঠি লিখেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
চীন দূতাবাসের ফেসবুক পেজে জানানো হয়, বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতিকে চীনের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীনের প্রিমিয়ার এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের পররাষ্ট্রমন্ত্রী চিঠি লেখেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদকে লেখা চিঠিতে সি বলেন, বাংলাদেশ ও চীন কাছের প্রতিবেশী, ঐতিহ্যগত বন্ধু এবং কৌশলগত অংশীদার। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় নিকট সময়ে দুই দেশের সহযোগিতা বেশ ভালো এগিয়েছে। যা দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়েছে এবং আমাদের জনগণের আরও উপকার বয়ে আনছে। যা দুই দেশের সম্পর্ককে একটি দৃষ্টান্ত হিসেবে তৈরি করেছে।
দুই দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদার থেকে আরও উঁচুতে নিতে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে চীনের প্রিমিয়ার লি কেকিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব ভিত্তিক সম্পর্কে সহযোগিতা ভালো গতিতে এগোচ্ছে। সহযোগিতার সব ক্ষেত্রে এটি সুফল বয়ে আনছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আমি বেশ গুরুত্ব দিই। দুই দেশ উন্নয়ন কৌশল সমন্বয় এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণে আপনার সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে আমার প্রতিশ্রুতির আবারও নিশ্চয়তা দিচ্ছি।
আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে লেখা চিঠিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারত্ব ভিত্তিক সম্পর্কের সহযোগিতা উন্নয়নের মাধ্যমে নতুন ফল আনতে চাই। যাতে আমাদের দুই দেশের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছেছেন, তা বাস্তবায়ন করা যায়। আর এ বিষয়ে আমি আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী।
চিঠিগুলোতে চীনের প্রেসিডেন্ট, প্রিমিয়ার এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন। বাংলাদেশের এ উন্নয়ন সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁরা।
মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে উৎসাহিত করতে ভ্রাম্যমাণ গবেষণাগারের মাধ্যমে মাটি পরীক্ষার কর্মসূচি হাতে নিয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)। এই কর্মসূচির আওতায় ১০টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলায় মাটি পরীক্ষা করবে। কৃষকেরা মাত্র ২৫ টাকা ভর্তুকি মূল্যে (প্রকৃ
২২ মিনিট আগেমালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার আবার খুলেছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এ শ্রমবাজারে এবার প্ল্যান্টেশন অর্থাৎ কৃষি খাতে কর্মী নেওয়া হচ্ছে। তবে এবারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, সময়সীমা বেঁধে দেওয়ার কারণে এবারও সমস্যা সৃষ্টি হতে পারে। কারণ
২ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে বঙ্গোপসাগর সংলাপে ভারত ও বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরে হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে উষ্ণতা ছড়িয়েছেন দুপক্ষের আলোচকেরা।
৯ ঘণ্টা আগে‘না’ ভোটের বিধান চালু করা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার সুপারিশ করেছেন নির্বাচন বিটের সাংবাদিকেরা। আজ শনিবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সংলাপে তাঁদের সংগঠন আরএফইডির পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার সংস্কারে মোট ৩৩টি সুপারিশ তুলে ধরা হয়।
১১ ঘণ্টা আগে