নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ফিচার মোবাইলসহ লং টার্ম ইভল্যুশন (এলটিই) বা বর্তমান আধুনিক ফোনগুলোকে নজরদারির আওতায় আনতে চায় সরকার। আর এ উদ্দেশ্যে সকল ধরনের ফোনে আড়ি পাততে সবচেয়ে আধুনিক যন্ত্র কিনতে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার ক্রয় কমিটির সভায় র্যাবের এ যন্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, ক্রয় কমিটির সভা বাংলাদেশ পুলিশের আওতাধীন এলিট বাহিনী র্যাবকে ২৯ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার ৬০০ টাকায় ‘জিএসএম ইউএমটিএস ভেহিকুলার এক্টিভ সাপোর্ট সিস্টেম’ কেনার অনুমোদন দেয়। বাংলাদেশি প্রতিষ্ঠান থ্রিসিক্সটি টেকনোলজিস সরবরাহকারী প্রতিষ্ঠান হলেও তারা এ অত্যাধুনিক যন্ত্রটি আমদানি করবে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান প্যানমার্ক ইমপেক্স পিটিই লিমিটেডের কাছ থেকে। তবে যন্ত্রটি উৎপাদনকারী প্রতিষ্ঠান সাইপ্রাস ভিত্তিক ডেলহাজ লিমিটেড।
যে যন্ত্রটি র্যাব কিনছে তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় ইন্টারনেটে। সেখানে দেখা যায়, জিএসএম ইউএমটিএস ভেহিকুলার এক্টিভ সাপোর্ট সিস্টেমের প্রযুক্তিটি আড়িপাতার পাশাপাশি ফোনের সুনির্দিষ্ট অবস্থান শনাক্তও করতে পারবে। এ প্রযুক্তির মাধ্যমে জিএসএম, ইউএমটিএস, সিডিএমএ এবং এলটিই নেটওয়ার্কে ব্যবহৃত ফোনগুলোর কথা শোনা থেকে শুরু করে এসএমএসও পড়তে পারবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যন্ত্রটি ছোট হওয়ার কারণে তা গাড়িতে ব্যবহার উপযোগী। একাধিক মোবাইল ডিভাইস একসঙ্গে এ যন্ত্রের মাধ্যমে নজরদারিতে রাখা যাবে। এ ছাড়া চাইলে এ যন্ত্রের জ্যামার ব্যবহার করে নজরদারিতে থাকা সংশ্লিষ্ট মোবাইলটি ব্যবহারে বাধা সৃষ্টি করতে পারবে।
ক্রয় কমিটিতে পাস হওয়া যন্ত্রটিকে আড়িপাতার জন্য ব্যবহারের বিষয়টি মানতে নারাজ র্যাব। এ বিষয়ে সংস্থাটির গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ প্রযুক্তি নতুন কিছু নয়। ২০০৬ সাল থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে। র্যাবের কাছেও আগে থেকে এ প্রযুক্তি ছিল সময়ের সঙ্গে আধুনিকতার দিকে যাচ্ছি আমরা। এটি মূলত আসামি শনাক্ত করতে ব্যবহার করা হয়।
চলতি মাসের ৯ তারিখ একই যন্ত্র কেনার প্রস্তাব পাস হয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) জন্য। ওই দিন সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়। ‘ভেহিক্যাল মাউন্টেড মোবাইল ইন্টারসেপ্টর’ নামের সেই যন্ত্র কেনার খরচ ধরা হয় ৬৫ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার ৬৪০ টাকা।
মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ভেহিক্যাল মাউন্টেড মোবাইল ইন্টারসেপ্টর হচ্ছে দ্রুত স্থানান্তরযোগ্য একটি যন্ত্র, যা স্থানভিত্তিক ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহৃত হয়। এ ছাড়া চরমপন্থী ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন গোলযোগময় পরিস্থিতিতে ও মাঠপর্যায়ে সন্ত্রাসী কার্যক্রমে নিয়ন্ত্রণ স্থাপনের জন্য ব্যবহার হয়।
সূত্র আরও জানায়, সংবেদনশীল তথ্যের প্রকাশ নিয়ন্ত্রণ, অবাধ কার্যক্রমে প্রযুক্তির অপব্যবহার রোধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাব্যবস্থা জোরদার, সম্ভাব্য জঙ্গি তৎপরতা রোধসহ বাস্তবিক প্রয়োজনে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এই যন্ত্রটি ব্যবহার করবে।
ঢাকা: ফিচার মোবাইলসহ লং টার্ম ইভল্যুশন (এলটিই) বা বর্তমান আধুনিক ফোনগুলোকে নজরদারির আওতায় আনতে চায় সরকার। আর এ উদ্দেশ্যে সকল ধরনের ফোনে আড়ি পাততে সবচেয়ে আধুনিক যন্ত্র কিনতে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার ক্রয় কমিটির সভায় র্যাবের এ যন্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, ক্রয় কমিটির সভা বাংলাদেশ পুলিশের আওতাধীন এলিট বাহিনী র্যাবকে ২৯ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার ৬০০ টাকায় ‘জিএসএম ইউএমটিএস ভেহিকুলার এক্টিভ সাপোর্ট সিস্টেম’ কেনার অনুমোদন দেয়। বাংলাদেশি প্রতিষ্ঠান থ্রিসিক্সটি টেকনোলজিস সরবরাহকারী প্রতিষ্ঠান হলেও তারা এ অত্যাধুনিক যন্ত্রটি আমদানি করবে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান প্যানমার্ক ইমপেক্স পিটিই লিমিটেডের কাছ থেকে। তবে যন্ত্রটি উৎপাদনকারী প্রতিষ্ঠান সাইপ্রাস ভিত্তিক ডেলহাজ লিমিটেড।
যে যন্ত্রটি র্যাব কিনছে তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় ইন্টারনেটে। সেখানে দেখা যায়, জিএসএম ইউএমটিএস ভেহিকুলার এক্টিভ সাপোর্ট সিস্টেমের প্রযুক্তিটি আড়িপাতার পাশাপাশি ফোনের সুনির্দিষ্ট অবস্থান শনাক্তও করতে পারবে। এ প্রযুক্তির মাধ্যমে জিএসএম, ইউএমটিএস, সিডিএমএ এবং এলটিই নেটওয়ার্কে ব্যবহৃত ফোনগুলোর কথা শোনা থেকে শুরু করে এসএমএসও পড়তে পারবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যন্ত্রটি ছোট হওয়ার কারণে তা গাড়িতে ব্যবহার উপযোগী। একাধিক মোবাইল ডিভাইস একসঙ্গে এ যন্ত্রের মাধ্যমে নজরদারিতে রাখা যাবে। এ ছাড়া চাইলে এ যন্ত্রের জ্যামার ব্যবহার করে নজরদারিতে থাকা সংশ্লিষ্ট মোবাইলটি ব্যবহারে বাধা সৃষ্টি করতে পারবে।
ক্রয় কমিটিতে পাস হওয়া যন্ত্রটিকে আড়িপাতার জন্য ব্যবহারের বিষয়টি মানতে নারাজ র্যাব। এ বিষয়ে সংস্থাটির গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ প্রযুক্তি নতুন কিছু নয়। ২০০৬ সাল থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে। র্যাবের কাছেও আগে থেকে এ প্রযুক্তি ছিল সময়ের সঙ্গে আধুনিকতার দিকে যাচ্ছি আমরা। এটি মূলত আসামি শনাক্ত করতে ব্যবহার করা হয়।
চলতি মাসের ৯ তারিখ একই যন্ত্র কেনার প্রস্তাব পাস হয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) জন্য। ওই দিন সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়। ‘ভেহিক্যাল মাউন্টেড মোবাইল ইন্টারসেপ্টর’ নামের সেই যন্ত্র কেনার খরচ ধরা হয় ৬৫ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার ৬৪০ টাকা।
মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ভেহিক্যাল মাউন্টেড মোবাইল ইন্টারসেপ্টর হচ্ছে দ্রুত স্থানান্তরযোগ্য একটি যন্ত্র, যা স্থানভিত্তিক ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিত করার কাজে ব্যবহৃত হয়। এ ছাড়া চরমপন্থী ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন গোলযোগময় পরিস্থিতিতে ও মাঠপর্যায়ে সন্ত্রাসী কার্যক্রমে নিয়ন্ত্রণ স্থাপনের জন্য ব্যবহার হয়।
সূত্র আরও জানায়, সংবেদনশীল তথ্যের প্রকাশ নিয়ন্ত্রণ, অবাধ কার্যক্রমে প্রযুক্তির অপব্যবহার রোধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাব্যবস্থা জোরদার, সম্ভাব্য জঙ্গি তৎপরতা রোধসহ বাস্তবিক প্রয়োজনে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এই যন্ত্রটি ব্যবহার করবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে বঙ্গোপসাগর সংলাপে ভারত ও বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরে হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে উষ্ণতা ছড়িয়েছেন দুপক্ষের আলোচকেরা।
২ ঘণ্টা আগে‘না’ ভোটের বিধান চালু করা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার সুপারিশ করেছেন নির্বাচন বিটের সাংবাদিকেরা। আজ শনিবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সংলাপে তাঁদের সংগঠন আরএফইডির পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার সংস্কারে মোট ৩৩টি সুপারিশ তুলে ধরা হয়।
৪ ঘণ্টা আগেব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এক দিনের সফরে আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা ও অভিবাসনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের ওপর গুরুত্ব দিয়েই তাঁর এই সফর
৬ ঘণ্টা আগেসরকার সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
৭ ঘণ্টা আগে