অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে কারচুপির প্রশ্নই আসে না এবং বাংলাদেশ আওয়ামী লীগই বাংলাদেশের রাজনীতির মূলধারায় ভোটের রাজনীতি ও অধিকার ফিরিয়ে এনেছে। গত শুক্রবার ব্রাসেলসে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।
আগামী বছর ২০২৪ সালের জানুয়ারি মাসের শুরুতেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের বিশ্বাস দলটি আবারও নির্বাচিত হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও অন্যান্য বেশ কয়েকটি দেশ বিগত নির্বাচনগুলোতে কারচুপির অভিযোগ এনে আসন্ন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সতর্ক করেছে।
বিষয়টি নিয়ে পলিটিকোর পক্ষ থেকে আওয়ামী লীগের সভানেত্রীকে প্রশ্ন করা হয়, তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে পারবেন কি না? জবাবে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে কারচুপির প্রশ্নই আসে না।’ এ সময় তিনি যুক্তি দেখান, বাংলাদেশে দীর্ঘ কয়েক বছরের সামরিক শাসনের পর মূলধারার রাজনীতিতে ভোটের অধিকার ফিরিয়ে আনতে তাঁর দলই সংগ্রাম করেছে।
ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়নের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২৪ অক্টোবর ব্রাসেলস সফরে যান। সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। ২৫ অক্টোবর সকালে শেখ হাসিনা ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসি প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণসহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়। ইউরোপীয় কমিশন ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তিও স্বাক্ষরিত হয়। একই সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বাংলাদেশ সরকার ও ইসির মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।
সফরকালে বাংলাদেশ সরকার এবং ইসি বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি ভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষর করে। একই দিন ২৫ অক্টোবর শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন এবং ভাষণ দেন। বিকেলে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এদিন ইসি কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিক এবং ইসি কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ জুটা উরপিলাইনেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে উরসুলা ভন ডার লেইনের দেওয়া নৈশভোজে যোগ দেন।
২৬ অক্টোবর সকালে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে পৃথক দুটি দ্বিপক্ষীয় বৈঠক করেন। বিকেলে প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়ন দেশটির রাজনৈতিক স্বাধীনতা ও মানবাধিকারের ক্ষেত্রে ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করা হচ্ছে কি না তা নিবিড়ভাবে অনুসরণ করছে। পাশাপাশি ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক নিবিড়ভাবে বাংলাদেশের জাতীয় শ্রম পরিকল্পনা পর্যবেক্ষণ করছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে কারচুপির প্রশ্নই আসে না এবং বাংলাদেশ আওয়ামী লীগই বাংলাদেশের রাজনীতির মূলধারায় ভোটের রাজনীতি ও অধিকার ফিরিয়ে এনেছে। গত শুক্রবার ব্রাসেলসে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।
আগামী বছর ২০২৪ সালের জানুয়ারি মাসের শুরুতেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের বিশ্বাস দলটি আবারও নির্বাচিত হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও অন্যান্য বেশ কয়েকটি দেশ বিগত নির্বাচনগুলোতে কারচুপির অভিযোগ এনে আসন্ন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সতর্ক করেছে।
বিষয়টি নিয়ে পলিটিকোর পক্ষ থেকে আওয়ামী লীগের সভানেত্রীকে প্রশ্ন করা হয়, তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে পারবেন কি না? জবাবে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে কারচুপির প্রশ্নই আসে না।’ এ সময় তিনি যুক্তি দেখান, বাংলাদেশে দীর্ঘ কয়েক বছরের সামরিক শাসনের পর মূলধারার রাজনীতিতে ভোটের অধিকার ফিরিয়ে আনতে তাঁর দলই সংগ্রাম করেছে।
ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়নের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২৪ অক্টোবর ব্রাসেলস সফরে যান। সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। ২৫ অক্টোবর সকালে শেখ হাসিনা ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসি প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণসহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়। ইউরোপীয় কমিশন ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তিও স্বাক্ষরিত হয়। একই সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বাংলাদেশ সরকার ও ইসির মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।
সফরকালে বাংলাদেশ সরকার এবং ইসি বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি ভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষর করে। একই দিন ২৫ অক্টোবর শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন এবং ভাষণ দেন। বিকেলে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এদিন ইসি কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিক এবং ইসি কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ জুটা উরপিলাইনেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে উরসুলা ভন ডার লেইনের দেওয়া নৈশভোজে যোগ দেন।
২৬ অক্টোবর সকালে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে পৃথক দুটি দ্বিপক্ষীয় বৈঠক করেন। বিকেলে প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়ন দেশটির রাজনৈতিক স্বাধীনতা ও মানবাধিকারের ক্ষেত্রে ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করা হচ্ছে কি না তা নিবিড়ভাবে অনুসরণ করছে। পাশাপাশি ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক নিবিড়ভাবে বাংলাদেশের জাতীয় শ্রম পরিকল্পনা পর্যবেক্ষণ করছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আজ বুধবার এ বিষয়ে দুটি গেজেট প্রকাশ করেছে
১ ঘণ্টা আগেজিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চে এই শুনানি হয়।
২ ঘণ্টা আগেবিচার বিভাগের অর্থবহ স্বাধীনতা নিশ্চিতকল্পে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। তাই দ্রুততম সময়ের মধ্যে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
৩ ঘণ্টা আগেকোরআন এবং হজরত মুহাম্মদ (সা.)-কে লক্ষ্য করে অপ্রয়োজনীয়, বিবেক বর্জিত, ধৃষ্টতামূলক ও উসকানিমূলক আশালীন বক্তব্য ও আচরণের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তির বিধান থাকা বাঞ্ছনীয়, যা সংসদ বিবেচনা
৩ ঘণ্টা আগে