নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বন্দুকযুদ্ধে হতাহতের সংখ্যা আগের থেকে কমলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়েছে বলে একটি প্রতিবেদনে উঠে এসেছে। মার্চ মাসের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বন্দুকযুদ্ধে হতাহতের সংখ্যা কমেছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু ও নির্যাতন, কারা হেফাজতে মৃত্যু বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ছাড়া ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা বেড়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন ও ক্ষমতার অপব্যবহার করে সাধারণ নাগরিকদের বস্তুনিষ্ঠ ও স্বাধীন চিন্তা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং মতামত প্রকাশের অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মতো ঘটনা ঘটে চলেছে। একই সঙ্গে সীমান্তে হত্যা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হামলা, এমনকি গণপিটুনির মতো ঘটনাগুলো বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে এমএসএফ।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে একজন এবং পুলিশি হেফাজতে নির্যাতনের পর আরও দুজনের কারাগারে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। র্যাবের হাতে আটকের পর চট্টগ্রামে বিএনপির সাবেক নেতা নুরুল ইসলাম, বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাজতি জহিরুল হাওলাদার, লক্ষ্মীপুর জেলা কারাগারের মাদক মামলার অভিযুক্ত হাজতি মো. সায়েদ হোসেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইতালিপ্রবাসী চাঁন মিয়া হাওলাদার, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবি গুলি ছোড়ার পর একজন এবং বান্দরবানের রুমা উপজেলার দুই দল পাহাড়ির গোলাগুলির পর চারজনের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে।
মানবাধিকার সংগঠনটি বলছে, মার্চ মাসে কারা হেফাজতে ১০ জনের মৃত্যু হয়েছে। কারা হেফাজতে মৃতদের মধ্যে ছয়জন কয়েদি ও এক বিদেশি নারীসহ চারজন হাজতি। গত মাসের তুলনায় কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা কমলেও তা উদ্বেগজনক।
মার্চ মাসে সীমান্তে বিএসএফের গুলিতে হত্যার শিকার হয়েছেন দুজন, গুলিতে আহত হয়েছেন দুজন এবং ভারতীয় নাগরিকদের পিটুনিতে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সীমান্ত এলাকায় এক নারীর মৃতদেহ পাওয়া গেছে, ১৭ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ।
দেশে ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতার ঘটনা বিগত মাসগুলোর তুলনায় বেড়েছে জানিয়ে এটিকে অত্যন্ত উদ্বেগজনক বলছে এমএসএফ। গত মাসে ৩৯৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৬৯টি, সংঘবদ্ধ ধর্ষণ ২৩টি, ধর্ষণ ও হত্যা ৩টি। প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন ছয়জন।
মার্চ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের ছয়টি মামলায় দুজন আইনজীবী, একজন সাংবাদিক, একজন বিরোধী দলীয় নেতার ভাই ও একজন প্রবাসীসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের সময় ৩৫ জন সাংবাদিক হুমকি, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। চট্টগ্রাম, ফরিদপুর, ঢাকা, ভোলা, পটুয়াখালী ও রাজশাহীতে সংখ্যালঘু নির্যাতনের সাতটি ঘটনা ঘটেছে। আর আটটি গণপিটুনি ঘটনায় আটজন নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে এমএসএফ।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বন্দুকযুদ্ধে হতাহতের সংখ্যা আগের থেকে কমলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়েছে বলে একটি প্রতিবেদনে উঠে এসেছে। মার্চ মাসের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বন্দুকযুদ্ধে হতাহতের সংখ্যা কমেছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু ও নির্যাতন, কারা হেফাজতে মৃত্যু বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ছাড়া ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা বেড়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন ও ক্ষমতার অপব্যবহার করে সাধারণ নাগরিকদের বস্তুনিষ্ঠ ও স্বাধীন চিন্তা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং মতামত প্রকাশের অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মতো ঘটনা ঘটে চলেছে। একই সঙ্গে সীমান্তে হত্যা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হামলা, এমনকি গণপিটুনির মতো ঘটনাগুলো বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে এমএসএফ।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে একজন এবং পুলিশি হেফাজতে নির্যাতনের পর আরও দুজনের কারাগারে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। র্যাবের হাতে আটকের পর চট্টগ্রামে বিএনপির সাবেক নেতা নুরুল ইসলাম, বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাজতি জহিরুল হাওলাদার, লক্ষ্মীপুর জেলা কারাগারের মাদক মামলার অভিযুক্ত হাজতি মো. সায়েদ হোসেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইতালিপ্রবাসী চাঁন মিয়া হাওলাদার, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবি গুলি ছোড়ার পর একজন এবং বান্দরবানের রুমা উপজেলার দুই দল পাহাড়ির গোলাগুলির পর চারজনের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে।
মানবাধিকার সংগঠনটি বলছে, মার্চ মাসে কারা হেফাজতে ১০ জনের মৃত্যু হয়েছে। কারা হেফাজতে মৃতদের মধ্যে ছয়জন কয়েদি ও এক বিদেশি নারীসহ চারজন হাজতি। গত মাসের তুলনায় কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা কমলেও তা উদ্বেগজনক।
মার্চ মাসে সীমান্তে বিএসএফের গুলিতে হত্যার শিকার হয়েছেন দুজন, গুলিতে আহত হয়েছেন দুজন এবং ভারতীয় নাগরিকদের পিটুনিতে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সীমান্ত এলাকায় এক নারীর মৃতদেহ পাওয়া গেছে, ১৭ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ।
দেশে ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতার ঘটনা বিগত মাসগুলোর তুলনায় বেড়েছে জানিয়ে এটিকে অত্যন্ত উদ্বেগজনক বলছে এমএসএফ। গত মাসে ৩৯৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৬৯টি, সংঘবদ্ধ ধর্ষণ ২৩টি, ধর্ষণ ও হত্যা ৩টি। প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন ছয়জন।
মার্চ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের ছয়টি মামলায় দুজন আইনজীবী, একজন সাংবাদিক, একজন বিরোধী দলীয় নেতার ভাই ও একজন প্রবাসীসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের সময় ৩৫ জন সাংবাদিক হুমকি, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। চট্টগ্রাম, ফরিদপুর, ঢাকা, ভোলা, পটুয়াখালী ও রাজশাহীতে সংখ্যালঘু নির্যাতনের সাতটি ঘটনা ঘটেছে। আর আটটি গণপিটুনি ঘটনায় আটজন নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে এমএসএফ।
গতকাল শনিবার ঢাকায় পৌঁছার পর সামাজিক মাধ্যম এক্স–এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ ও জবাবদিহিমূলক ব্যবস্থা বাংলাদেশের প্রাপ্য। ব্রিটিশ প্রতিমন্ত্রী আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।
৩ ঘণ্টা আগেমাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে উৎসাহিত করতে ভ্রাম্যমাণ গবেষণাগারের মাধ্যমে মাটি পরীক্ষার কর্মসূচি হাতে নিয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)। এই কর্মসূচির আওতায় ১০টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলায় মাটি পরীক্ষা করবে। কৃষকেরা মাত্র ২৫ টাকা ভর্তুকি মূল্যে (প্রকৃ
৪ ঘণ্টা আগেমালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার আবার খুলেছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এ শ্রমবাজারে এবার প্ল্যান্টেশন অর্থাৎ কৃষি খাতে কর্মী নেওয়া হচ্ছে। তবে এবারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, সময়সীমা বেঁধে দেওয়ার কারণে এবারও সমস্যা সৃষ্টি হতে পারে। কারণ
৬ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে বঙ্গোপসাগর সংলাপে ভারত ও বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরে হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে উষ্ণতা ছড়িয়েছেন দুপক্ষের আলোচকেরা।
১৩ ঘণ্টা আগে