নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট। এ ঘটনায় করা এক রিটের শুনানিতে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ বলেন, ‘এটি অ্যালার্মিং।’
শুনানি শেষে হাইকোর্ট ছাত্রী নির্যাতনের ঘটনায় রুলসহ আদেশ দিয়েছেন। আদেশে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে কুষ্টিয়ার জেলা প্রশাসককে (ডিসি) পৃথক তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত। ডিসির করা তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক, প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ও জেলা জজ মনোনীত একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে রাখতে বলা হয়েছে।
তদন্ত চলাকালে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী ও তাবাসসুমকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়েছে হাইকোর্টের আদেশে। তবে তদন্ত কমিটি চাইলে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন। আর ওই ছাত্রীকে বিবস্ত্র করে ধারণ করা ভিডিও যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না হয়, সে বিষয়ে বিটিআরসিকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া নির্যাতনের শিকার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত বলেছেন, ‘নির্যাতিত শিক্ষার্থী চাইলে ফৌজদারি মামলা করতে পারবেন।’
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মো. মোহসীন জনস্বার্থে রিটটি করেন। আবেদনে ওই ঘটনায় নেতৃত্বে থাকা ছাত্রলীগের দুই নেত্রীকে তলব এবং বিবস্ত্র করে ধারণ করা ভিডিও মুছে ফেলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চাওয়া হয়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে প্রথম বর্ষের এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় গতকাল। জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তাঁর অনুসারীরা দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ১২ ফেব্রুয়ারি রাতে ওই ছাত্রীর ওপর নির্যাতন চালায়। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, সেখানে পাঁচ থেকে ছয়জনের একটি দল তাঁকে দিবাগত রাত সাড়ে তিনটা পর্যন্ত নানাভাবে নির্যাতন করে। নির্যাতনের সময় তাঁকে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং গালাগালও করা হয়। আর ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওই শিক্ষার্থীর।
আরও পড়ুন:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট। এ ঘটনায় করা এক রিটের শুনানিতে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ বলেন, ‘এটি অ্যালার্মিং।’
শুনানি শেষে হাইকোর্ট ছাত্রী নির্যাতনের ঘটনায় রুলসহ আদেশ দিয়েছেন। আদেশে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে কুষ্টিয়ার জেলা প্রশাসককে (ডিসি) পৃথক তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত। ডিসির করা তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক, প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ও জেলা জজ মনোনীত একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে রাখতে বলা হয়েছে।
তদন্ত চলাকালে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী ও তাবাসসুমকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়েছে হাইকোর্টের আদেশে। তবে তদন্ত কমিটি চাইলে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন। আর ওই ছাত্রীকে বিবস্ত্র করে ধারণ করা ভিডিও যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না হয়, সে বিষয়ে বিটিআরসিকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া নির্যাতনের শিকার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত বলেছেন, ‘নির্যাতিত শিক্ষার্থী চাইলে ফৌজদারি মামলা করতে পারবেন।’
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মো. মোহসীন জনস্বার্থে রিটটি করেন। আবেদনে ওই ঘটনায় নেতৃত্বে থাকা ছাত্রলীগের দুই নেত্রীকে তলব এবং বিবস্ত্র করে ধারণ করা ভিডিও মুছে ফেলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চাওয়া হয়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে প্রথম বর্ষের এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় গতকাল। জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তাঁর অনুসারীরা দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ১২ ফেব্রুয়ারি রাতে ওই ছাত্রীর ওপর নির্যাতন চালায়। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, সেখানে পাঁচ থেকে ছয়জনের একটি দল তাঁকে দিবাগত রাত সাড়ে তিনটা পর্যন্ত নানাভাবে নির্যাতন করে। নির্যাতনের সময় তাঁকে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং গালাগালও করা হয়। আর ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওই শিক্ষার্থীর।
আরও পড়ুন:
গতকাল শনিবার ঢাকায় পৌঁছার পর সামাজিক মাধ্যম এক্স–এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ ও জবাবদিহিমূলক ব্যবস্থা বাংলাদেশের প্রাপ্য। ব্রিটিশ প্রতিমন্ত্রী আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।
২ ঘণ্টা আগেমাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে উৎসাহিত করতে ভ্রাম্যমাণ গবেষণাগারের মাধ্যমে মাটি পরীক্ষার কর্মসূচি হাতে নিয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)। এই কর্মসূচির আওতায় ১০টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার দেশের ৪৯ জেলার ৫৬টি উপজেলায় মাটি পরীক্ষা করবে। কৃষকেরা মাত্র ২৫ টাকা ভর্তুকি মূল্যে (প্রকৃ
৪ ঘণ্টা আগেমালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার আবার খুলেছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এ শ্রমবাজারে এবার প্ল্যান্টেশন অর্থাৎ কৃষি খাতে কর্মী নেওয়া হচ্ছে। তবে এবারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, সময়সীমা বেঁধে দেওয়ার কারণে এবারও সমস্যা সৃষ্টি হতে পারে। কারণ
৫ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে বঙ্গোপসাগর সংলাপে ভারত ও বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরে হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে উষ্ণতা ছড়িয়েছেন দুপক্ষের আলোচকেরা।
১২ ঘণ্টা আগে