মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
আমের মৌসুমে আমের দেশে ঘুরতে যাবেন না, সেটা কি হয়? পুরো দেশেই কমবেশি আম পাওয়া যায়। কিন্তু প্রাচুর্য ও বৈচিত্র্যের কারণে রাজশাহী বিভাগকে আমের রাজধানী বলা হয়। বাংলাদেশে পাওয়া যায় এমন সব আম আপনি রাজশাহী বিভাগের কোথাও না কোথাও পাবেন। কিন্তু রাজশাহী বিভাগে উৎপন্ন হয় এমন আম আপনি দেশের অন্য কোথাও না-ও পেতে পারেন। রাজশাহীর আমের স্বাদ ও গুণ আর কোথাও পাওয়া যায় না বলে প্রবাদ আছে। সেই আমের রাজ্যে একটি আম জাদুঘর আছে। এই মৌসুমে সেটি ঘুরে দেখে আসতে পারেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পারকানসাটে পরিত্যক্ত সরকারি একটি আমবাগানকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’। জাদুঘরে ঘুরতে গেলে অনেক ধরনের আম দিয়ে আপনাকে আপ্যায়ন করা হবে। এরপর বিভিন্ন জাতের আমের সঙ্গে পরিচয় করানো এবং গাছের চারা দেখানো হবে। জাদুঘরটিতে প্রায় ৫৫ প্রজাতির আম সংরক্ষিত আছে।
বছর দুই আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার সুস্বাদু আম রক্ষা ও জনপ্রিয় করতে গড়ে তোলা হয়েছে এ জাদুঘরটি। এখানে রয়েছে পুকুর, আধুনিক জার্মপ্লাজমের চারা রোপণ, টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে পুরোনো গাছকে আধুনিক গাছে রূপান্তর এবং নার্সারিসহ আম বিষয়ে জানার অনেক কিছু।
প্রায় ১০০ বিঘা আয়তনের একটি পুরোনো বাগান সংস্কার করে সেখানে গড়ে তোলা হয়েছে ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’। জেলা প্রশাসনের উদ্যোগে বাগানটির সীমানাপ্রাচীর ও অবকাঠামো উন্নয়নের বেশ কিছু নান্দনিক কাজ শেষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে আছে বহু প্রজাতির আম। বর্তমান প্রজন্মের অনেকেই এই জাতগুলোর সঙ্গে পরিচিত নয়। তাই ভবিষ্যতে সংরক্ষণ, উন্নয়নসহ আমশিল্প বিকাশের জন্য গড়ে তোলা হয়েছে আমের বৃহৎ জার্মপ্লাজম সেন্টার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম। আমের মৌসুম শেষ হওয়ার আগে সেখান থেকে ঘুরে আসতে পারেন।
যেভাবে যাবেন
ঢাকাসহ দেশের যেকোনো প্রান্ত থেকে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জ। সেখান থেকে আমের রাজ্য কানসাট। বাগান দেখার জন্য সেখানে পাওয়া যাবে ব্যাটারিচালিত অটোরিকশা। কাছাকাছি আছে ঐতিহাসিক সোনামসজিদ এবং বিভিন্ন আমবাগান। সেগুলো ঘুরে আসতে পারেন। সোনামসজিদ এলাকায় রয়েছে পর্যটন মোটেল, সেখানে থাকা যাবে। এ ছাড়া রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জেও থাকার ব্যবস্থা আছে।
আমের মৌসুমে আমের দেশে ঘুরতে যাবেন না, সেটা কি হয়? পুরো দেশেই কমবেশি আম পাওয়া যায়। কিন্তু প্রাচুর্য ও বৈচিত্র্যের কারণে রাজশাহী বিভাগকে আমের রাজধানী বলা হয়। বাংলাদেশে পাওয়া যায় এমন সব আম আপনি রাজশাহী বিভাগের কোথাও না কোথাও পাবেন। কিন্তু রাজশাহী বিভাগে উৎপন্ন হয় এমন আম আপনি দেশের অন্য কোথাও না-ও পেতে পারেন। রাজশাহীর আমের স্বাদ ও গুণ আর কোথাও পাওয়া যায় না বলে প্রবাদ আছে। সেই আমের রাজ্যে একটি আম জাদুঘর আছে। এই মৌসুমে সেটি ঘুরে দেখে আসতে পারেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পারকানসাটে পরিত্যক্ত সরকারি একটি আমবাগানকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’। জাদুঘরে ঘুরতে গেলে অনেক ধরনের আম দিয়ে আপনাকে আপ্যায়ন করা হবে। এরপর বিভিন্ন জাতের আমের সঙ্গে পরিচয় করানো এবং গাছের চারা দেখানো হবে। জাদুঘরটিতে প্রায় ৫৫ প্রজাতির আম সংরক্ষিত আছে।
বছর দুই আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার সুস্বাদু আম রক্ষা ও জনপ্রিয় করতে গড়ে তোলা হয়েছে এ জাদুঘরটি। এখানে রয়েছে পুকুর, আধুনিক জার্মপ্লাজমের চারা রোপণ, টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে পুরোনো গাছকে আধুনিক গাছে রূপান্তর এবং নার্সারিসহ আম বিষয়ে জানার অনেক কিছু।
প্রায় ১০০ বিঘা আয়তনের একটি পুরোনো বাগান সংস্কার করে সেখানে গড়ে তোলা হয়েছে ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’। জেলা প্রশাসনের উদ্যোগে বাগানটির সীমানাপ্রাচীর ও অবকাঠামো উন্নয়নের বেশ কিছু নান্দনিক কাজ শেষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে আছে বহু প্রজাতির আম। বর্তমান প্রজন্মের অনেকেই এই জাতগুলোর সঙ্গে পরিচিত নয়। তাই ভবিষ্যতে সংরক্ষণ, উন্নয়নসহ আমশিল্প বিকাশের জন্য গড়ে তোলা হয়েছে আমের বৃহৎ জার্মপ্লাজম সেন্টার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম। আমের মৌসুম শেষ হওয়ার আগে সেখান থেকে ঘুরে আসতে পারেন।
যেভাবে যাবেন
ঢাকাসহ দেশের যেকোনো প্রান্ত থেকে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জ। সেখান থেকে আমের রাজ্য কানসাট। বাগান দেখার জন্য সেখানে পাওয়া যাবে ব্যাটারিচালিত অটোরিকশা। কাছাকাছি আছে ঐতিহাসিক সোনামসজিদ এবং বিভিন্ন আমবাগান। সেগুলো ঘুরে আসতে পারেন। সোনামসজিদ এলাকায় রয়েছে পর্যটন মোটেল, সেখানে থাকা যাবে। এ ছাড়া রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জেও থাকার ব্যবস্থা আছে।
দেশে ভ্রমণের ক্ষেত্রে সিলেট যেন এক মহারানি। চা-বাগান, পাহাড়, নদী, ঝরনা, বিল কী নেই এ জেলায়। এ জেলারই এক উপজেলা জৈন্তাপুর। এখানে দেখা যাবে নীল পানির সারি নদী, চা-বাগান আর লাল শাপলার বিল। শীতে বেরিয়ে পড়বেন না কি?...
৭ ঘণ্টা আগেদিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৪ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৪ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৪ দিন আগে