মো. ফাহাদ বিন সাঈদ
জীবনে কোনো স্বপ্নই ছিল না তাঁর। স্বপ্ন দেখতে ভয় করত। স্বপ্ন ভেঙে গেলেই কষ্ট। তাই চলতি জীবন মেনে নেওয়াই ভালো। মেনেও নিয়েছিলেন। কিন্তু জীবনই তাঁকে টেনে নিয়ে গেছে দারুণ এক পথে।
‘আমি এক স্বপ্নহীন মেয়ে ছিলাম। নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ হওয়ার স্বপ্ন দেখার সাহস ছিল না কখনো। সময়ের সঙ্গে সঙ্গে যখন জীবনে কিছু করতে হবে এমন ভাবনা আসে, তখন ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার কোনো সুযোগ ছিল না। আমার স্বপ্নগুলো সময় অতিক্রমণের সঙ্গে সঙ্গে বদলে গেছে।’ এভাবেই নিজের গল্প জানিয়েছেন তানিয়া আক্তার। ১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।
নেত্রকোনা জেলা সদরের মদনপুর ইউনিয়নের একটি নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম তানিয়া আক্তারের। বাবা কৃষক। ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া তো বহু দূরের ভাবনা; একসময় হাইস্কুলের গণ্ডি পেরোতে পারবেন কি না, তা নিয়েই ছিলেন সন্দিহান। কিন্তু ভালো ফল করতে থাকায় আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়তে থাকে। মদনপুর শাহ সুলতান হাইস্কুল থেকে ২০১২ সালে এসএসসি পাসের পর তানিয়া ভর্তি হন শাহ সুলতান ডিগ্রি কলেজে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্বের পড়াশোনা শেষ করে ভর্তি হন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে।
সব প্রতিকূলতাকে মোকাবিলা করে ছাত্রজীবন শেষ করেছেন তানিয়া আক্তার। প্রতিষ্ঠিত হতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ফলও পেয়েছেন তিনি।
আইন বিভাগে পড়ার সময় পরিবারের সবাই চাইতেন, তানিয়া যেন জজ হন। প্রিয়জনদের স্বপ্নপূরণে তিনি ছিলেন বদ্ধপরিকর। বহু নির্ঘুম রাত কাটিয়েছেন স্বপ্ন পূরণ করতে। তানিয়া আক্তারের জীবনে শিক্ষকদের ভূমিকা অনেক। তাঁকে স্বপ্নপূরণের পথ দেখিয়েছেন বিভাগের শিক্ষকেরা। অনেক কঠিন সময়ে সাহস ও উৎসাহ জুগিয়েছেন। আইন ও বিচার বিভাগ ছিল তানিয়ার দ্বিতীয় পরিবারের মতো। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তানিয়া। জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ।
লেখাপড়া শেষ করে কিছুদিন ঈসা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতার কাজ করেছেন তানিয়া আক্তার। কিন্তু পরিবার ও তাঁর চাওয়া ছিল বিচারক হওয়া। শিক্ষকতার পথ ছেড়ে তাই তিনি স্বপ্নের পথেই হেঁটেছেন। এখন এ কঠিন রাস্তায় ধীরে ধীরে উন্নতি করতে চান তানিয়া।
মো. ফাহাদ বিন সাঈদ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
জীবনে কোনো স্বপ্নই ছিল না তাঁর। স্বপ্ন দেখতে ভয় করত। স্বপ্ন ভেঙে গেলেই কষ্ট। তাই চলতি জীবন মেনে নেওয়াই ভালো। মেনেও নিয়েছিলেন। কিন্তু জীবনই তাঁকে টেনে নিয়ে গেছে দারুণ এক পথে।
‘আমি এক স্বপ্নহীন মেয়ে ছিলাম। নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ হওয়ার স্বপ্ন দেখার সাহস ছিল না কখনো। সময়ের সঙ্গে সঙ্গে যখন জীবনে কিছু করতে হবে এমন ভাবনা আসে, তখন ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার কোনো সুযোগ ছিল না। আমার স্বপ্নগুলো সময় অতিক্রমণের সঙ্গে সঙ্গে বদলে গেছে।’ এভাবেই নিজের গল্প জানিয়েছেন তানিয়া আক্তার। ১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।
নেত্রকোনা জেলা সদরের মদনপুর ইউনিয়নের একটি নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম তানিয়া আক্তারের। বাবা কৃষক। ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া তো বহু দূরের ভাবনা; একসময় হাইস্কুলের গণ্ডি পেরোতে পারবেন কি না, তা নিয়েই ছিলেন সন্দিহান। কিন্তু ভালো ফল করতে থাকায় আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়তে থাকে। মদনপুর শাহ সুলতান হাইস্কুল থেকে ২০১২ সালে এসএসসি পাসের পর তানিয়া ভর্তি হন শাহ সুলতান ডিগ্রি কলেজে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্বের পড়াশোনা শেষ করে ভর্তি হন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে।
সব প্রতিকূলতাকে মোকাবিলা করে ছাত্রজীবন শেষ করেছেন তানিয়া আক্তার। প্রতিষ্ঠিত হতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ফলও পেয়েছেন তিনি।
আইন বিভাগে পড়ার সময় পরিবারের সবাই চাইতেন, তানিয়া যেন জজ হন। প্রিয়জনদের স্বপ্নপূরণে তিনি ছিলেন বদ্ধপরিকর। বহু নির্ঘুম রাত কাটিয়েছেন স্বপ্ন পূরণ করতে। তানিয়া আক্তারের জীবনে শিক্ষকদের ভূমিকা অনেক। তাঁকে স্বপ্নপূরণের পথ দেখিয়েছেন বিভাগের শিক্ষকেরা। অনেক কঠিন সময়ে সাহস ও উৎসাহ জুগিয়েছেন। আইন ও বিচার বিভাগ ছিল তানিয়ার দ্বিতীয় পরিবারের মতো। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তানিয়া। জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ।
লেখাপড়া শেষ করে কিছুদিন ঈসা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতার কাজ করেছেন তানিয়া আক্তার। কিন্তু পরিবার ও তাঁর চাওয়া ছিল বিচারক হওয়া। শিক্ষকতার পথ ছেড়ে তাই তিনি স্বপ্নের পথেই হেঁটেছেন। এখন এ কঠিন রাস্তায় ধীরে ধীরে উন্নতি করতে চান তানিয়া।
মো. ফাহাদ বিন সাঈদ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগেব্যাগ কেনার আগে কিছু বিষয় বিবেচনায় রাখা ভালো। ব্যাগের আকার ও রং ব্যবহারকারীর ব্যক্তিত্বে ছাপ রাখে বেশ গভীরভাবে।
১ দিন আগেসংবেদনশীল ত্বকের মানুষ সারা বছর ত্বকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এ ধরনের ত্বক আবহাওয়ার পরিবর্তন, দূষণ বা ত্বকের অনুপযুক্ত প্রসাধনীতে প্রভাবিত হতে পারে।
১ দিন আগেশীতের হিমেল হাওয়া থেকে বাঁচতে বাইকারদের পোশাক নিয়ে থাকতে হয় সচেতন। তাই এ সময় বাইকারদের পোশাকে আসে বিশেষ পরিবর্তন। বাইকারদের পোশাক যেমন শীত নিবারক হতে হয়, তেমনি হতে হয় আরামদায়ক। কী কী থাকবে সে পোশাকে?
১ দিন আগে