ক্যাম্পাস ডেস্ক
‘স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই’ স্লোগান ধারণ করে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ এবং মিডিয়া ক্লাবের যাত্রা শুরু করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। ১২ মে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে নতুন অ্যাম্বাসেডরদের বরণ এবং মিডিয়া ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের ৪০ জন নবীন ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয় এইউবি কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবির উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, শিল্পী, গীতিকার, সুরকার ও লেখক লুৎফর হাসান, মাই টিভির এক্সিকিউটিভ প্রডিউসার আব্দুল্লাহিল ক্বাফি, এখন টিভির ভিডিও জার্নালিস্ট আনোয়ার হোসেন এবং আজকের পত্রিকার সহসম্পাদক মো. আব্দুর রাজ্জাক।
এইউবির উপাচার্য ড. শাহজাহান খান ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের উদ্দেশে বলেন, তোমাদের প্রতিটি কাজে দক্ষতার পরিচয় দিতে হবে, দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি জ্ঞানের পরিধি বাড়াতে হবে, সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা ধীরে ধীরে এইউবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। সেই যাত্রায় এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাবকে অগ্রণী ভূমিকা পালন করবে। অনলাইনের এ যুগে সবাইকে ডিজিটাল প্ল্যাটফর্মে জায়গা করে নিতে হবে। আমি প্রত্যাশা করি, তোমরা হবে এই বিশ্ববিদ্যালয়ের মডেল।’
বিশেষ অতিথিরা এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাব সদস্যদের উৎসাহ-উদ্দীপনা ও সঠিক গাইডলাইন দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ১১ জন মেন্টর এবং এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাব মডারেটর সোহেল রহমান।
‘স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই’ স্লোগান ধারণ করে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ এবং মিডিয়া ক্লাবের যাত্রা শুরু করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। ১২ মে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে নতুন অ্যাম্বাসেডরদের বরণ এবং মিডিয়া ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের ৪০ জন নবীন ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয় এইউবি কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবির উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, শিল্পী, গীতিকার, সুরকার ও লেখক লুৎফর হাসান, মাই টিভির এক্সিকিউটিভ প্রডিউসার আব্দুল্লাহিল ক্বাফি, এখন টিভির ভিডিও জার্নালিস্ট আনোয়ার হোসেন এবং আজকের পত্রিকার সহসম্পাদক মো. আব্দুর রাজ্জাক।
এইউবির উপাচার্য ড. শাহজাহান খান ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের উদ্দেশে বলেন, তোমাদের প্রতিটি কাজে দক্ষতার পরিচয় দিতে হবে, দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি জ্ঞানের পরিধি বাড়াতে হবে, সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা ধীরে ধীরে এইউবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। সেই যাত্রায় এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাবকে অগ্রণী ভূমিকা পালন করবে। অনলাইনের এ যুগে সবাইকে ডিজিটাল প্ল্যাটফর্মে জায়গা করে নিতে হবে। আমি প্রত্যাশা করি, তোমরা হবে এই বিশ্ববিদ্যালয়ের মডেল।’
বিশেষ অতিথিরা এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাব সদস্যদের উৎসাহ-উদ্দীপনা ও সঠিক গাইডলাইন দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ১১ জন মেন্টর এবং এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম ও এইউবি মিডিয়া ক্লাব মডারেটর সোহেল রহমান।
দেশে ভ্রমণের ক্ষেত্রে সিলেট যেন এক মহারানি। চা-বাগান, পাহাড়, নদী, ঝরনা, বিল কী নেই এ জেলায়। এ জেলারই এক উপজেলা জৈন্তাপুর। এখানে দেখা যাবে নীল পানির সারি নদী, চা-বাগান আর লাল শাপলার বিল। শীতে বেরিয়ে পড়বেন না কি?...
৬ ঘণ্টা আগেদিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৪ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৪ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৪ দিন আগে