চাকরি ডেস্ক
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি তাদের ৪ ক্যাটাগরির স্থায়ী পদে ১৫০ জনকে নিয়োগ দেবে। ৬ষ্ঠ থেকে ১৬তম গ্রেডের এসব পদের জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক
পদের সংখ্যা: ৫টি
বেতন স্কেল ও গ্রেড: ৩৫৫০০-৬৭০১০ টাকা (গ্রেড-৬)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে দারিদ্র্যবিমোচন বা ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় অষ্টম গ্রেডের পদে বা বেসরকারি পর্যায়ে ব্যবস্থাপক বা সিনিয়র উপজেলা ব্যবস্থাপক সমপর্যায়ের কমপক্ষে ৩৭ হাজার ১৫০ টাকা বেতনের পদে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে।
বয়স: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর হতে হবে।
পদের নাম: মাঠ কর্মকর্তা
পদের সংখ্যা: ৫০টি
বেতন স্কেল ও গ্রেড: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৯ বছর হতে হবে।
পদের নাম: অফিস সহকারী কাম ডেটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যা: ৫টি
বেতন স্কেল ও গ্রেড: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস। তবে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর হতে হবে।
পদের নাম: মাঠ সংগঠক
পদের সংখ্যা: ৯০টি
বেতন স্কেল ও গ্রেড: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর হতে হবে।
জেলা কোটা: ১ ও ৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ২ নম্বর ক্রমিকের পদের জন্য দিনাজপুর, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, পাবনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এ ছাড়া ৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, পটুয়াখালী ও লালমনিরহাট জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে এসএফডিএফে কর্মরত কর্মকর্তা বা কর্মচারী হতে হবে।
বয়সসীমা নির্ধারণ: সর্বোচ্চ বয়সসীমা ১ অক্টোবর পর্যন্ত গণনা করতে হবে। ওই তারিখে ২, ৩ ও ৪ নম্বর পদের প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের চাকরি-সংক্রান্ত ওয়েবসাইটের এই বিজ্ঞপ্তি কিংবা ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইট থেকে জানা যাবে। তবে আবেদন করতে সমস্যা হলে টেলিটকের যেকোনো মোবাইল নম্বর থেকে ১২১-এ কল করা যাবে। এ ছাড়া alljobs.query @teletalk.com.bd ঠিকানায় ই-মেইল অথবা টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজ দিয়েও যোগাযোগ করা যাবে।
আবেদন ফি: প্রার্থীকে অনলাইনে ফরম পূরণের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৭০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৮১ টাকাসহ ৭৮১ টাকা এবং ২ থেকে ৪ নম্বর পদের জন্য মোট ৪৪৬ টাকা জমা দিতে হবে। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ৫ থেকে ২৯ অক্টোবর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি তাদের ৪ ক্যাটাগরির স্থায়ী পদে ১৫০ জনকে নিয়োগ দেবে। ৬ষ্ঠ থেকে ১৬তম গ্রেডের এসব পদের জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক
পদের সংখ্যা: ৫টি
বেতন স্কেল ও গ্রেড: ৩৫৫০০-৬৭০১০ টাকা (গ্রেড-৬)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে দারিদ্র্যবিমোচন বা ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় অষ্টম গ্রেডের পদে বা বেসরকারি পর্যায়ে ব্যবস্থাপক বা সিনিয়র উপজেলা ব্যবস্থাপক সমপর্যায়ের কমপক্ষে ৩৭ হাজার ১৫০ টাকা বেতনের পদে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে।
বয়স: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর হতে হবে।
পদের নাম: মাঠ কর্মকর্তা
পদের সংখ্যা: ৫০টি
বেতন স্কেল ও গ্রেড: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৯ বছর হতে হবে।
পদের নাম: অফিস সহকারী কাম ডেটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যা: ৫টি
বেতন স্কেল ও গ্রেড: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস। তবে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর হতে হবে।
পদের নাম: মাঠ সংগঠক
পদের সংখ্যা: ৯০টি
বেতন স্কেল ও গ্রেড: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর হতে হবে।
জেলা কোটা: ১ ও ৩ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ২ নম্বর ক্রমিকের পদের জন্য দিনাজপুর, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, পাবনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এ ছাড়া ৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, পটুয়াখালী ও লালমনিরহাট জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে এসএফডিএফে কর্মরত কর্মকর্তা বা কর্মচারী হতে হবে।
বয়সসীমা নির্ধারণ: সর্বোচ্চ বয়সসীমা ১ অক্টোবর পর্যন্ত গণনা করতে হবে। ওই তারিখে ২, ৩ ও ৪ নম্বর পদের প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের চাকরি-সংক্রান্ত ওয়েবসাইটের এই বিজ্ঞপ্তি কিংবা ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইট থেকে জানা যাবে। তবে আবেদন করতে সমস্যা হলে টেলিটকের যেকোনো মোবাইল নম্বর থেকে ১২১-এ কল করা যাবে। এ ছাড়া alljobs.query @teletalk.com.bd ঠিকানায় ই-মেইল অথবা টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজ দিয়েও যোগাযোগ করা যাবে।
আবেদন ফি: প্রার্থীকে অনলাইনে ফরম পূরণের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৭০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৮১ টাকাসহ ৭৮১ টাকা এবং ২ থেকে ৪ নম্বর পদের জন্য মোট ৪৪৬ টাকা জমা দিতে হবে। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ৫ থেকে ২৯ অক্টোবর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কার্যালয়ে আট পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির বাছাই কমিটির চেয়ারম্যান সরকার হাসান শাহরিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ দিন আগেবাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগেজনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দুই ধরনের শূন্য পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগেসিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৫২ জন প্রার্থী। বুধবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ দিন আগে