জিসান আহমেদ
জিসান আহমেদ ৪১তম বিসিএসে পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) থেকে ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক করেন। বিসিএস ভাইভায় তাঁর ক্যাডার পদক্রম ছিল ট্যাক্স, অ্যাডমিন, অডিট...পরিবার পরিকল্পনা। আনুমানিক ১০ থেকে ১২ মিনিটের মতো তাঁর ভাইভা হয়েছিল। জিসানের ভাইভা অভিজ্ঞতা নিয়ে থাকছে
আজকের আয়োজন।
আমি: অনুমতি চেয়ে রুমে ঢুকি এবং সবাইকে সালাম দিই (সালামের উত্তর দিয়ে বোর্ড চেয়ারম্যান স্যার আমাকে বসতে বললেন এবং প্রশ্ন শুরু করলেন)।
চেয়ারম্যান: চাকরি করো?
আমি: জি স্যার। ইউনিয়ন ব্যাংক লিমিটেডে কর্মরত আছি। (তখন প্রসঙ্গ ধরে এক্সটারনাল-১ স্যার প্রশ্ন শুরু করেন)
এক্সটারনাল-১: ব্যাংকে কী কাজ করো?
আমি: স্যার, ব্যাংকে ব্যাচ ও ইনভেস্টমেন্ট (ক্রেডিট) নিয়ে কাজ করি।
এক্সটারনাল-১: ২০২০-২১ সালে ৬-৯ শতাংশ সুদের হার কেন করা হয়েছিল?
আমি: করোনা-পরবর্তী দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য।
এক্সটারনাল-১: ২০২০-২১ সালে ৬-৯ শতাংশ সুদের হারের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল উদ্দেশ্য কী?
আমি: দেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য (এটা শোনার পর এক্সটারনাল-১ স্যার আমার প্রশংসা করেন)
এক্সটারনাল-১: Multi Fiber Assessment কী?
আমি: দুঃখিত স্যার, এটা আমার জানা নেই।
চেয়ারম্যান: এটা মনে হয় তোমাদের পড়ানো হয়নি?
আমি: জি স্যার। এটা ফেব্রিক ডিপার্টমেন্টের প্রশ্ন ছিল, আমি ওয়েট প্রসেসিং (ডায়িং) ডিপার্টমেন্টের।
এক্সটারনাল-১: ২০০০ সালের পর বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বুম করার কারণ কী?
আমি: শ্রমিকদের মজুরি কম, পানিসম্পদ বেশি, বিনিয়োগ কম প্রয়োজন হয়, তৈরি পোশাকের মান অন্যান্য দেশ থেকে ভালো, কাপড়ে গ্রেডিং ও ফিনিশিং ভালো।
এক্সটারনাল-১: আসল কারণ কী? আমাদের দেশ থেকে আমেরিকায় কাপড় যায়, ভিয়েতনাম থেকেও আমেরিকায় কাপড় যায়। কিন্তু আমেরিকা বাংলাদেশের কাপড়ই কেন বেশি নেয়, ভিয়েতনামেরটা কেন বেশি নয়?
আমি: স্যার, আমাদের কাপড়ের কালার গ্রেডিং পার্থক্য ভিয়েতনামের কাপড়ের কালার গ্রেডিং পার্থক্য থেকে অনেক কম।
এক্সটারনাল-১: না, এটা মূলত Multi Fiber Assessment-এর জন্য। (এরপর তিনি Multi Fiber Assessment-এর সংজ্ঞা দেন, যা আমার উত্তরের অন্যরূপ। কিন্তু তর্ক না করে চুপ ছিলাম।)
এক্সটারনাল-১: Anti-dumping Law কেন করা হয়?
আমি: দেশীয় শিল্পের ন্যায়সংগত স্বার্থ সংরক্ষণের জন্য।
এক্সটারনাল-১: Anti dumping law-এর ক্ষেত্রে import country এবং export country কী করে?
আমি: Import country পণ্যের একটি নির্দিষ্ট দর ঠিক করে দেয়। Export country সেটি মেনে চলতে বাধ্য থাকে। (এটা নিয়ে আরও প্রশ্ন করতে চায় এক্সটারনাল-১ স্যার। এরপর এক্সটারনাল-২ স্যার সরাসরি প্রশ্ন করা শুরু করেন)
এক্সটারনাল-২: Indirect tax কী?
আমি: করদাতা নিজে প্রত্যক্ষভাবে বা সরাসরি কর প্রদান না করেন, অন্য কোনো মাধ্যমে সরকারকে কর প্রদান করলে তাকে পরোক্ষ কর বলে। যেমন আবগারি কর, বিক্রয় কর ইত্যাদি। (মাঝে চেয়ারম্যান স্যার থামিয়ে প্রশ্ন শুরু করেন)
চেয়ারম্যান: আপনার প্রথম চয়েজ কী?
আমি: ট্যাক্স (চেয়ারম্যান এক্সটারনাল-২ স্যারকে আবারও প্রশ্ন চালিয়ে যেতে বললেন।)
এক্সটারনাল-২: একটা ট্যাক্সের Terminology জিজ্ঞেস করল, বুঝতেই পারিনি।
আমি: দুঃখিত স্যার। আমি পরে জেনে নেব।
এক্সটারনাল-২: Public Expenditure কী?
আমি: সরকার রাষ্ট্র পরিচালনায় ও এর আর্থসামাজিক উন্নয়নে যে ব্যয় নির্বাহ করে, তাকে সরকারি ব্যয় বলে। সরকারি ব্যয় সাধারণত একটি আর্থিক বছরের সময়ে হিসাবে করা হয়। কোনো দেশের রাজস্ব ব্যয় ও মূলধনি ব্যয়, প্রত্যাশিত ব্যয় ও অপ্রত্যাশিত ব্যয়, নির্ধারিত ব্যয় ও অনির্ধারিত ব্যয়—ইত্যাদির সমষ্টি হলো সরকারি ব্যয়।
চেয়ারম্যান: স্থায়ী ঠিকানা কোথায়?
আমি: নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।
চেয়ারম্যান: Culture of Chottogram সম্পর্কে ইংরেজিতে কিছু বলো?
আমি: Chattogram, the commercial capital of Bangladesh, enjoys cultural heritage that goes back thousands of years. Chattogram is also known by many such names as Baro Aulia Punyabhumi, Queen of the East, Land of heroes, Spiritual Capital, Port City, International Tourism City and Welfare City. (এরপর আরও কিছু বলেছিলাম থেমে থেমে)
চেয়ারম্যান: এভাবে বললে কীভাবে হবে। আচ্ছা যাও, ঠিক আছে।
জিসান আহমেদ
পরিবার পরিকল্পনা ক্যাডার, ৪১তম বিসিএস (সুপারিশপ্রাপ্ত)।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
জিসান আহমেদ ৪১তম বিসিএসে পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) থেকে ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক করেন। বিসিএস ভাইভায় তাঁর ক্যাডার পদক্রম ছিল ট্যাক্স, অ্যাডমিন, অডিট...পরিবার পরিকল্পনা। আনুমানিক ১০ থেকে ১২ মিনিটের মতো তাঁর ভাইভা হয়েছিল। জিসানের ভাইভা অভিজ্ঞতা নিয়ে থাকছে
আজকের আয়োজন।
আমি: অনুমতি চেয়ে রুমে ঢুকি এবং সবাইকে সালাম দিই (সালামের উত্তর দিয়ে বোর্ড চেয়ারম্যান স্যার আমাকে বসতে বললেন এবং প্রশ্ন শুরু করলেন)।
চেয়ারম্যান: চাকরি করো?
আমি: জি স্যার। ইউনিয়ন ব্যাংক লিমিটেডে কর্মরত আছি। (তখন প্রসঙ্গ ধরে এক্সটারনাল-১ স্যার প্রশ্ন শুরু করেন)
এক্সটারনাল-১: ব্যাংকে কী কাজ করো?
আমি: স্যার, ব্যাংকে ব্যাচ ও ইনভেস্টমেন্ট (ক্রেডিট) নিয়ে কাজ করি।
এক্সটারনাল-১: ২০২০-২১ সালে ৬-৯ শতাংশ সুদের হার কেন করা হয়েছিল?
আমি: করোনা-পরবর্তী দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য।
এক্সটারনাল-১: ২০২০-২১ সালে ৬-৯ শতাংশ সুদের হারের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল উদ্দেশ্য কী?
আমি: দেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য (এটা শোনার পর এক্সটারনাল-১ স্যার আমার প্রশংসা করেন)
এক্সটারনাল-১: Multi Fiber Assessment কী?
আমি: দুঃখিত স্যার, এটা আমার জানা নেই।
চেয়ারম্যান: এটা মনে হয় তোমাদের পড়ানো হয়নি?
আমি: জি স্যার। এটা ফেব্রিক ডিপার্টমেন্টের প্রশ্ন ছিল, আমি ওয়েট প্রসেসিং (ডায়িং) ডিপার্টমেন্টের।
এক্সটারনাল-১: ২০০০ সালের পর বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বুম করার কারণ কী?
আমি: শ্রমিকদের মজুরি কম, পানিসম্পদ বেশি, বিনিয়োগ কম প্রয়োজন হয়, তৈরি পোশাকের মান অন্যান্য দেশ থেকে ভালো, কাপড়ে গ্রেডিং ও ফিনিশিং ভালো।
এক্সটারনাল-১: আসল কারণ কী? আমাদের দেশ থেকে আমেরিকায় কাপড় যায়, ভিয়েতনাম থেকেও আমেরিকায় কাপড় যায়। কিন্তু আমেরিকা বাংলাদেশের কাপড়ই কেন বেশি নেয়, ভিয়েতনামেরটা কেন বেশি নয়?
আমি: স্যার, আমাদের কাপড়ের কালার গ্রেডিং পার্থক্য ভিয়েতনামের কাপড়ের কালার গ্রেডিং পার্থক্য থেকে অনেক কম।
এক্সটারনাল-১: না, এটা মূলত Multi Fiber Assessment-এর জন্য। (এরপর তিনি Multi Fiber Assessment-এর সংজ্ঞা দেন, যা আমার উত্তরের অন্যরূপ। কিন্তু তর্ক না করে চুপ ছিলাম।)
এক্সটারনাল-১: Anti-dumping Law কেন করা হয়?
আমি: দেশীয় শিল্পের ন্যায়সংগত স্বার্থ সংরক্ষণের জন্য।
এক্সটারনাল-১: Anti dumping law-এর ক্ষেত্রে import country এবং export country কী করে?
আমি: Import country পণ্যের একটি নির্দিষ্ট দর ঠিক করে দেয়। Export country সেটি মেনে চলতে বাধ্য থাকে। (এটা নিয়ে আরও প্রশ্ন করতে চায় এক্সটারনাল-১ স্যার। এরপর এক্সটারনাল-২ স্যার সরাসরি প্রশ্ন করা শুরু করেন)
এক্সটারনাল-২: Indirect tax কী?
আমি: করদাতা নিজে প্রত্যক্ষভাবে বা সরাসরি কর প্রদান না করেন, অন্য কোনো মাধ্যমে সরকারকে কর প্রদান করলে তাকে পরোক্ষ কর বলে। যেমন আবগারি কর, বিক্রয় কর ইত্যাদি। (মাঝে চেয়ারম্যান স্যার থামিয়ে প্রশ্ন শুরু করেন)
চেয়ারম্যান: আপনার প্রথম চয়েজ কী?
আমি: ট্যাক্স (চেয়ারম্যান এক্সটারনাল-২ স্যারকে আবারও প্রশ্ন চালিয়ে যেতে বললেন।)
এক্সটারনাল-২: একটা ট্যাক্সের Terminology জিজ্ঞেস করল, বুঝতেই পারিনি।
আমি: দুঃখিত স্যার। আমি পরে জেনে নেব।
এক্সটারনাল-২: Public Expenditure কী?
আমি: সরকার রাষ্ট্র পরিচালনায় ও এর আর্থসামাজিক উন্নয়নে যে ব্যয় নির্বাহ করে, তাকে সরকারি ব্যয় বলে। সরকারি ব্যয় সাধারণত একটি আর্থিক বছরের সময়ে হিসাবে করা হয়। কোনো দেশের রাজস্ব ব্যয় ও মূলধনি ব্যয়, প্রত্যাশিত ব্যয় ও অপ্রত্যাশিত ব্যয়, নির্ধারিত ব্যয় ও অনির্ধারিত ব্যয়—ইত্যাদির সমষ্টি হলো সরকারি ব্যয়।
চেয়ারম্যান: স্থায়ী ঠিকানা কোথায়?
আমি: নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।
চেয়ারম্যান: Culture of Chottogram সম্পর্কে ইংরেজিতে কিছু বলো?
আমি: Chattogram, the commercial capital of Bangladesh, enjoys cultural heritage that goes back thousands of years. Chattogram is also known by many such names as Baro Aulia Punyabhumi, Queen of the East, Land of heroes, Spiritual Capital, Port City, International Tourism City and Welfare City. (এরপর আরও কিছু বলেছিলাম থেমে থেমে)
চেয়ারম্যান: এভাবে বললে কীভাবে হবে। আচ্ছা যাও, ঠিক আছে।
জিসান আহমেদ
পরিবার পরিকল্পনা ক্যাডার, ৪১তম বিসিএস (সুপারিশপ্রাপ্ত)।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। প্রতিষ্ঠানটিতে ১৭ ধরনের পদে ৫৩০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২৬ মিনিট আগেজনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক। প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনা পরিচালকের শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগেজনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে ১২ ধরনের পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগেজনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটির লায়বিলিটি অ্যান্ড ব্রাঞ্চ অপারেশনস বিভাগে ইনচার্জ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে