সিরাজগঞ্জ ডিসি কার্যালয়ের অধীনে ৩৪ পদে চাকরি

চাকরি ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১৪: ২৬

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২ ক্যাটাগরির ৩৪টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম: অফিস সহায়ক 
পদের সংখ্যা: ৩২টি
বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 
পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদের সংখ্যা: ২টি
বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শর্তাবলি: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।  চাকরিপ্রত্যাশীদের সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। বিভাগীয়/চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ থেকে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং ওই অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের কাছে দাখিল করতে হবে। বিভাগীয়/চাকরিরত প্রার্থীর আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। 

বয়স: প্রার্থীর বয়সসীমা ৩১ জুলাই ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর নির্ধারিত হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং এটি ব্যবহার করে প্রার্থীকে যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে দুটি এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ অথবা [email protected] বা [email protected] ই-মেইল অথবা আরডিসি, সিরাজগঞ্জের হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭১৬-৮০৯৭০৩) যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজ-তে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে ‘Organization Name: DCSIRAJGANJ, Post Name: ***** ইউজার আইডি ও যোগাযোগের মোবাইল নম্বর’ অবশ্যই উল্লেখ করতে হবে। 

আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩১ জুলাই ২০২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। তবে সময়সীমার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আরও বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত