বান্দরবান পার্বত্য জেলার অধীনে ৪৩ জনের চাকরি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১১: ০১
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৫: ৪৪

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। প্রতিষ্ঠানটি তাদের ১১ থেকে ১৬তম গ্রেডের ৪৩টি পদে জনবল নিয়োগ দেবে। বান্দরবান পার্বত্য জেলার স্থানীয় বাসিন্দা ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ: মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) ৫টি
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড-১১)
যোগ্যতা: মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) বিষয়ে ডিপ্লোমা।

পদ: কম্পিউটার অপারেটর ১টি
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে।

পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪টি
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এ ছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৩ মাসের কম্পিউটার মুদ্রাক্ষরিক কোর্স সম্পন্ন থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ।

পদ: স্টোর কিপার ৪টি
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

পদ: স্বাস্থ্য সহকারী ২৯টি
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়স: ১৮-৩০ বছর

চাকরির শর্তাবলি: শুধু বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার থাকবে।
আবেদন ফি: ১১ থেকে ১৬তম গ্রেডের জন্য সার্ভিস চার্জসহ ৪৪৬ টাকা।
প্রার্থীর বয়সসীমা: ২৭ জুলাই ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের প্রক্রিয়া: বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ওয়েবসাইট তে প্রবেশ করে অভ্যন্তরীণ ই-সেবায় গিয়ে ‘অনলাইন চাকরি আবেদন’ অপশনে অথবা এ প্রবেশ করে অনলাইনে ‘চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বরাবর আবেদন দাখিল করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ জুলাই বিকেল ৪টার মধ্যে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত