১০ ব্যাংকে সাড়ে চার হাজার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ১৯: ৪৯

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে তিনটি পদে মোট চার হাজার ৫৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো অফিসার (জেনারেল), অফিসার ক্যাশ এবং সিনিয়র অফিসার (জেনারেল)। আবেদন ফি সবগুলো পদের জন্যই ২০০ টাকা। কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। পদভেদে আবেদনের যোগ্যতা এবং সময়সীমা ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

সিনিয়র অফিসার (জেনারেল) পদে নিয়োগ দেওয়া হবে মোট ১ হাজার ৬৯ জন। এর মধ্যে সোনালী ব্যাংক লিমিটেডে ১৪৩ জন, জনতা ব্যাংক লিমিটেডে ১৯৭ জন, রূপালী ব্যাংকে ৬৮ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৪ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৫৩৯ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২২ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৬২ জন, কর্মসংস্থান ব্যাংকে ৭ জন এবং আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২৭ জন নেওয়া হবে। 

এই পদে আবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক সমমানের ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টি প্রথম শ্রেণি থাকতে হবে। কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আবেদন করা যাবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। বেতন স্কেল ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা। 

অফিসার (জেনারেল) পদে নেওয়া হবে মোট ১ হাজার ৭৬৩ জন। এর মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড ২২৭ জন, জনতা ব্যাংক ১১৬২ জন, রূপালী ব্যাংক লিমিটেড ৮৭ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ১৭ জন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ১৬৩ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৭৭ টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ১৫ জন, কর্মসংস্থান ব্যাংক ১৩ জন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ২ জন নিয়োগ দেবে। এ পদে আবেদনের যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) সমমানের ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটি প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। বেতন স্কেল ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা। 
 
অফিসার (ক্যাশ) পদে নিয়োগ দেওয়া হবে ১ হাজার ৭২০ জনকে। এর মধ্যে সোনালী ব্যাংকে ১৯৯ জন, জনতা ব্যাংকে ১০৩৮ জন, অগ্রণী ব্যাংকে ৩০০ জন, রূপালী ব্যাংক ২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংক ১৩৪ জন ও প্রবাসী কল্যাণ ব্যাংক ৪২ জন নেবে। আবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) সমমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম একটি প্রথম শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। আবেদন করা যাবে ৩০ জানুয়ারি পর্যন্ত। বেতন স্কেল ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা। 

সবগুলো পদেই আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। https://erecruitment.bb.org.bd/career লিংক থেকে আবেদন করা যাবে। বিস্তারিত জানা যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। 

প্রাথমিক নির্বাচনী, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, টেন্ডারের মাধ্যমে তৃতীয় পক্ষকে দিয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের বিগত কয়েকটি নিয়োগ পরীক্ষায় আহছানউল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগ ওঠায় সামনের নিয়োগ পরীক্ষাগুলোতে তাদের সম্পৃক্ত করা হবে না বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। 

আজকের পত্রিকাকে তিনি বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে এ নিয়োগ সম্পন্ন করার চেষ্টা করব। আহছানউল্লাহর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে আমরা তাদের মাধ্যমে পরীক্ষা নেব না। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

ছাত্র সমন্বয়ক আম্মারের শাস্তি চায় রাবির কর্মকর্তা-কর্মচারীদের ৪ সংগঠন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত