মসজিদে ১০ শিষ্টাচার

ইসলাম ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৩, ০৮: ৪৫

মসজিদ আল্লাহ তাআলার ঘর। এর পবিত্রতা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। যাঁরা মসজিদে নামাজ আদায় করতে যান, তাঁদের মসজিদের আদবগুলো মেনে চলতে হয়। সাধারণ ঘরের মতো মসজিদকে যাচ্ছেতাই ব্যবহার করা অনুচিত। এখানে কয়েকটি শিষ্টাচারের কথা তুলে ধরা হলো—

»    পবিত্র ও পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে মসজিদে যাওয়া সুন্নত। 
»    ধীরে-সুস্থে মসজিদে যাওয়া উচিত। কোনো ধরনের তাড়াহুড়ো কাম্য নয়। 
»     ডান পা দিয়ে বিসমিল্লাহ ও দোয়া পড়ে প্রবেশ করা সুন্নত। 
»    ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করা এবং ভাবগাম্ভীর্য বজায় রাখাও সুন্নত। 
»    মোবাইল ফোন বা অন্য যেকোনো ডিভাইসের রিংটোন বন্ধ রাখা উচিত। নামাজে রিংটোন বেজে উঠলে এক হাতে যত দ্রুত সম্ভব তা বন্ধ করতে হবে। 
»    মসজিদে উঁচু স্বরে কথা বলা যাবে না। হট্টগোল করা তো একেবারেই নিষিদ্ধ। এমনকি উঁচু স্বরে কোরআন তিলাওয়াত করতেও নিষেধ করা হয়েছে। তবে             প্রয়োজনীয় কথা মার্জিত স্বরে অন্য মুসল্লিদের অসুবিধা না করে বলা যাবে। 
»    নামাজের সময় হওয়ার পরপরই মসজিদে যাওয়া এবং প্রথম কাতারে বসাও সুন্নত। 
»    ইমাম-মুয়াজ্জিন ছাড়া অন্য কারও জন্য জায়গা নির্দিষ্ট করা অনুচিত। মসজিদের কাতারে সবাই সমান। সবাই আল্লাহর বান্দা। এর বাইরে আর কোনো পরিচয়          থাকা উচিত নয়। 
»    মসজিদে প্রবেশ করে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা সুন্নত। 
»    জামাতে নামাজ আদায়ের সময় কাতার সোজা রাখা এবং কাতারের মাঝখানে ফাঁক না রাখা উচিত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত