অনলাইন ডেস্ক
৪৪ বিলিয়ন ডলারে মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার পর এবার আরও একটি মাল্টিন্যাশনাল কোম্পানি কেনার ইচ্ছার কথা জানালেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক। আর সেই সংস্থা হলো কোকা-কোলা। স্থানীয় সময় বুধবার এক টুইট বার্তায় মাস্ক এমনটি জানান।
এক টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, ‘কোকেন ফিরিয়ে আনার জন্য এরপর আমি কোকা-কোলা কিনছি।’
সপ্তাহ দু-এক আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনে নেন মাস্ক। টুইটার কেনার প্রথম ধাপ শুরু হয় এখান থেকেই। পরবর্তীকালে তিনি টুইটার পুরোপুরি কেনার কথা জানান। গত সোমবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন তিনি। এই পুরো টাকাটা নগদেই দিচ্ছেন টেসলার মালিক।
টুইটার কেনার পর ইলন বলেছেন, ‘বাকস্বাধীনতা গণতন্ত্রের চালনাশক্তির ভিত্তিপ্রস্তর। মানবতার ভবিষ্যৎ নিয়ে আলোচনার অন্যতম জায়গা হলো এই টুইটার। টুইটারকে আরও উন্নত মানের করতে চাই আমি। নতুন নতুন ফিচার নিয়ে এসে টুইটারকে আরও গ্রহণযোগ্য করার ইচ্ছা আছে। এতে মানুষের আরও বিশ্বাস বাড়বে। টুইটারের ভালো ভবিষ্যৎ আছে। আমি সংস্থার সঙ্গে কাজ করে আরও ভাল কিছু করার জন্য মুখিয়ে আছি।’
কোকেইন হলো কোকা গাছের নির্যাস, যা মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। ১৯ শতকে কোকা-কোলার সফট ড্রিংস তৈরিতে এটি ব্যবহার করা হতো। পরে যুক্তরাষ্ট্রে মাদকদ্রব্য হিসেবে কোকেইন নিষিদ্ধ হওয়ার পর এটির ব্যবহার বন্ধ করে দেয় কোকা-কোলা।
৪৪ বিলিয়ন ডলারে মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার পর এবার আরও একটি মাল্টিন্যাশনাল কোম্পানি কেনার ইচ্ছার কথা জানালেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক। আর সেই সংস্থা হলো কোকা-কোলা। স্থানীয় সময় বুধবার এক টুইট বার্তায় মাস্ক এমনটি জানান।
এক টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, ‘কোকেন ফিরিয়ে আনার জন্য এরপর আমি কোকা-কোলা কিনছি।’
সপ্তাহ দু-এক আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনে নেন মাস্ক। টুইটার কেনার প্রথম ধাপ শুরু হয় এখান থেকেই। পরবর্তীকালে তিনি টুইটার পুরোপুরি কেনার কথা জানান। গত সোমবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন তিনি। এই পুরো টাকাটা নগদেই দিচ্ছেন টেসলার মালিক।
টুইটার কেনার পর ইলন বলেছেন, ‘বাকস্বাধীনতা গণতন্ত্রের চালনাশক্তির ভিত্তিপ্রস্তর। মানবতার ভবিষ্যৎ নিয়ে আলোচনার অন্যতম জায়গা হলো এই টুইটার। টুইটারকে আরও উন্নত মানের করতে চাই আমি। নতুন নতুন ফিচার নিয়ে এসে টুইটারকে আরও গ্রহণযোগ্য করার ইচ্ছা আছে। এতে মানুষের আরও বিশ্বাস বাড়বে। টুইটারের ভালো ভবিষ্যৎ আছে। আমি সংস্থার সঙ্গে কাজ করে আরও ভাল কিছু করার জন্য মুখিয়ে আছি।’
কোকেইন হলো কোকা গাছের নির্যাস, যা মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। ১৯ শতকে কোকা-কোলার সফট ড্রিংস তৈরিতে এটি ব্যবহার করা হতো। পরে যুক্তরাষ্ট্রে মাদকদ্রব্য হিসেবে কোকেইন নিষিদ্ধ হওয়ার পর এটির ব্যবহার বন্ধ করে দেয় কোকা-কোলা।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
১ ঘণ্টা আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
১ ঘণ্টা আগেঝাড়খণ্ডের প্রায় প্রতিটি চৌরাস্তার কাছে বিজেপির বিশাল বিশাল ব্যানার-হোর্ডিং। এগুলোতে ভোটারদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়েছে। একটিতে লেখা, ‘হয় অনুপ্রবেশকারীদের আশ্রয় দাও অথবা আদিবাসীদের বাঁচাও।’ অন্যান্য ব্যানার-হোর্ডিংগুলোতেও একই বার্তা। এর সবই মূলত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় ছড়ানোর কৌ
১ ঘণ্টা আগেএটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
৩ ঘণ্টা আগে