অনলাইন ডেস্ক
সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নারীদের নেতৃত্ব ও প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক মার্কিন নারীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ৪২ বছর বয়সী অ্যালিসন ফ্লুক একরান বিরুদ্ধে আট বছর ধরে ইরাক, সিরিয়া ও লিবিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেডারেল আদালত তাঁকে কারাদণ্ড দেয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইএস’র শতাধিক নারীকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। ১০ বছরের কম বয়সী শিশুও রয়েছে তাদের মধ্যে। গত জুনে অ্যালিসন আদালতে দোষ স্বীকার করেন। প্রসিকিউটররা বলেন, আইনে তাঁর সর্বোচ্চ সাজা হওয়া উচিত। তবে অ্যালিসনের পক্ষের আইনজীবীরা সাজা কমানোর অনুরোধ জানিয়ে বলেন, সিরিয়া যুদ্ধের কারণে তিনি ‘ট্রমাটাইজড’ ছিলেন।
যুক্তরাষ্ট্রের কানসাসের একটি ছোট কমিউনিটির বাসিন্দা অ্যালিসন। দেশ ছাড়ার আগে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন তিনি। মার্কিন বিচার বিভাগ ও পাবলিক রেকর্ডের তথ্য বলছে, অ্যালিসন তাঁর দ্বিতীয় স্বামীর সঙ্গে মধ্যপ্রাচ্যে চলে যান। এর পর লিবিয়ার জঙ্গিগোষ্ঠী আনসার আল-শরিয়ার সঙ্গে সম্পৃক্ত হন।
২০১২ সালের দিকে তাঁকে সিরিয়ায় পাচার করা হয়েছিল এবং তাঁর স্বামী যুদ্ধে নিহত হওয়ার পর অ্যালিসন আইএসের সক্রিয় সদস্য হন। চার বছরের মধ্যে তিনি সিরিয়ার রাকায় একটি আইএস ব্যাটালিয়নের নেতা হয়ে ওঠেন। এর পর একাধিক বিয়ে করেন অ্যালিসন। যাদের মধ্যে একজন বাংলাদেশি ড্রোন বিশেষজ্ঞও ছিলেন, যিনি পরবর্তীতে যুদ্ধে নিহত হন।
মার্কিন কর্মকর্তারা জানায়, অ্যালিসনের প্রাথমিক দায়িত্ব ছিল নারীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া, যার মধ্যে একে-৪৭ চালানো, গ্রেনেড এবং আত্মঘাতী বেল্ট ব্যবহার করার মতো প্রশিক্ষণ। তিনি যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনাও করেন।
আইএসে যোগ দেওয়া মার্কিন নাগরিকের সংখ্যা এখনো স্পষ্ট নয়। তবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, প্রায় ৩০০ জন সিরিয়া বা ইরাকে ভ্রমণ করেছেন বা যাওয়ার চেষ্টা চালিয়েছেন।
২০২০ সালে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, অন্তত ২৭ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ দায়ের করা হয়েছে।
সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নারীদের নেতৃত্ব ও প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক মার্কিন নারীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ৪২ বছর বয়সী অ্যালিসন ফ্লুক একরান বিরুদ্ধে আট বছর ধরে ইরাক, সিরিয়া ও লিবিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেডারেল আদালত তাঁকে কারাদণ্ড দেয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইএস’র শতাধিক নারীকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। ১০ বছরের কম বয়সী শিশুও রয়েছে তাদের মধ্যে। গত জুনে অ্যালিসন আদালতে দোষ স্বীকার করেন। প্রসিকিউটররা বলেন, আইনে তাঁর সর্বোচ্চ সাজা হওয়া উচিত। তবে অ্যালিসনের পক্ষের আইনজীবীরা সাজা কমানোর অনুরোধ জানিয়ে বলেন, সিরিয়া যুদ্ধের কারণে তিনি ‘ট্রমাটাইজড’ ছিলেন।
যুক্তরাষ্ট্রের কানসাসের একটি ছোট কমিউনিটির বাসিন্দা অ্যালিসন। দেশ ছাড়ার আগে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন তিনি। মার্কিন বিচার বিভাগ ও পাবলিক রেকর্ডের তথ্য বলছে, অ্যালিসন তাঁর দ্বিতীয় স্বামীর সঙ্গে মধ্যপ্রাচ্যে চলে যান। এর পর লিবিয়ার জঙ্গিগোষ্ঠী আনসার আল-শরিয়ার সঙ্গে সম্পৃক্ত হন।
২০১২ সালের দিকে তাঁকে সিরিয়ায় পাচার করা হয়েছিল এবং তাঁর স্বামী যুদ্ধে নিহত হওয়ার পর অ্যালিসন আইএসের সক্রিয় সদস্য হন। চার বছরের মধ্যে তিনি সিরিয়ার রাকায় একটি আইএস ব্যাটালিয়নের নেতা হয়ে ওঠেন। এর পর একাধিক বিয়ে করেন অ্যালিসন। যাদের মধ্যে একজন বাংলাদেশি ড্রোন বিশেষজ্ঞও ছিলেন, যিনি পরবর্তীতে যুদ্ধে নিহত হন।
মার্কিন কর্মকর্তারা জানায়, অ্যালিসনের প্রাথমিক দায়িত্ব ছিল নারীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া, যার মধ্যে একে-৪৭ চালানো, গ্রেনেড এবং আত্মঘাতী বেল্ট ব্যবহার করার মতো প্রশিক্ষণ। তিনি যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনাও করেন।
আইএসে যোগ দেওয়া মার্কিন নাগরিকের সংখ্যা এখনো স্পষ্ট নয়। তবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, প্রায় ৩০০ জন সিরিয়া বা ইরাকে ভ্রমণ করেছেন বা যাওয়ার চেষ্টা চালিয়েছেন।
২০২০ সালে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, অন্তত ২৭ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ দায়ের করা হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর এবং কোটি কোটি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করেছে। এমনটাই জানানো হয়েছে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের (এআইপিসি) এক চিঠিতে। গত ১২ নভেম্বর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে লেখা চিঠিতে এআইপিসির সভাপতি
১৪ মিনিট আগেশিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে এ তদন্ত চলমান। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ন্যান্সি ওয়েনার এবং সুবাস কাপুরের মতো দাগি পাচারকারীরা। সুবাস কাপুর একজন প্রত্নসম্পদ ব্যবসায়ী, তাঁর নিউইয়র্ক গ্যালারির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ১০ বছরের কা
৩৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এই মেয়াদে তিনি হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। গণমাধ্যম ব্যক্তিত্ব লেভিট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী। মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের প্রতিবেদ
৩৭ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই। আর এই বিষয়টি নিশ্চিত করতে তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করবে। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে থিংক ট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগে