আজকের পত্রিকা ডেস্ক
ইসরায়েল-গাজা যুদ্ধের বিষয়ে প্রথম উন্মুক্ত বিতর্কের আয়োজন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অধিকাংশ সদস্যদেশ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে সহিংসতা বন্ধ করতে পারে এমন একটি প্রস্তাব দিতে ব্যর্থ হয়েছে ১৫ সদস্যের পরিষদ। যুদ্ধবিরতির আহ্বানকে প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র।
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে করা একটি প্রস্তাবে গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের ১২ সদস্য সমর্থন দিয়েছিল। সেখানেও ইসরায়েলের কট্টর মিত্র যুক্তরাষ্ট্র ভেটো দেয়। এর আগে রাশিয়ার একটি খসড়া প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়েছিল।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের ওপর একটি নির্ধারিত ত্রৈমাসিক উন্মুক্ত বিতর্কের জন্য গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের বৈঠক হয়।
প্রায় ৯০টি দেশ মঙ্গলবারের বিতর্কের জন্য বক্তার তালিকায় ছিল। এগুলোর মধ্যে ৩০ দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উপমন্ত্রীরা ছিলেন। তাঁদের অনেকে যুদ্ধবিরতি এবং বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি বলেন, এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য একটি প্রস্তাব গ্রহণ করতে, এমনকি যুদ্ধবিরতির আহ্বান জানাতে এই পরিষদ দুবার ব্যর্থ হয়েছে। এই অক্ষমতা আমরা দুঃখের সঙ্গে অনুসরণ করেছি।’
২২ সদস্যের আরব গ্রুপের পক্ষে বক্তৃতা দেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। ‘গাজাকে ইসরায়েল মাটিতে মিশিয়ে দিচ্ছে’ মন্তব্য করে তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেন। সাফাদি যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাব গ্রহণে কূটনীতিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি উভয় পক্ষের বেসামরিক হত্যার নিন্দা জানান।
এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার নিন্দা জানিয়েছেন। গাজায় রক্তপাত বন্ধ, জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক আইন ও কনভেনশনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান তিনি।
অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতি ‘আরও ভয়ংকর হয়ে উঠছে’ উল্লেখ করে মানবিক যুদ্ধবিরতির জন্য তাঁর আহ্বানের পুনরাবৃত্তি করেন। তবে জাতিসংঘের মহাসচিব, ফিলিস্তিন এবং বেশ কয়েকটি দেশের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে তোপের মুখে পড়েন জাতিসংঘের প্রধান।
ইসরায়েলে হামাসের হামলা নিয়ে করা আগের মন্তব্যের জের ধরে তোপ দাগা হয় তাঁকে। ওই বক্তব্য ‘আপত্তিকর’ উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করেছে ইসরায়েল। গুতেরেস তাঁর বক্তব্যে বলেছিলেন, হামাসের হামলা কারণ ছাড়া হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারির শিকার। তাঁরা তাঁদের ভূখণ্ড বসতিতে (অবৈধ ইহুদি বসতি) পরিণত হতে দেখেছেন। সহিংসতায় জর্জরিত হতে দেখেছেন।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলে যেতে আগ্রহ প্রকাশ করেন জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়ক মার্টিন গ্রিফিথস। প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ এরদান বলেন, আন্তোনিও গুতেরেসের মন্তব্যের জের ধরে মার্টিন গ্রিফিথসকে ইসরায়েলে আসার ভিসা দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে ভেটো দিলেও অবশ্য বলেছে, তারা মানবিক বিরতির পক্ষে। তবে সেটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি নয়।
যুক্তরাষ্ট্রের নতুন খসড়া প্রস্তাবে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে আত্মরক্ষা ‘সব রাষ্ট্রের অন্তর্নিহিত অধিকার’ বলে উল্লেখ করা হয়।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী ১০টিসহ মোট ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে অন্তত ৯টি দেশের সম্মতি বা ভোট লাগে। এর মধ্যে স্থায়ী কোনো দেশ ভেটো দিলে তা বাতিল হয়ে যায়।
ইসরায়েল-গাজা যুদ্ধের বিষয়ে প্রথম উন্মুক্ত বিতর্কের আয়োজন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অধিকাংশ সদস্যদেশ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে সহিংসতা বন্ধ করতে পারে এমন একটি প্রস্তাব দিতে ব্যর্থ হয়েছে ১৫ সদস্যের পরিষদ। যুদ্ধবিরতির আহ্বানকে প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র।
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে করা একটি প্রস্তাবে গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের ১২ সদস্য সমর্থন দিয়েছিল। সেখানেও ইসরায়েলের কট্টর মিত্র যুক্তরাষ্ট্র ভেটো দেয়। এর আগে রাশিয়ার একটি খসড়া প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়েছিল।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের ওপর একটি নির্ধারিত ত্রৈমাসিক উন্মুক্ত বিতর্কের জন্য গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের বৈঠক হয়।
প্রায় ৯০টি দেশ মঙ্গলবারের বিতর্কের জন্য বক্তার তালিকায় ছিল। এগুলোর মধ্যে ৩০ দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উপমন্ত্রীরা ছিলেন। তাঁদের অনেকে যুদ্ধবিরতি এবং বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি বলেন, এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য একটি প্রস্তাব গ্রহণ করতে, এমনকি যুদ্ধবিরতির আহ্বান জানাতে এই পরিষদ দুবার ব্যর্থ হয়েছে। এই অক্ষমতা আমরা দুঃখের সঙ্গে অনুসরণ করেছি।’
২২ সদস্যের আরব গ্রুপের পক্ষে বক্তৃতা দেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। ‘গাজাকে ইসরায়েল মাটিতে মিশিয়ে দিচ্ছে’ মন্তব্য করে তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেন। সাফাদি যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাব গ্রহণে কূটনীতিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি উভয় পক্ষের বেসামরিক হত্যার নিন্দা জানান।
এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার নিন্দা জানিয়েছেন। গাজায় রক্তপাত বন্ধ, জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক আইন ও কনভেনশনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান তিনি।
অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতি ‘আরও ভয়ংকর হয়ে উঠছে’ উল্লেখ করে মানবিক যুদ্ধবিরতির জন্য তাঁর আহ্বানের পুনরাবৃত্তি করেন। তবে জাতিসংঘের মহাসচিব, ফিলিস্তিন এবং বেশ কয়েকটি দেশের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে তোপের মুখে পড়েন জাতিসংঘের প্রধান।
ইসরায়েলে হামাসের হামলা নিয়ে করা আগের মন্তব্যের জের ধরে তোপ দাগা হয় তাঁকে। ওই বক্তব্য ‘আপত্তিকর’ উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করেছে ইসরায়েল। গুতেরেস তাঁর বক্তব্যে বলেছিলেন, হামাসের হামলা কারণ ছাড়া হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারির শিকার। তাঁরা তাঁদের ভূখণ্ড বসতিতে (অবৈধ ইহুদি বসতি) পরিণত হতে দেখেছেন। সহিংসতায় জর্জরিত হতে দেখেছেন।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলে যেতে আগ্রহ প্রকাশ করেন জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়ক মার্টিন গ্রিফিথস। প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাদ এরদান বলেন, আন্তোনিও গুতেরেসের মন্তব্যের জের ধরে মার্টিন গ্রিফিথসকে ইসরায়েলে আসার ভিসা দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে ভেটো দিলেও অবশ্য বলেছে, তারা মানবিক বিরতির পক্ষে। তবে সেটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি নয়।
যুক্তরাষ্ট্রের নতুন খসড়া প্রস্তাবে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে আত্মরক্ষা ‘সব রাষ্ট্রের অন্তর্নিহিত অধিকার’ বলে উল্লেখ করা হয়।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী ১০টিসহ মোট ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে অন্তত ৯টি দেশের সম্মতি বা ভোট লাগে। এর মধ্যে স্থায়ী কোনো দেশ ভেটো দিলে তা বাতিল হয়ে যায়।
চলতি সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আর্ট গ্যালারিতে তোলা হবে ২ হাজার ৬০০ বছর আগে পৃথিবীতে বিচরণ করা একটি বাজপাখিকে। মিশরে মমি করা অবস্থায় উদ্ধার হওয়া এই পাখিটির গায়ে মূল্য লেখা আছে ৮৯ হাজার ৬৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা এক কোটি টাকারও বেশি।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সামরিক বাহিনীকে কাজে লাগাবেন।
২ ঘণ্টা আগেনরওয়ের যুবরাজের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
২ ঘণ্টা আগেপ্রায় অর্ধ বিলিয়ন ডলারের মালিক ৪৭ বছর বয়সী মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসনকে অনেকে ছিটগ্রস্ত মনে করেন। কারণ শরীরের বয়সকে থামিয়ে দিতে গত কয়েক বছর ধরেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন তিনি।
৩ ঘণ্টা আগে