অনলাইন ডেস্ক
গাজা দখল করা ইসরায়েলের জন্য এক ‘বড় ভুল’ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার মতে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে গাজার অভ্যন্তরে অভিযান পরিচালনা করা সঠিক সিদ্ধান্ত।
রোববার সিবিএস নিউজের সিক্সটি মিনিটস প্রোগ্রাম নামক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘গাজায় যা ঘটছে সে পরিপ্রেক্ষিতে বলতে পারি, হামাস এবং হামাসের সবচেয়ে চরমপন্থী অংশ ফিলিস্তিনের সব মানুষের প্রতিনিধিত্ব করে না। তাই আমার মনে হয়, ইসরায়েল যদি আবার গাজা দখল করে তবে তা হবে এক বড় ভুল। তবে, উত্তর প্রান্তে হিজবুল্লাহ এবং দক্ষিণ অংশে হামাস সক্রিয় আছে। তাই সেখানে প্রবেশ করে চরমপন্থী সন্ত্রাসীদের বের করে নিয়ে আসাটা ঠিক আছে।’
গাজায় যুদ্ধের নিয়মগুলো ইসরায়েলি বাহিনী মেনে চলবে বলে এ সময় আশা ব্যক্ত করেন জো বাইডেন। সে সঙ্গে তিনি বলেন, গাজার মানুষের কাছে খাবার, পানি এবং ওষুধ পৌঁছানো হবে। হামাসকে নির্মূল করা প্রয়োজন, এমনটা বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফিলিস্তিনি ভূখণ্ডে সেখানকার মানুষের কর্তৃত্ব থাকার কথাও জানিয়েছেন। বাইডেন বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথও খুঁজে বের করতে হবে।
ইসরায়েল ও ফিলিস্তিনের সহাবস্থানের মাধ্যমে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা যুক্তরাষ্ট্র বলে আসছে কয়েক দশক ধরেই। সেই পথে সমাধান খুঁজে নেওয়ার কথা জানিয়ে বাইডেন বলেছেন, এই উপায়ে ৫০ লাখ ফিলিস্তিনির জন্য ইসরায়েলের পাশে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে।
ইসরায়েলি সামরিক বাহিনীর গাজায় বড় আকারে স্থল অভিযানের প্রস্তুতি নেওয়ার খবর আসার মধ্যেই জো বাইডেন এসব মন্তব্য করেছেন। গাজা শহরের মাটির নিচে হামাসের শক্তিশালী সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস ও অপহৃত নাগরিকদের উদ্ধার করার জন্য স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
এই লক্ষ্যে গত শুক্রবার গাজার উত্তর অংশ থেকে সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। উত্তর অংশে প্রায় ১১ লাখ মানুষের বসবাস। ইসরায়েলের নির্দেশের পর ওই অঞ্চল থেকে অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে ইতিমধ্যেই পালিয়ে গেছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের মাটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের আকস্মিক হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ১ হাজার ৪০০ ছুঁয়েছে। জবাবে ইসরায়েলও বিমান হামলা শুরু করে গাজা শহরে। হাজার হাজার বোমার আঘাতে ইতিমধ্যেই গাজা শহরের নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৭০ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ৭৫০ জন শিশু রয়েছে। এতে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬০০।
গাজা দখল করা ইসরায়েলের জন্য এক ‘বড় ভুল’ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার মতে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে গাজার অভ্যন্তরে অভিযান পরিচালনা করা সঠিক সিদ্ধান্ত।
রোববার সিবিএস নিউজের সিক্সটি মিনিটস প্রোগ্রাম নামক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘গাজায় যা ঘটছে সে পরিপ্রেক্ষিতে বলতে পারি, হামাস এবং হামাসের সবচেয়ে চরমপন্থী অংশ ফিলিস্তিনের সব মানুষের প্রতিনিধিত্ব করে না। তাই আমার মনে হয়, ইসরায়েল যদি আবার গাজা দখল করে তবে তা হবে এক বড় ভুল। তবে, উত্তর প্রান্তে হিজবুল্লাহ এবং দক্ষিণ অংশে হামাস সক্রিয় আছে। তাই সেখানে প্রবেশ করে চরমপন্থী সন্ত্রাসীদের বের করে নিয়ে আসাটা ঠিক আছে।’
গাজায় যুদ্ধের নিয়মগুলো ইসরায়েলি বাহিনী মেনে চলবে বলে এ সময় আশা ব্যক্ত করেন জো বাইডেন। সে সঙ্গে তিনি বলেন, গাজার মানুষের কাছে খাবার, পানি এবং ওষুধ পৌঁছানো হবে। হামাসকে নির্মূল করা প্রয়োজন, এমনটা বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফিলিস্তিনি ভূখণ্ডে সেখানকার মানুষের কর্তৃত্ব থাকার কথাও জানিয়েছেন। বাইডেন বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথও খুঁজে বের করতে হবে।
ইসরায়েল ও ফিলিস্তিনের সহাবস্থানের মাধ্যমে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা যুক্তরাষ্ট্র বলে আসছে কয়েক দশক ধরেই। সেই পথে সমাধান খুঁজে নেওয়ার কথা জানিয়ে বাইডেন বলেছেন, এই উপায়ে ৫০ লাখ ফিলিস্তিনির জন্য ইসরায়েলের পাশে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে।
ইসরায়েলি সামরিক বাহিনীর গাজায় বড় আকারে স্থল অভিযানের প্রস্তুতি নেওয়ার খবর আসার মধ্যেই জো বাইডেন এসব মন্তব্য করেছেন। গাজা শহরের মাটির নিচে হামাসের শক্তিশালী সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস ও অপহৃত নাগরিকদের উদ্ধার করার জন্য স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
এই লক্ষ্যে গত শুক্রবার গাজার উত্তর অংশ থেকে সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। উত্তর অংশে প্রায় ১১ লাখ মানুষের বসবাস। ইসরায়েলের নির্দেশের পর ওই অঞ্চল থেকে অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে ইতিমধ্যেই পালিয়ে গেছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের মাটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের আকস্মিক হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ১ হাজার ৪০০ ছুঁয়েছে। জবাবে ইসরায়েলও বিমান হামলা শুরু করে গাজা শহরে। হাজার হাজার বোমার আঘাতে ইতিমধ্যেই গাজা শহরের নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৭০ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ৭৫০ জন শিশু রয়েছে। এতে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬০০।
চলতি সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আর্ট গ্যালারিতে তোলা হবে ২ হাজার ৬০০ বছর আগে পৃথিবীতে বিচরণ করা একটি বাজপাখিকে। মিশরে মমি করা অবস্থায় উদ্ধার হওয়া এই পাখিটির গায়ে মূল্য লেখা আছে ৮৯ হাজার ৬৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা এক কোটি টাকারও বেশি।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সামরিক বাহিনীকে কাজে লাগাবেন।
৭ ঘণ্টা আগেনরওয়ের যুবরাজের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
৭ ঘণ্টা আগেপ্রায় অর্ধ বিলিয়ন ডলারের মালিক ৪৭ বছর বয়সী মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসনকে অনেকে ছিটগ্রস্ত মনে করেন। কারণ শরীরের বয়সকে থামিয়ে দিতে গত কয়েক বছর ধরেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন তিনি।
৮ ঘণ্টা আগে