অনলাইন ডেস্ক
চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত দেড় কোটি ডোজ করোনার টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিভিন্ন রাজ্য, ফার্মেসি এবং টিকা সংশ্লিষ্ট সংস্থার বরাত দিয়ে এনবিসির প্রতিবেদনে বলা হয়, যেমনটা ধারণা করা হচ্ছিল তার চেয়ে বেশি টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র। এনবিসি মার্কিন সাতটি রাজ্যের তথ্য পায়নি। পাশাপাশি গুরুত্বপূর্ণ ফেডারেল এজেন্সির তথ্যও পাওয়া যায়নি।
বিভিন্ন কারণে ডোজগুলো অপচয় হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ফাটল শিশি, ভ্যাকসিনকে পাতলা করার ত্রুটি, ফ্রিজারের ত্রুটি, একটি শিশিতে অধিক পরিমাণে টিকার ডোজ।
এই প্রতিবেদনটি এমন সময় প্রকাশ হলো যখন বিশ্বের বিভিন্ন দেশ টিকা সংকটে ভুগছে। আন্তর্জাতিক গবেষণাভিত্তিক সংস্থা আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার পক্ষ থেকে বলা হয়, আফ্রিকায় মাত্র ৩ শতাংশ মানুষ করোনার পূর্ণ ডোজ টিকা পেয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্র তাদের ৫২ শতাংশ জনগণকে করোনার টিকার পূর্ণ ডোজ দিতে পেরেছে। এ ছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ১০ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে করোনার টিকার তৃতীয় ডোজ পেয়েছেন। দুই ডোজ টিকা পাওয়া ব্যক্তিদের আট মাস পর তৃতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই মাসের শেষ দিকে এই কার্যক্রম শুরু হবে।
এ নিয়ে ইউনিভার্সিটি অব ইয়র্কের স্বাস্থ্য নীতি বিভাগের প্রফেসর টিম দোরান বলেন, এটি একটি ন্যায্যতা বিষয়ক সমস্যা। যে সব ধনী দেশের কাছে ভালো পরিমাণে ভ্যাকসিন রয়েছে তারা সেটি নষ্ট করছে।
যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৬০ কোটি ডোজ টিকা মধ্য আয়ের দেশ এবং দরিদ্র দেশগুলোর মধ্যে বিতরণ করেছে।
চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত দেড় কোটি ডোজ করোনার টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিভিন্ন রাজ্য, ফার্মেসি এবং টিকা সংশ্লিষ্ট সংস্থার বরাত দিয়ে এনবিসির প্রতিবেদনে বলা হয়, যেমনটা ধারণা করা হচ্ছিল তার চেয়ে বেশি টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র। এনবিসি মার্কিন সাতটি রাজ্যের তথ্য পায়নি। পাশাপাশি গুরুত্বপূর্ণ ফেডারেল এজেন্সির তথ্যও পাওয়া যায়নি।
বিভিন্ন কারণে ডোজগুলো অপচয় হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ফাটল শিশি, ভ্যাকসিনকে পাতলা করার ত্রুটি, ফ্রিজারের ত্রুটি, একটি শিশিতে অধিক পরিমাণে টিকার ডোজ।
এই প্রতিবেদনটি এমন সময় প্রকাশ হলো যখন বিশ্বের বিভিন্ন দেশ টিকা সংকটে ভুগছে। আন্তর্জাতিক গবেষণাভিত্তিক সংস্থা আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার পক্ষ থেকে বলা হয়, আফ্রিকায় মাত্র ৩ শতাংশ মানুষ করোনার পূর্ণ ডোজ টিকা পেয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্র তাদের ৫২ শতাংশ জনগণকে করোনার টিকার পূর্ণ ডোজ দিতে পেরেছে। এ ছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ১০ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে করোনার টিকার তৃতীয় ডোজ পেয়েছেন। দুই ডোজ টিকা পাওয়া ব্যক্তিদের আট মাস পর তৃতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই মাসের শেষ দিকে এই কার্যক্রম শুরু হবে।
এ নিয়ে ইউনিভার্সিটি অব ইয়র্কের স্বাস্থ্য নীতি বিভাগের প্রফেসর টিম দোরান বলেন, এটি একটি ন্যায্যতা বিষয়ক সমস্যা। যে সব ধনী দেশের কাছে ভালো পরিমাণে ভ্যাকসিন রয়েছে তারা সেটি নষ্ট করছে।
যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৬০ কোটি ডোজ টিকা মধ্য আয়ের দেশ এবং দরিদ্র দেশগুলোর মধ্যে বিতরণ করেছে।
ইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
১৩ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
১৫ ঘণ্টা আগেওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
১৬ ঘণ্টা আগে