অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইনি ঝামেলা তাঁর পিছু ছাড়ছে না। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে যেসব ফৌজদারি মামলার বিচার নিম্ন আদালতে চলছে, সেগুলো বন্ধ রাখতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন সময়ে এই আবেদন করলেন, যখন ফেডারেল আপিল আদালত জানিয়ে দিয়েছেন, সাবেক এই প্রেসিডেন্ট দায়মুক্তির আবেদন করতে পারবেন না।
এর আগে, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টা, যৌন হয়রানির ঘটনাকে ঘিরে বেশ কয়েকটি মামলায় জড়িয়ে গেছেন ট্রাম্প। বলা হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৯১টি ফৌজদারি অভিযোগ রয়েছে।
এসব মামলার বিচার থামিয়ে দিতে গত সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেন ট্রাম্পের আইনজীবীরা। ওই আবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে মাসের পর মাস বিভিন্ন মামলায় শুনানি চলছে। এতে করে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছেন, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ট্রাম্পের এই আবেদনের ভবিষ্যৎ কী, তা জানতে অবশ্য সুপ্রিম কোর্টের আদেশের অপেক্ষা করতে হবে। দেশটির সর্বোচ্চ আদালত এখন নির্ধারণ করে দেবেন, ট্রাম্প এসব মামলার শুনানি বন্ধ রাখতে আবেদন করতে পারবেন কি না।
এদিকে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপন নথি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে একটি রুদ্ধদ্বার শুনানিতে অংশ নিয়েছেন ট্রাম্প। ফ্লোরিডায় সোমবার এ মামলায় দীর্ঘ সময় শুনানি হয়। সকাল ৯টায় তিনি আদালতে ঢুকেছিলেন। এর পাঁচ ঘণ্টা পর সেখান থেকে বের হতে দেখা যায় ট্রাম্পকে।
যুক্তরাষ্ট্রে চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইনি ঝামেলা তাঁর পিছু ছাড়ছে না। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে যেসব ফৌজদারি মামলার বিচার নিম্ন আদালতে চলছে, সেগুলো বন্ধ রাখতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন সময়ে এই আবেদন করলেন, যখন ফেডারেল আপিল আদালত জানিয়ে দিয়েছেন, সাবেক এই প্রেসিডেন্ট দায়মুক্তির আবেদন করতে পারবেন না।
এর আগে, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টা, যৌন হয়রানির ঘটনাকে ঘিরে বেশ কয়েকটি মামলায় জড়িয়ে গেছেন ট্রাম্প। বলা হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৯১টি ফৌজদারি অভিযোগ রয়েছে।
এসব মামলার বিচার থামিয়ে দিতে গত সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেন ট্রাম্পের আইনজীবীরা। ওই আবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে মাসের পর মাস বিভিন্ন মামলায় শুনানি চলছে। এতে করে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছেন, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ট্রাম্পের এই আবেদনের ভবিষ্যৎ কী, তা জানতে অবশ্য সুপ্রিম কোর্টের আদেশের অপেক্ষা করতে হবে। দেশটির সর্বোচ্চ আদালত এখন নির্ধারণ করে দেবেন, ট্রাম্প এসব মামলার শুনানি বন্ধ রাখতে আবেদন করতে পারবেন কি না।
এদিকে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপন নথি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে একটি রুদ্ধদ্বার শুনানিতে অংশ নিয়েছেন ট্রাম্প। ফ্লোরিডায় সোমবার এ মামলায় দীর্ঘ সময় শুনানি হয়। সকাল ৯টায় তিনি আদালতে ঢুকেছিলেন। এর পাঁচ ঘণ্টা পর সেখান থেকে বের হতে দেখা যায় ট্রাম্পকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাস্তবায়িত হলে আয়ারল্যান্ডের রপ্তানি আয়ের প্রধান উৎস ওষুধ ও রসায়ন খাতে ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কারণ দেশটির মোট রপ্তানি আয়ের ৭০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। আর এর ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। তাই, ট্রাম্
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে তাঁরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
৪ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
৬ ঘণ্টা আগে