অনলাইন ডেস্ক
পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে অর্থ প্রদান মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন হতে পারে। আর এই অভিযোগে গ্রেপ্তার হতে পারেন বলে এরই মধ্যে আশঙ্কা জানিয়েছেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটন আদালতের বিচারকেরা সোমবার (২০ মার্চ) ট্রাম্পের মামলার বিষয়ে শুনানি করেন। এ সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা রয়েছে।
এমন পরিস্থিতিতে ম্যানহাটনের আদালত এলাকাসহ নিউইয়র্কের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের গাড়ি থেকে ব্যারিকেডসহ মিছিলে বাধা দেওয়ার বিভিন্ন সরঞ্জাম নামাতে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত বিক্ষোভের কোনো খবর পাওয়া যায়নি।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে এবং শহরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চারদিকে নজর রাখছে। তবে এখনো পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ।
এর আগে গত শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, মঙ্গলবার নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তেমন কিছু হলে সমর্থকদের বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, তাঁকে গ্রেপ্তার করা হলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে যে সহিংসতার সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটতে পারে।
ট্রাম্প গ্রেপ্তার হলে এটি হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম ফৌজদারি মামলা। দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার যে স্বপ্ন ট্রাম্প দেখছেন, তার ওপরও এটি গুরুতর প্রভাব ফেলবে।
পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগ, তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্কের বিষয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ না খুলতে বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন তিনি। স্টর্মি ড্যানিয়েলসের মামলা ছাড়াও ৭৬ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে।
পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে অর্থ প্রদান মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন হতে পারে। আর এই অভিযোগে গ্রেপ্তার হতে পারেন বলে এরই মধ্যে আশঙ্কা জানিয়েছেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটন আদালতের বিচারকেরা সোমবার (২০ মার্চ) ট্রাম্পের মামলার বিষয়ে শুনানি করেন। এ সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা রয়েছে।
এমন পরিস্থিতিতে ম্যানহাটনের আদালত এলাকাসহ নিউইয়র্কের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের গাড়ি থেকে ব্যারিকেডসহ মিছিলে বাধা দেওয়ার বিভিন্ন সরঞ্জাম নামাতে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত বিক্ষোভের কোনো খবর পাওয়া যায়নি।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে এবং শহরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চারদিকে নজর রাখছে। তবে এখনো পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ।
এর আগে গত শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, মঙ্গলবার নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তেমন কিছু হলে সমর্থকদের বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, তাঁকে গ্রেপ্তার করা হলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে যে সহিংসতার সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটতে পারে।
ট্রাম্প গ্রেপ্তার হলে এটি হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম ফৌজদারি মামলা। দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার যে স্বপ্ন ট্রাম্প দেখছেন, তার ওপরও এটি গুরুতর প্রভাব ফেলবে।
পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগ, তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্কের বিষয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ না খুলতে বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন তিনি। স্টর্মি ড্যানিয়েলসের মামলা ছাড়াও ৭৬ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে।
এটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
১ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখ শুরু হবে ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশ এই মেলায় নিয়মিত অংশগ্রহণ করলেও এবার অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এবারের মেলায় মূল প্রতিপাদ্য দেশ হিসেবে থাকবে জার্মানি। সেখানে প্রদর্শিত হবে জার্মানির
১ ঘণ্টা আগেভারত ভাগের জন্য মুসলিম লীগকে দায়ী করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল শনিবার রাজ্যের আলীগড় জেলায় এক নির্বাচনী জনসভায় তিনি স্থানীয় সমাজবাদী পার্টিকে একই ধারায় মুসলিম লীগের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, সমাজবাদী পার্টিও মুসলিম লীগের পথ অনুসরণ করছে
২ ঘণ্টা আগেইসরায়েলের সামরিক হামলায় ইরানের পারচিন এলাকার একটি অত্যন্ত গোপন পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে। গত অক্টোবরের শেষ দিকে এই হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিন মার্কিন কর্মকর্তা, এক ইসরায়েলি কর্মকর্তা
৩ ঘণ্টা আগে